সেন্ট পলস্ উচ্চ বিদ্যালয়
মোংলায় অবস্থিত একটি বিদ্যালয়
সেন্ট পলস্ উচ্চ বিদ্যালয় বাংলাদেশের বাগেরহাট জেলার মোংলায় অবস্থিত একটি উচ্চ বিদ্যালয়। এটি ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত হয়।[১]
সেন্ট পলস্ উচ্চ বিদ্যালয়, মোংলা | |
---|---|
অবস্থান | |
শেলাবুনিয়া , ৯৩৫০ | |
স্থানাঙ্ক | ২২°২৮′০৪″ উত্তর ৮৯°৩৬′৪০″ পূর্ব / ২২.৪৬৭৮০২৩° উত্তর ৮৯.৬১১১২২৯° পূর্ব |
তথ্য | |
নীতিবাক্য | এসো জ্ঞানের সন্ধানে, ফিরে যাও দেশের সেবায় |
প্রতিষ্ঠাকাল | ১৯৫৪ |
প্রতিষ্ঠাতা | ফাদার মারিনো রিগন |
ইআইআইএন | ১১৪৯৮৯ |
প্রধান শিক্ষক | ব্রাদার জয়ন্ত এন্ড্রু কস্তা, সিএসসি |
শিক্ষকমণ্ডলী | ৩০+ |
লিঙ্গ | বালক, বালিকা |
শিক্ষার্থী সংখ্যা | আনু. ২০০০+ |
ভাষা | বাংলা |
হাউস | ৩ টি (১টি একাডেমিক ভবন) |
রং | সাদা (শার্ট) কালো (প্যান্ট) |
ক্রীড়া | ফুটবল, ক্রিকেট |
ডাকনাম | সেপউবি(SPHS) |
শিক্ষা বোর্ড | মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর |
শিফট | ২ টি (প্রভাতী, দিবা) |
ওয়েবসাইট | stpaulssecondaryschool |
ইতিহাস
সম্পাদনাসেন্ট পলস্ উচ্চ বিদ্যালয় ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত হয়। এটি দক্ষিণ বঙ্গের সুপরিচিত একটি বিদ্যালয়। ফাদার মারিনো রিগন নামে এক ইটালিয়ান ধর্মযাজক এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তিনি বাংলাদেশের পরম বন্ধু। ফাদার রিগন দেশের দক্ষিণাঞ্চলে প্রতিষ্ঠা করেন ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠান।[২]
শিক্ষা-কার্যক্রম
সম্পাদনাবিদ্যালয়টিতে বিজ্ঞানাগার, পাঠাগার ও কমন রুম রয়েছে। এছাড়া, স্কাউট ও সহশিক্ষা কার্যক্রম চালু রয়েছে।
ভর্তি-প্রক্রিয়া
সম্পাদনাএখানে প্রথম শ্রেণি হতে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি নেয়া হয়ে থাকে। নতুন শিক্ষাবর্ষের ৩১ জানুয়ারি পর্যন্ত ভর্তি কার্যক্রম চলমান থাকে।[৩]
উল্লেখযোগ্য শিক্ষার্থী
সম্পাদনাআরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "মোংলার সেন্ট পলস্ উচ্চ বিদ্যালয়"। www.sohopathi.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০১-২০।
- ↑ "মোংলায় সমাহিত হলেন ফাদার মারিনো রিগন"। thedailystar। সংগ্রহের তারিখ ২০২৪-০১-২০।
- ↑ "সেন্ট পলস্ উচ্চ বিদ্যালয়"। www.jessoreboard.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০১-২০।