সেং-গে-র্গ্যাল-পো
সেং-গে-র্গ্যাল-পো (ওয়াইলি: seng+ge rgyal po) (১২৮৯-১৩২৬) তিব্বতের রালুং বৌদ্ধবিহারের সপ্তম প্রধান ছিলেন। 'ব্রুগ-পা-ব্কা'-ব্র্গ্যুদ বৌদ্ধ ধর্মীয় গোষ্ঠীর ঐতিহ্যে প্রচলিত ম্ন্যাম-মেদ-সেং-গে-দ্গু (ওয়াইলি: mnyam med seng ge dgu) বা নয় অতুলনীয় সিংহের মধ্যে তাকে ষষ্ঠ সিংহ হিসেবে পরিগণিত করা হয়।
সংক্ষিপ্ত জীবনী
সম্পাদনাসেং-গে-র্গ্যাল-পো ১২৮৯ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি স্পোস-স্ক্যা-পা-সেং-গে-রিন-ছেন (ওয়াইলি: spos skya pa seng ge rin chen) নামক রালুং বৌদ্ধবিহারের পঞ্চম প্রধানের পুত্র ছিলেন। তিনি তার পিতার নিকট বিনয়, মধ্যমক, ব্লো-স্ব্যোং, লাম-রিম, বোধিসত্ত্বচর্যাবতার, শিক্ষাসমুচ্চয়, কালচক্র প্রভৃতি বিভিন্ন বিষয় সম্বন্ধে অধ্যয়ন করেন। ১৩১৩ খ্রিষ্টাব্দে তিনি রালুং বৌদ্ধবিহারে মন্দির স্থাপন করেন এবং পরবর্তী তেরো বছর ঐ বিহারের সপ্তম প্রধান হিসাবে নির্বাচিত হন।[১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Gardner, Alexander (2010-03)। "Sengge Gyelpo"। The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ 2014-04-20। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য)
আরো পড়ুন
সম্পাদনা- Roerich, George, trans. 1996. The Blue Annals. 2nd ed. Delhi: Motilal Banarsidas, p. 671.
পূর্বসূরী 'জাম-দ্ব্যাংস-কুন-দ্গা'-সেং-গে |
সেং-গে-র্গ্যাল-পো রালুং বৌদ্ধবিহারের সপ্তম প্রধান |
উত্তরসূরী 'জাম-দ্ব্যাংস-ব্লো-গ্রোস-সেং-গে |