সেজুল হোসেন হলেন একজন বাংলাদেশি সাংবাদিক, গীতিকার, লেখক ও পরিচালক। তিনি শ্রেষ্ঠ গীতিকার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৭ লাভ করেন। তিনি স্বপ্নসিঁড়ি অডিও ভিজুয়ালের প্রধান নির্বাহী।[]

সেজুল হোসেন
জাতীয়তাবাংলাদেশি
পেশাসাংবাদিক, গীতিকার, লেখক, পরিচালক

সেজুল হোসেন সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার নুরপুর গ্রামে জন্মগ্রহণ করেন।[] তিনি ২০০৪ সালে সাংবাদিকতা পেশায় যোগ দেন। তিনি আমাদের সময়একুশে টেলিভিশনের মত গণমাধ্যমে কাজ করেছেন।[] তিনি ২০১৪ সালে এটিএন নিউজে যোগ দেন।[]

সেজুল হোসেন ২০০০ সালে লেখালেখি শুরু করেন। তার রচিত প্রথম বই ফুলপাখির জন্মমৃত্যু ২০১০ সালে প্রকাশিত হয়েছিল।[] তার রচিত দ্বিতীয় বই স্মৃতিমেঘ, স্বপ্নজালরেখা প্রকাশিত হয়েছিল ২০১৩ সালে।[] ২০১৪ সালে প্রকাশিত হয়েছিল তার রচিত বই দখিন দুয়ারের হাওয়া[] ২০১৬ তার রচিত বই ও জীবন ও মায়া প্রকাশিত হয়েছিল।[]

ছোটপর্দায় সেজুল হোসেন পরিচালিত প্রথম টিভি নাটক ফাঁদ[] তিনি নাটকটির গল্পও লিখেছেন।[][]

সেজুল হোসেন ২০০৬ সালে গান লেখা শুরু করেন।[] তিনি শতাধিক গান লিখেছেন।[] তিনি সত্তা চলচ্চিত্রের "না জানি কোন অপরাধে" গান রচনার জন্য শ্রেষ্ঠ গীতিকার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৭ লাভ করেন।[][][] তিনি সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে শ্রেষ্ঠ গীতিকার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।[]

পুরস্কার ও মনোনয়ন

সম্পাদনা
বছর পুরস্কার বিভাগ গান চলচ্চিত্র ফলাফল
২০১৭ জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ গীতিকার "না জানি কোন অপরাধে" সত্তা বিজয়ী

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "২০১৭ সালের শ্রেষ্ঠ গীতিকার সেজুল"বাংলাদেশ প্রতিদিন। ৭ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০১৯ 
  2. "সব মাধ্যমেই লিখে যেতে চান সেজুল"বাংলানিউজ২৪.কম। ২৬ ফেব্রুয়ারি ২০১৪। ১০ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০১৯ 
  3. "প্র জ ন্মে র বই"ইত্তেফাক। ২৫ ফেব্রুয়ারি ২০১৩। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০১৯ 
  4. "সেজুল হোসেনের ও জীবন ও মায়া"যুগান্তর। ১৩ মে ২০১৬। ১০ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০১৯ 
  5. "জয়ন্ত চট্টোপাধ্যায় যখন রিকশাচালক"বাংলানিউজ২৪.কম। ২৫ ডিসেম্বর ২০১৪। ১০ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০১৯ 
  6. "রিকশা চালালেন জয়ন্ত চট্টোপাধ্যায়"রাইজিংবিডি.কম। ২৬ ডিসেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০১৯ 
  7. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যাঁরা"প্রথম আলো। ৭ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০১৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  8. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন চার নায়ক, সেরা ছবি 'ঢাকা অ্যাটাক' ও 'পুত্র'"আমাদের সময়। ৭ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০১৯ 
  9. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা"বাংলাদেশ প্রতিদিন। ৮ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০১৯