সুলতান দ্বিতীয় ইদ্রিস শাহ মসজিদ
মালয়েশিয়ার মসজিদ
সুলতান দ্বিতীয় ইদ্রিস শাহ মসজিদ (মালয়: মসজিদ সুলতান ইয়াং কেদুয়া ইদ্রিস শাহ) হলো মালয়েশিয়ার পেরাকের রাজ্য মসজিদ। এটি পেরাকের রাজধানী ইপোহের বার্চ স্মৃতিসৌধের নিকটে অবস্থিত।[১]
সুলতান দ্বিতীয় ইদ্রিস শাহ মসজিদ মসজিদ সুলতান ইয়াং কেদুয়া ইদ্রিস শাহ | |
---|---|
ধর্ম | |
অন্তর্ভুক্তি | ইসলাম |
অবস্থান | |
অবস্থান | ইপোহ, পেরাক, মালয়েশিয়া |
পৌরসভা | ইপোহ সিটি কাউন্সিল |
স্থাপত্য | |
স্থাপত্য শৈলী | আধুনিক |
ভূমি খনন | মে ১৯৬৬ |
সম্পূর্ণ হয় | ১৯৬৮ |
ইতিহাস
সম্পাদনামসজিদটির নির্মাণকাজ ১৯৬৬ সালের মে মাসে শুরু হয় এবং ১৯৬৮ সালের আগস্টে সমাপ্ত হয়। ১৯৭৮ সালের সেপ্টেম্বরে পেরাকের সুলতান দ্বিতীয় ইদ্রিস শাহ তাঁর ৫৪ তম জন্মদিন উদযাপনের সাথে একত্রে মসজিদটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
পরিবহন
সম্পাদনামসজিদটি ইপোহ রেলওয়ে স্টেশন থেকে পূর্ব দিকে হাঁটার দূরত্বে অবস্থিত।
আরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৩ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২০।
উইকিমিডিয়া কমন্সে সুলতান দ্বিতীয় ইদ্রিস শাহ মসজিদ সংক্রান্ত মিডিয়া রয়েছে।