সেজুল হোসেন
সেজুল হোসেন হলেন একজন বাংলাদেশি সাংবাদিক, গীতিকার, লেখক ও পরিচালক। তিনি শ্রেষ্ঠ গীতিকার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৭ লাভ করেন। তিনি স্বপ্নসিঁড়ি অডিও ভিজুয়ালের প্রধান নির্বাহী।[১]
সেজুল হোসেন | |
---|---|
জাতীয়তা | বাংলাদেশি |
পেশা | সাংবাদিক, গীতিকার, লেখক, পরিচালক |
জীবনী
সম্পাদনাসেজুল হোসেন সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার নুরপুর গ্রামে জন্মগ্রহণ করেন।[১] তিনি ২০০৪ সালে সাংবাদিকতা পেশায় যোগ দেন। তিনি আমাদের সময় ও একুশে টেলিভিশনের মত গণমাধ্যমে কাজ করেছেন।[২] তিনি ২০১৪ সালে এটিএন নিউজে যোগ দেন।[১]
সেজুল হোসেন ২০০০ সালে লেখালেখি শুরু করেন। তার রচিত প্রথম বই ফুলপাখির জন্মমৃত্যু ২০১০ সালে প্রকাশিত হয়েছিল।[১] তার রচিত দ্বিতীয় বই স্মৃতিমেঘ, স্বপ্নজালরেখা প্রকাশিত হয়েছিল ২০১৩ সালে।[৩] ২০১৪ সালে প্রকাশিত হয়েছিল তার রচিত বই দখিন দুয়ারের হাওয়া।[২] ২০১৬ তার রচিত বই ও জীবন ও মায়া প্রকাশিত হয়েছিল।[৪]
ছোটপর্দায় সেজুল হোসেন পরিচালিত প্রথম টিভি নাটক ফাঁদ।[১] তিনি নাটকটির গল্পও লিখেছেন।[৫][৬]
সেজুল হোসেন ২০০৬ সালে গান লেখা শুরু করেন।[২] তিনি শতাধিক গান লিখেছেন।[১] তিনি সত্তা চলচ্চিত্রের "না জানি কোন অপরাধে" গান রচনার জন্য শ্রেষ্ঠ গীতিকার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৭ লাভ করেন।[৭][৮][৯] তিনি সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে শ্রেষ্ঠ গীতিকার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।[১]
পুরস্কার ও মনোনয়ন
সম্পাদনাবছর | পুরস্কার | বিভাগ | গান | চলচ্চিত্র | ফলাফল |
---|---|---|---|---|---|
২০১৭ | জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ গীতিকার | "না জানি কোন অপরাধে" | সত্তা | বিজয়ী |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ ঘ ঙ চ ছ "২০১৭ সালের শ্রেষ্ঠ গীতিকার সেজুল"। বাংলাদেশ প্রতিদিন। ৭ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০১৯।
- ↑ ক খ গ "সব মাধ্যমেই লিখে যেতে চান সেজুল"। বাংলানিউজ২৪.কম। ২৬ ফেব্রুয়ারি ২০১৪। ১০ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০১৯।
- ↑ "প্র জ ন্মে র বই"। ইত্তেফাক। ২৫ ফেব্রুয়ারি ২০১৩। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০১৯।
- ↑ "সেজুল হোসেনের ও জীবন ও মায়া"। যুগান্তর। ১৩ মে ২০১৬। ১০ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০১৯।
- ↑ "জয়ন্ত চট্টোপাধ্যায় যখন রিকশাচালক"। বাংলানিউজ২৪.কম। ২৫ ডিসেম্বর ২০১৪। ১০ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০১৯।
- ↑ "রিকশা চালালেন জয়ন্ত চট্টোপাধ্যায়"। রাইজিংবিডি.কম। ২৬ ডিসেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০১৯।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যাঁরা"। প্রথম আলো। ৭ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন চার নায়ক, সেরা ছবি 'ঢাকা অ্যাটাক' ও 'পুত্র'"। আমাদের সময়। ৭ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০১৯।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা"। বাংলাদেশ প্রতিদিন। ৮ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০১৯।