সেন্ট্রাল পার্ক
সেন্ট্রাল পার্ক (ইংরেজি: Central Park) মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের নিউ ইয়র্ক শহরের ম্যানহাটন মহানগর-বিভাগে অবস্থিত একটি নগর উদ্যান। উদ্যানটি ম্যানহাটনের আপার ওয়েস্ট সাইড ও আপার ইস্ট সাইড নামক দুইটি এলাকার মাঝখানে ৮৪৩ একর আয়তনের জায়গা জুড়ে অবস্থিত। এটি পূর্বদিকে ফিফথ অ্যাভিনিউ নামক রাজপথ, পশ্চিমে এইথ অ্যাভিনিউ, দক্ষিণে ফিফটি-নাইনথ স্ট্রিট এবং উত্তরে হানড্রেড অ্যান্ড টেনথ স্ট্রিট নামক সড়কগুলি দিয়ে সীমাবদ্ধ। সেন্ট্রাল পার্ক মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি পরিদর্শিত নগর উদ্যান। প্রতি বছর এখানে প্রায় ৪ কোটি লোক বেড়াতে আসেন। এখানে বহুসংখ্যক মার্কিন ও বিদেশী চলচ্চিত্রের দৃশ্যধারণ করা হয়েছে।
সেন্ট্রাল পার্ক | |
---|---|
ধরন | নগর উদ্যান |
অবস্থান | ম্যানহাটন, নিউ ইয়র্ক শহর, মার্কিন যুক্তরাষ্ট্র |
স্থানাঙ্ক | ৪০°৪৬′৫৬″ উত্তর ৭৩°৫৭′৫৫″ পশ্চিম / ৪০.৭৮২২২° উত্তর ৭৩.৯৬৫২৮° পশ্চিম |
আয়তন | ৮৪৩ একর (৩.৪১ বর্গকিলোমিটার)[১] |
নির্মিত | ১৮৫৭–১৮৭৬ |
মালিকানাধীন | এনওয়াইসি পার্ক |
পরিচালিত | সেন্ট্রাল পার্ক কনজার্ভেনসি |
পরিদর্শক | বার্ষিক প্রায় ৩৭-৩৮ মিলিয়ন[২]:৯ |
অবস্থা | সারা বছর উন্মুক্ত |
পাবলিক ট্রানজিট এক্সেস | পাতাল রেল এবং বাস; নিচে দেখুন |
অবৈধ উপাধি | |
স্থপতি | ফ্রেডেরিক ল ওল্মস্টেড (১৮২২–১৯০৩), ক্যালভার্ট ভো (১৮২৪–১৮৯৫) |
এনআরএইচপি সূত্র # | ৬৬০০০৫৩৮ |
গুরুত্বপূর্ণ তারিখ | |
এনআরএইচপি-তে যোগ | ১৫ই অক্টোবর, ১৯৬৬[৪] |
মনোনীত NHL | ২৩শে মে, ১৯৬৩ |
মনোনীত NYCL | ২৬শে মার্চ, ১৯৭৪[৩] |
সেন্ট্রাল পার্ক উদ্যানটি নগর সংস্থার ভূমি অধিগ্রহণের মাধ্যমে ১৮৫৭ সালে প্রতিষ্ঠা করা হয়। এটি বেশ কয়েকবার দুর্দশায় পতিত হলেও প্রত্যেকবারই বিভিন্ন পরিচ্ছন্নতা ও উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এটির সৌন্দর্য ধরে রাখার প্রচেষ্টা করা হয়েছে। ১৯৬৩ সালে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় উদ্যানটিকে "জাতীয় ঐতিহাসিক স্থাপনা" উপাধিতে ভূষিত করে।[৫] বর্তমানে সেন্ট্রাল পার্ক কনজার্ভেন্সি নামের একটি বেসরকারী-সরকারী যৌথ প্রকল্প উদ্যানটির দেখাশোনা করে, যার পেছনে বাৎসরিক ৬ কোটি ৫০ লক্ষ মার্কিন ডলার ব্যয় হয়।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "About Us"। Central Park Conservancy। ২০১৪। মার্চ ২৬, ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ২৫, ২০১৪।
- ↑ "REPORT ON THE PUBLIC USE OF CENTRAL PARK" (পিডিএফ)। centralparknyc.org। Central Park Conservancy। এপ্রিল ২০১১। সংগ্রহের তারিখ এপ্রিল ১, ২০১৯।
- ↑ Central Park Landmark Designation 1974, পৃ. 1 (PDF p. 2)
- ↑ কর্মী (জানুয়ারি ২৩, ২০০৭)। "জাতীয় নিবন্ধন তথ্য পদ্ধতি"। ঐতিহাসিক স্থানসমূহের জাতীয় নিবন্ধন। জাতীয় পার্ক পরিষেবা।
- ↑ https://npgallery.nps.gov/AssetDetail/NRIS/66000538
বহিঃসংযোগ
সম্পাদনাKML ফাইল (সম্পাদনা • সাহায্য)
|
- দাপ্তরিক ওয়েবসাইট (New York City Department of Parks and Recreation)
- দাপ্তরিক ওয়েবসাইট (Central Park Conservancy)
- "Central Park"। National Historic Landmarks Program। অক্টোবর ১৩, ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা।