সেনা পাবলিক স্কুল ও কলেজ, সাভার
সেনা পাবলিক স্কুল ও কলেজ, সাভার বাংলাদেশের ঢাকা জেলার আশুলিয়া থানায় সাভার ডিওএইচএস, সাভার সেনানিবাস এ অবস্থিত একটি শিক্ষাপ্রতিষ্ঠান।[১][২] এটি নবীনগরের সাভার ডিওএইচএস এলাকায় অবস্থিত। অত্যন্ত মনোরম পরিবেশে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা ছেলেমেয়েদের শিক্ষাদান করা হয়।
সেনা পাবলিক স্কুল ও কলেজ, সাভার | |
---|---|
অবস্থান | |
১৩৪৪ বাংলাদেশ | |
তথ্য | |
নীতিবাক্য | আদর্শ মানুষ গড়ার প্রত্যয়ে |
প্রতিষ্ঠাকাল | ২০১০ |
বিদ্যালয় জেলা | ঢাকা |
নিয়ন্ত্রক | বাংলাদেশ সেনাবাহিনী |
বিদ্যালয় নম্বর | ১৩৪১৫২ |
বিদ্যালয় কোড | ১৫৬২ |
ইআইআইএন | ১৩৪১৫২ |
অধ্যক্ষ | লে. কর্নেল নেওয়াজ খুরশীদ আহমেদ |
ভাষা | বাংলা, ইংরেজি |
ওয়েবসাইট | www |
প্রতিষ্ঠানের ইতিহাস
সম্পাদনাসাভার সেনানিবাসের ছাত্রছাত্রীদের ভর্তির চাপ নিরসনকল্পে ও সাভার-আশুলিয়া অঞ্চলে ভালো শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাপক চাহিদার প্রেক্ষিতে ২০১০ সালে সাভার সেনানিবাসে দ্বিতীয় ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হয় জিরাবো ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। সেনানিবাসের সুশৃঙ্খল নিয়ম ও নীতিমালা এবং দক্ষ ব্যবস্থাপনায় ৯ পদাতিক ডিভিশনের তৎকালীন জেনারেল অফিসার কমান্ডিং ও সাভার অঞ্চলের এরিয়া কমান্ডার, ইকবাল করিম ভূঁইয়া মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টা ও দিকনির্দেশনায় ১ জানুয়ারি ২০১০ হতে এর শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। ২০১০ শিক্ষাবর্ষে নার্সারি হতে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠানটি বর্তমানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা কর্তৃক বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ অনুমোদনসহ স্বীকৃতিপ্রাপ্ত। ২০১২ শিক্ষাবর্ষে নার্সারি হতে দ্বিতীয় শ্রেণি খোলার মাধ্যমে দিবা শাখা চালু করা হয়।
২০২১ সালে শিক্ষাপ্রতিষ্ঠানটি সাভার ডিওএইচএস এলাকায় স্থানান্তরিত হয় ও নতুন নামকরণ করা হয় সেনা পাবলিক স্কুল ও কলেজ, সাভার।[৩]
সুযোগ-সুবিধা ও কার্যক্রম
সম্পাদনাপ্রতিষ্ঠানে রয়েছে একটি অত্যাধুনিক কম্পিউটার ল্যাব, যেখানে প্রায় ৪০টি কম্পিউটার রয়েছে। একশত ভাগ মাল্টিমিডিয়া ক্লাসরুমের মাধ্যমে ছেলেমেয়েদের শিক্ষাদান করা হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে কম্পিউটার শিক্ষার জন্য কম্পিউটার ল্যাবটি ব্যবহৃত। প্রতিষ্ঠানের রয়েছে নিজস্ব জেনারেটর। মহান স্বাধীনতা দিবস, বিজয় দিবস ও অন্যান্য জাতীয় দিবসসমূহ এই প্রতিষ্ঠান যথাযোগ্য মর্যাদায় পালন করে।
পরীক্ষার ফলাফল
সম্পাদনাপ্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর হতে অনুষ্ঠিত সকল প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিইসিই), জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাসের হার শতভাগ। প্রতি বছর অধিকাংশ পরীক্ষার্থী জিপিএ-৫ সহ উল্লেখযোগ্য সংখ্যক পরীক্ষার্থী ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি পেয়ে থাকে। উল্লেখ্য যে ২০১৬ সালের জেএসসি পরীক্ষায় এ প্রতিষ্ঠানের ৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১৭ জন ট্যালেন্টপুলে এবং ১২ জন জেনারেল গ্রেডসহ মোট ২৯ জন বৃত্তি প্রাপ্ত হয়ে প্রতিষ্ঠানের গৌরব বহুলাংশে বৃদ্ধি করেছে।
খেলাধুলা
সম্পাদনাসেনা পাবলিক স্কুল ও কলেজে প্রতিবছর অনুষ্ঠিত হয় 'বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা'। এছাড়া স্কুলের চারটি হাউসের মধ্যে আয়োজিত হয় 'আন্তঃহাউস ফুটবল প্রতিযোগিতা' ও 'আন্তঃহাউস হ্যান্ডবল প্রতিযোগিতা'। প্রতিষ্ঠানে সারাবছর চারটি হাউসের মধ্যে এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হাউসগুলো হলো:
- জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হাউস, রং লাল;
- ভাষা শহিদ আব্দুস সালাম হাউস, রং সবুজ;
- নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া হাউস, রং কমলা;
- শিল্পাচার্য জয়নুল আবেদিন হাউস, রং আকাশি।
প্রতিটি হাউসের জন্য রয়েছে নির্দিষ্ট পতাকা, হাউস টিচার ও হাউস প্রিফেক্ট।
অর্জনসমূহ
সম্পাদনাসেনা পাবলিক স্কুল ও কলেজ ২০২৩ সালে বাংলাদেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (জাতীয় পর্যায়ে) নির্বাচিত হয়েছে।
এই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সহশিক্ষা কার্যক্রমে ইতোমধ্যেই সেনাবাহিনী তথা যাবতীয় পরিমণ্ডলে দৃষ্টান্তমূলক সাফল্য অর্জনে সক্ষম হয়েছে। পরপর সাতবার আন্তঃক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ সংসদীয় বিতর্ক প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে সাভার এরিয়া চ্যাম্পিয়ন হয়েছে। আন্তঃক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ সংসদীয় বিতর্ক প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে ২০১৪ সালে রানার আপ, ২০১৬ ও ২০১৭ সালে চ্যাম্পিয়ন হয়। ২০১৬ সালের এনডিএফ বিডি-৯ম জাতীয় সংসদীয় বিতর্ক প্রতিযোগিতায় জাতীয় চ্যাম্পিয়ন হয়। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত জারি গান প্রতিযোগিতায় ২০১৬ সালে জাতীয় রানার আপ ও ২০১৭ সালে জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী জাতীয় সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০১৭ এ বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ বিষয়ে ঢাকা বিভাগে বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।[৪]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ২০১৭, প্রমিতি (২০১৭)। ম্যাগাজিন (৩ সংস্করণ)। সাভার ক্যান্টনমেন্ট: জিরাবো ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ।
- ↑ "Official Facebook Page"। Facebook ZCPSC Page।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "বিদ্যালয়ের নাম পরিবর্তন প্রসঙ্গে" (পিডিএফ)। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। ৮ জুন ২০২১। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০২১।
- ↑ "Official Websie"। ZCPSC। ৩০ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩০ জানুয়ারি ২০১৮ তারিখে