সুরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়

সুরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় (আগস্ট ১৯১৭ - ১১ জানুয়ারি ২০০০) ছিলেন একজন ভারতীয় বাঙালি সংস্কৃতজ্ঞ অধ্যাপক। [] প্রাচীন ভারতীয় ইতিহাস, ধর্মগ্রন্থ এবং প্রায় প্রতিটি ঘরানার ক্লাসিক সাহিত্যের একজন বিশিষ্ট পণ্ডিত। অর্থ শতকের বেশি সময় তিনি ইন্ডোলজিক্যাল গবেষণায় যুক্ত ছিলেন তিনি।[]

সুরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
জন্ম(১৯১৭-০৮-০০) আগস্ট ১৯১৭
মৃত্যু১১ জানুয়ারি ২০০০(2000-01-11) (বয়স ৮২)
পেশাঅধ্যাপনা
ভাষাবাংলা
জাতীয়তাভারতীয়
শিক্ষা প্রতিষ্ঠানঢাকা বিশ্ববিদ্যালয়
কলকাতা বিশ্ববিদ্যালয়
উল্লেখযোগ্য রচনাবলিস্মৃতিশাস্ত্রে বাঙ্গালী
উল্লেখযোগ্য পুরস্কাররবীন্দ্র পুরস্কার (১৯৬৩)

জন্ম ও প্রারম্ভিক জীবন

সম্পাদনা

সুরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জন্ম অবিভক্ত বাংলার অধুনা বাংলাদেশের ঢাকায় ১৯১৭ খ্রিস্টাব্দের আগস্ট। পড়াশোনা ঢাকাতেই। ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ১৯৩৯ খ্রিস্টাব্দে সংস্কৃতে এম.এ পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম হন। ১৯৫১ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি উপাধি লাভ করেন। []

কর্মজীবন ও সাহিত্যকর্ম

সম্পাদনা

প্রথম জীবনে ১৯৪০-৪১ খ্রিস্টাব্দে সুরেশচন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত ভাষার প্রভাষক হিসাবে কাজ করেন। পরে ১৯৪৫ খ্রিস্টাব্দ হতে দীর্ঘ তিরিশ বৎসর পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা বিভাগে অধ্যাপনা করেন। ১৯৬৯ খ্রিস্টাব্দে তিনি বঙ্গীয় সংস্কৃত শিক্ষা পরিষদের সচিব হন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। তার রচিত ও অনুবাদিত গ্রন্থের সংখ্যা ৪৩টিরও বেশি। উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল—

  • সংস্কৃত সাহিত্যে বাঙ্গালীর দান
  • কালিদাস সমীক্ষা
  • কালিদাস কোষ
  • স্মৃতিশাস্ত্রে বাঙ্গালী
অনুবাদ গ্রন্থ—
  • সংগীত রত্নাকর
  • নাট্যশাস্ত্র
  • মনুসংহিতা
  • তিন হাজার বছরের লোকায়ত জীবন []
ইংরাজী ভাষায় রচিত-

পুরস্কার ও সম্মাননা

সম্পাদনা
  • অধ্যাপক সুরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ১৯৬৩ খ্রিস্টাব্দের স্মৃতিশাস্ত্রে বাঙ্গালী গ্রন্থের জন্য পশ্চিমবঙ্গ সরকারের রবীন্দ্র পুরস্কার লাভ করেন।
  • কলকাতার এশিয়াটিক সোসাইটির ফেলো
  • পুনের ভাণ্ডারকর ওরিয়েন্টাল রিসার্চ-এর সদস্য
  • চেন্নাই এর কুপ্পুস্বামী শাস্ত্রী রিসার্চ ইনস্টিটিউটের সদস্য ছিলেন।[]
  • রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার-এর সদস্য ছিলেন। []

জীবনাবসান

সম্পাদনা

ড.সুরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ২০০০ খ্রিস্টাব্দের ১১ জানুয়ারি প্রয়াত হন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, দ্বিতীয় খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, জানুয়ারি ২০১৯ পৃষ্ঠা ৪৬১, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-২৯২-৬
  2. "Sures Chandra Banerji"। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-১২ 
  3. বন্দ্যোপাধ্যায়, সুরেশচন্দ্র (২০১৫)। মনুসংহিতা। আনন্দ পাবলিশার্স, কলকাতা। আইএসবিএন 81-7215-542-5