সূর্যকান্ত মিশ্র

ভারতীয় রাজনীতিবিদ

সূর্যকান্ত মিশ্র একজন বামপন্থী রাজনীতিবিদ। ২০১১ সালের নির্বাচনে পশ্চিমবঙ্গে ৩৪ বছরের বাম-শাসনের অবসান হলেও তিনি তার আসন ধরে রাখতে সক্ষম হন। বাম আমলে ইনি গ্রাম ও গ্রামীণ উন্নয়ন এবং স্বাস্থ্য মন্ত্রীর দায়ীত্ব পালন করেছেন। ২০১১ সালের নির্বাচনের পর থেকে পশ্চিমবঙ্গ বিধানসভায় তিনি বিরোধী দলীয় নেতা হিসেবে নির্বাচিত হন।[] ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদকের দায়িত্বও পালন করেন। বর্তমানে তিনি তার দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটি, পলিটব্যুরোর একজন সদস্য।

সূর্যকান্ত মিশ্র
বিরোধী দলনেতা, পশ্চিমবঙ্গ বিধানসভা
কাজের মেয়াদ
১লা জুন, ২০১১ – ১৯শে মে, ২০১৬
পূর্বসূরীপার্থ চট্টোপাধ্যায়
উত্তরসূরীআব্দুল মান্নান
বিধায়ক
কাজের মেয়াদ
১৯৮২ – ২০১৬
পূর্বসূরীবিভূতি ভূষণ দে
উত্তরসূরীপ্রদ্যুত কুমার ঘোষ
নির্বাচনী এলাকানারায়ণগড় বিধানসভা কেন্দ্র
মন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার
কাজের মেয়াদ
১৬ই মে, ১৯৯৬ – ১৩ই মে,২০১১
গভর্নরকে. ভি. রঘুনাথ রেড্ডি
আখলাউর রহমান কিদওয়াই
শ্যামল কুমার সেন
বীরেন জে. শাহ
গোপালকৃষ্ণ গান্ধী
দেবানন্দ কোনোইয়ার
এম. কে. নারায়নন
দপ্তরস্বাস্থ্য মন্ত্রক
জৈব প্রযুক্তি মন্ত্রক
পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রক
পূর্বসূরীপ্রশান্ত চন্দ্র সুর
উত্তরসূরীসুব্রত মুখোপাধ্যায়
পলিটব্যুরো সদস্য, সিপিআইএম
কাজের মেয়াদ
২০১২ - বর্তমান
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1949-04-18) ১৮ এপ্রিল ১৯৪৯ (বয়স ৭৫)
নারায়ণগড়
জাতীয়তাভারতীয়
রাজনৈতিক দলভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
দাম্পত্য সঙ্গীশ্রীমতী ঊষা মিশ্র
বাসস্থাননারায়ণগড়
প্রাক্তন শিক্ষার্থীSCB Medical College (MBBS) Midnapore College (B.Sc.)
জীবিকারাজনীতি, সমাজকর্মী, ডাক্তার

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Surjya Kanta Mishra elected Leader of the Opposition"। দ্য হিন্দু। ৩১ মে ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০১৪