পুরদাম থিরুনাল সেথু লক্ষ্মী বাই (সিআই) ছিলেন দক্ষিণ ভারতের ত্রাভাঙ্কোর রাজ্যের রানি। তিনি ছিলেন বিখ্যাত চিত্রশিল্পী রাজা রবি বর্মার নাতনি।

সেতু লক্ষ্মী বাই

১৯২৪ সালে, মহারাজা মুলাম থিরুনাল মারা যান। সেইসময় তাঁর নাতি ও সিংহাসনের উত্তরাধিকারী শ্রী চিথিরা থিরুনালের বয়স ছিল মাত্র ১২ বছর। মহারাজ তখনও নাবালক হওয়ার কারণে রাজপ্রতিনিধির প্রয়োজন হয়ে পড়ে। যেহেতু ত্রাভাঙ্কোর রাজপরিবার মাতৃতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করত, সেতু লক্ষ্মী বাই ছিলেন পরিবারের প্রধান। নাবালক মহারাজার মা কনিষ্ঠ মহারানি সেতু পার্বতী বাইয়ের বিরোধিতা সত্ত্বেও সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, ১৯৩০ সালে নাবালক রাজার বয়স না হওয়া পর্যন্ত, সেতু লক্ষ্মী বাইকে রাজপ্রতিনিধি করা হবে, কারণ তিনি বরিষ্ঠ মহারানি ছিলেন। মাতৃতান্ত্রিক আইন অনুসারে তিনি তার নিজের অধিকারে একজন নিরঙ্কুশ রাজ্ঞী ছিলেন এবং সার্বভৌম হিসাবে শাসন করেছিলেন।

রাজত্বের সময়, সেতু লক্ষ্মী বাই পূজাপুরার সাটেলমন্ড প্যালেসে থাকতেন।[] ১৯২৫ সালে, ত্রাভাঙ্কোরে পশু বলি নিষিদ্ধ করা হয়েছিল। ১৯২৬ সালে সেতু লক্ষ্মী বাই দেবদাসী প্রথা বাতিল করেন।[][] একই বছরে ত্রাভাঙ্কোর নায়ার আইনে উত্তরাধিকার এবং পরিবার সম্পর্কিত মারুমাক্কাথায়ম পদ্ধতির সংশোধনী আনা হয়েছিল এবং অবশেষে ১৯২৮ সালে ত্রাভাঙ্কোরে পুরুষতান্ত্রিক দম্পতি-কেন্দ্রিক পরিবার ব্যবস্থা প্রবর্তন করে এই ব্যবস্থাটি সম্পূর্ণরূপে বাতিল করা হয়েছিল। এছাড়াও ১৯২৫ সালে পঞ্চায়েত আকারে গ্রামীণ অঞ্চলে স্থানীয় স্ব-শাসন প্রতিষ্ঠা ও বিকাশের জন্য একটি আইন পাস করা হয়েছিল।[] ১৯২৬ সালে তিনি একটি কুখ্যাত সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন পাস করেন যা সংবাদপত্রের অনেক অধিকারকে বাধা দেয়। তবে তার শাসনে উন্নত সেবা প্রদানের জন্য চিকিৎসা বিভাগকে আধুনিকীকরণ করা হয়েছিল। ১৯২৮ সালে একটি সেন্ট্রাল রোড বোর্ড প্রতিষ্ঠিত হয় এবং ত্রাভাঙ্কোর জুড়ে বেশ কয়েকটি নতুন হাইওয়ে ও রাস্তা তৈরি করা হয়। কুইলন এর্নাকুলাম রেলওয়ে সম্পন্ন হয় এবং টেলিফোন পরিষেবা জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। রাজপ্রতিনিধিত্বের শেষ নাগাদ, সরকার রাজ্যের রাজস্বের প্রায় ২২% শিক্ষা বিভাগে ব্যয় করত। ১৯৩১ সালের নভেম্বরে ৭ বছর পর সেতু লক্ষ্মী বাইয়ের রাজত্বের অবসান ঘটে এবং উত্তরাধিকারী চিথিরা থিরুনাল বলরামা ভার্মা ত্রাভাঙ্কোরের রাজা হন।[]

সম্পূর্ণ উপাধি

সম্পাদনা

হার হাইনেস শ্রী পদ্মনাভসেবিনী ভাঞ্চিধর্ম বর্ধিনী রাজা রাজেশ্বরী মহারানি পুরদম তিরুনাল সেতু লক্ষ্মী বাই, আটিঙ্গাল মুথা থামপুরান, অর্ডার অফ দ্য ক্রাউন অফ ইণ্ডিয়া, ত্রাভাঙ্কোরের মহারানী।[]

আরো দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "A royal Onam to remember"The Hindu। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২৪ 
  2. "ERADICATION OF DEVADASI SYSTEM IN SOUTH INDIA"journalijar.com। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২৪ 
  3. "Sethu Lakshmi Bayi"। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২৪ 
  4. "HISTORY OF THE ORIGIN OF PANCHAYAT UNION IN KANNIYAKUMARI DISTRICT"rjisacjournal.com। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২৪ 
  5. Raghunandan, Lakshmi। At the Turn of the Tide 
  6. "Geni"। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২৪ 
  • গান্ধী, মোহনদাস করমচাঁদ ইয়াং ইন্ডিয়া
  • কেরালার ইতিহাসের একটি সমীক্ষা, এ. শ্রীধারা মেনন
  • ভেলু পিল্লাই দ্বারা ট্রাভাঙ্কোর স্টেট ম্যানুয়াল ভলিউম II
  • ভার্মা, শ্রীকুমার (২ মার্চ ২০০৬) "উইমেন অন টপ" দ্য সানডে এক্সপ্রেস ইন্ডিয়া
  • মালায়লা মনোরমা
  • ত্রাভাঙ্কোরে ট্রায়াম্ফ অ্যান্ড ট্র্যাজেডি: এ. শ্রীধরা মেননের দ্বারা স্যার সিপির ষোল বছরের ইতিহাস
  • রঘুনন্দন, লক্ষ্মী (১৯৯৫) জোয়ারের মোড়ে : ত্রাভাঙ্কোর মহারাণী সেতু লক্ষ্মী বেই মেমোরিয়াল চ্যারিটেবল ট্রাস্ট, ব্যাঙ্গালোরের শেষ রাণী মহারাণী সেতু লক্ষ্মী বেয়ের জীবন ও সময় ;

বহিঃসংযোগ

সম্পাদনা

টেমপ্লেট:Travancoreটেমপ্লেট:Kingdom of Travancore