সুলায়মানি মসজিদ (দামেস্ক)
সুলায়মানি মসজিদ (আরবি: التكية السليمانية at-takiyya as-sulaymāniyya, তুর্কি: Şam Süleymaniye Külliyesi) সিরিয়ার দামেস্কের একটি মসজিদ যা বাড়াদা নদীর তীরে অবস্থিত।[২]
সুলায়মানি মসজিদ التكية السليمانية | |
---|---|
ধর্ম | |
অন্তর্ভুক্তি | ইসলাম |
অঞ্চল | লেভান্ত |
অবস্থা | সক্রিয় |
অবস্থান | |
অবস্থান | দামেস্ক, সিরিয়া |
স্থানাঙ্ক | ৩৩°৩০′৪৪.৩১″ উত্তর ৩৬°১৭′২৮.৮২″ পূর্ব / ৩৩.৫১২৩০৮৩° উত্তর ৩৬.২৯১৩৩৮৯° পূর্ব |
স্থাপত্য | |
স্থপতি | মিমার সিনান |
ধরন | মসজিদ |
স্থাপত্য শৈলী | উসমানী স্থাপত্যশৈলী |
সম্পূর্ণ হয় | ১৫৫৪-১৫৫৯ (মসজিদ) ১৫৬৬ (সালিমিয়া মাদ্রাসা)[১] |
বিনির্দেশ | |
মিনার | ২ |
উপাদানসমূহ | পাথর, মার্বেল, মোজাইক |
নির্মাণ
সম্পাদনাউসমানীয় সাম্রাজ্যের সুলতান দ্বিতীয় সেলিম তার বাবার (প্রথম সুলাইমান) নগর কমপ্লেক্সকে প্রসারিত করে তৎকালীন দামেস্কের শহরতলিতে সুলতান সালিমিয়া মাদ্রাসা নির্মাণ করেন।[৩] মসজিদটিতে দুটি মিনার এবং পর্যায়ক্রমে সাদা ও কালো ফিতেযুক্ত দেয়াল রয়েছে। এটি "দামেস্কে উসমানীয় স্থাপত্যের সর্বোত্তম উদাহরণ" হিসেবে বর্ণিত হয়েছে।[৪]
কবরস্থান
সম্পাদনামসজিদের পাশের কবরস্থানটি সর্বশেষ উসমানীয় সুলতান ষষ্ঠ মুহাম্মদের সমাধিস্থল এবং ১৯২২ সালে উসমানীয় সুলতানি বিলুপ্ত হওয়ার পর তাকে সিংহাসনচ্যুত ও নির্বাসনে বাধ্য করা হয়। তিনি ১৯২৬ সালের ১৬ মে ইতালির সানরিমোতে মারা যান এবং সুলতান সেলিম মসজিদের কবরস্থানে তাকে দাফন করা হয়। মসজিদটি বেছে নেওয়ার কারণ এটি তুরস্কের নিকটতম মুসলিম সংখ্যাগরিষ্ঠ অংশে অবস্থিত এবং তার পূর্বপুরুষদের দ্বারা নির্মিত। কবরস্থানটিতে উসমানীয় রাজবংশের প্রায় ত্রিশটি কবর রয়েছে যারা নির্বাসনে মারা গিয়েছেন এবং তৎকালীন তুরস্ক প্রজাতন্ত্রে তাদের দাফন করার অনুমতি দেয়া হয়নি।[৫]
চিত্রশালা
সম্পাদনা-
মসজিদটির মিনার
-
১৮৭০ সালে মসজিদটি
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ Abd al-Qadir al-Rihawi and Émilie E. Ouéchek (১৯৭৫)। "Les deux takiyya de Damas"। Bulletin d'études orientales।
- ↑ "Takiyya al-Sulaymaniyya"। Archnet। সংগ্রহের তারিখ ২০২১-০১-২৯।
- ↑ Abd al-Qadir al-Rihawi and Émilie E. Ouéchek (১৯৭৫)। "Les deux takiyya de Damas"। Bulletin d'études orientales।
- ↑ Abd al-Qadir al-Rihawi and Émilie E. Ouéchek (১৯৭৫)। "Les deux takiyya de Damas"। Bulletin d'études orientales।
- ↑ "Şam'daki mezar"। www.haberturk.com (তুর্কি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০১-৩১।
বহিঃসংযোগ
সম্পাদনা- Archnet.org-এ তেক্কিয়া মসজিদ (ইংরেজি)