সেই চোখ
সেই চোখ হলো একটি জনপ্রিয় বাংলা চলচ্চিত্র যা পরিচালনা করেন সলিল দত্ত।[১] এই চলচ্চিত্রটি ১৯৭৬ সালে গীতালি পিকচারস ব্যানারে মুক্তি পেয়েছিল এবং এই চলচ্চিত্রটি সংগীত পরিচালনা করেছিলেন নচিকেতা ঘোষ।[২] এই চলচ্চিত্রটির মুখ্য চরিত্রে অভিনয় করেন উত্তম কুমার, সাবিত্রী চট্টোপাধ্যায়, মহুয়া রায়চৌধুরী, উৎপল দত্ত।[৩][৪]
সেই চোখ | |
---|---|
পরিচালক | সলিল দত্ত |
চিত্রনাট্যকার | সলিল দত্ত |
শ্রেষ্ঠাংশে | উত্তম কুমার সাবিত্রী চট্টোপাধ্যায় মহুয়া রায়চৌধুরী উৎপল দত্ত |
সুরকার | নচিকেতা ঘোষ |
প্রযোজনা কোম্পানি | গীতালি পিকচারস |
মুক্তি | ৬ ফেব্রুয়ারি ১৯৭৬ |
স্থিতিকাল | ১২৯ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
কাহিনী
সম্পাদনানবকৃষ্ণের কাকা প্রাণকৃষ্ণ তাকে মানসিক হাসপাতাল থেকে তাদের বাড়িতে ফিরিয়ে আনেন। এর আগে নবকৃষ্ণ মুক্ত পাখির মতো জীবনযাপন করেন, সর্বদা মহিলাদের সাথে তাঁর পথ চলা এবং দয়ালু হয়ে তিনি সর্বদা তাদের উপহার দিতেন। সে তার কাকা-কাকীমার আরোপিত নিষেধাজ্ঞা সহ্য করতে পারে না, সে শীঘ্রই তার চাকর বিপুলের সাথে পালিয়ে যায়। তাদের থাকার কোন জায়গা নেই তাই নবকৃষ্ণ মিসেস নন্দীর বাড়িতে যান। নীতা, মিসেস নন্দীর ভাইঝি একজন সাধারণ মেয়ে সে অমলকে তার পিসিমার ইচ্ছার বিরুদ্ধে ভালবাসত, কিন্তু মিসেস নন্দী তাদের আলাদা করার পরিকল্পনা করেন এবং নবকৃষ্ণের সাথে নীতার বিয়ে ঠিক করেন। বিয়ের খবর শুনে আরেক ভদ্রমহিলা মালতী বিয়ে বাতিল করতে ছুটে আসেন কারণ তিনি ছিলেন নবকৃষ্ণের প্রাক্তন প্রেমিকা। এতক্ষণে নীতার প্রেমিক অমলও ফিরে আসে।
শ্রেষ্ঠাংশে
সম্পাদনা- উত্তম কুমার
- সাবিত্রী চট্টোপাধ্যায়
- মহুয়া রায়চৌধুরী
- উৎপল দত্ত
- ছায়া দেবী
- দিলীপ রায়
- কল্যাণী অধিকারী
- অজয় ব্যানার্জী
- সমরেশ ব্যানার্জী
- দুর্গাদাস ব্যানার্জী
- হারাধন বন্দ্যোপাধ্যায়
- শ্রাবণী বসু
- পান্নালাল চক্রবর্তী
- পলিন চ্যাটার্জী
- সুলতা চৌধুরী
- দেবিকা দাস
- সুবল দাস
- সুশীল দাস
সাউন্ডট্রাক
সম্পাদনাসকল গানের সুরকার নচিকেতা ঘোষ।
গান | |||
---|---|---|---|
নং. | শিরোনাম | শিল্পী | দৈর্ঘ্য |
১. | "হীরের আংটি আবার বাঁকা" | মান্না দে | ২:২৪ |
২. | "ছি ছি ছি ছি" | শ্যামল মিত্র | ০:২৯ |
৩. | "কে জানতো" | শ্যামল মিত্র | ৩:২৮ |
৪. | "ফল পাকলে মিঠে" | মান্না দে | ২:৪৭ |
৫. | "বেল পেকেছে গাছে" | মান্না দে | ২:৩০ |
৬. | "দে দে আমায় পাগল করে" | মান্না দে | ২:৪৪ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ FilmiClub। "Sei Chokh (1976)"। FilmiClub (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০১-১৪।
- ↑ "Sei Chokh (1976) - Movie Review, Story, Trailers, Videos, Photos, Wallpapers, Songs, Trivia, Movie Tickets"। web.archive.org। ২০১২-০৫-২৭। Archived from the original on ২০১২-০৫-২৭। সংগ্রহের তারিখ ২০২২-০১-১৪।
- ↑ Rajadhyaksha, Ashish; Willemen, Paul (২০১৪-০৭-১০)। Encyclopedia of Indian Cinema (ইংরেজি ভাষায়)। Routledge। আইএসবিএন 978-1-135-94325-7।
- ↑ "Sei Chokh (1976) Movie. Where To Watch Streaming Online" (ইংরেজি ভাষায়)।
- ↑ https://www.hungama.com/album/sei-chokh/1948859/
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে সেই চোখ (ইংরেজি)