সুরজ ভান
ভারতীয় রাজনীতিবিদ
সুরজ ভান (১ অক্টোবর ১৯২৮-৬ আগস্ট ২০০৬) ছিলেন একজন প্রাক্তন রাজ্যপাল, সংসদ সদস্য এবং ভারতীয় জনতা পার্টির একজন ভারতীয় রাজনীতিবিদ।
সুরজ ভান | |
---|---|
सूरज भान | |
জাতীয় তফসিলি জাতি কমিশন সভাপতি | |
কাজের মেয়াদ ২০০৪-২০০৬ | |
উত্তরসূরী | বুটা সিং |
১৪তম হিমাচল প্রদেশের রাজ্যপাল | |
কাজের মেয়াদ ২৩ নভেম্বর ২০০০ – ৭ মে ২০০৩ | |
মুখ্যমন্ত্রী | প্রেম কুমার ধুমল বীরভদ্র সিং |
পূর্বসূরী | বিষ্ণুকান্ত শাস্ত্রী |
উত্তরসূরী | বিষ্ণু সদাশিব কোকজে |
২৩তম উত্তরপ্রদেশের রাজ্যপাল | |
কাজের মেয়াদ ২০ এপ্রিল ১৯৯৮ – ২৩ নভেম্বর ২০০০ | |
মুখ্যমন্ত্রী | কল্যাণ সিং রাম প্রকাশ গুপ্ত রাজনাথ সিং |
পূর্বসূরী | মোহাম্মদ শফি কুরেশি (ভারপ্রাপ্ত) |
উত্তরসূরী | বিষ্ণুকান্ত শাস্ত্রী |
বিহারের রাজ্যপাল (অতিরিক্ত চার্জ) | |
কাজের মেয়াদ ৬ অক্টোবর ১৯৯৯ – ২৩ নভেম্বর ১৯৯৯ | |
মুখ্যমন্ত্রী | রাবড়ি দেবী |
পূর্বসূরী | বি. এম. লাল (Acting) |
উত্তরসূরী | ভি. সি. পান্ডে |
১১ তম লোকসভার ডেপুটি স্পিকার | |
কাজের মেয়াদ ১২ জুলাই ১৯৯৬ – ৪ ডিসেম্বর ১৯৯৭ | |
লোকসভার ডেপুটি স্পিকার | পূর্ণ অ্যাজিটক সাংমা |
পূর্বসূরী | এস. মল্লিকার্জুনাইয়া |
উত্তরসূরী | পি. এম. সাঈদ |
২২ তম কৃষি মন্ত্রী | |
কাজের মেয়াদ ১৬ মে ১৯৯৬ – ১ জুন ১৯৯৬ | |
প্রধানমন্ত্রী | অটল বিহারী বাজপেয়ী |
পূর্বসূরী | জগন্নাথ মিশ্র |
উত্তরসূরী | এইচ. ডি. ডিভোর্স |
সংসদ সদস্য - আম্বালা (হরিয়ানা) | |
কাজের মেয়াদ ১৯৬৭–১৯৭০; ১৯৭৭–১৯৭৯; ১৯৭৯–১৯৮৫; ১৯৯৬–১৯৯৭ | |
হরিয়ানা বিধানসভার বিরোধী দলনেতা | |
কাজের মেয়াদ ১৯৮৯-১৯৯০ | |
রাজস্ব মন্ত্রী (হরিয়ানা) | |
কাজের মেয়াদ ১৯৮৭-১৯৮৯ | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | যমুনানগর, ব্রিটিশ ভারত | ১ অক্টোবর ১৯২৮
মৃত্যু | ৬ আগস্ট ২০০৬ দিল্লি, ভারত | (বয়স ৭৭)
মৃত্যুর কারণ | হৃদরোগের গ্রেপ্তার |
জাতীয়তা | ভারতীয় |
রাজনৈতিক দল | ভারতীয় জনতা পার্টির |
ব্যক্তিগত জীবন
সম্পাদনাসুরজ ভান বাঁশওয়াল ১৯২৮ সালের ১লা অক্টোবর হরিয়ানার মেহলাওয়ালি যমুনানগর জেলায় চমার সম্প্রদায়ের মধ্যে জন্মগ্রহণ করেন এবং পাঞ্জাব বিশ্ববিদ্যালয় ও কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয়ে থেকে এমএ ও এলএলবি নিয়ে পড়াশোনা করেন।[১]
তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ স্বেচ্ছাসেবক হিসাবে তাঁর জনজীবন শুরু করেছিলেন।[২] তাঁর পুত্র অরুণ কুমারও বিজেপির সঙ্গে যুক্ত এবং হায়ানার বিভিন্ন পৌর কর্পোরেশনের দায়িত্বে ছিলেন।[৩]
রাজনৈতিক কর্মজীবন
সম্পাদনা- তিনি ভারতীয় জনসংঘের সাথে তাঁর রাজনৈতিক জীবন শুরু করেছিলেন যা শেষ পর্যন্ত ভারতীয় জনতা পার্টিতে পরিণত হয়েছিল এবং সক্রিয় রাজনীতিতে যোগদানের পরে তাঁর শেষ নাম " বনসওয়াল " বাদ দিয়েছিলেন ।
- তিনি হরিয়ানার আম্বালা সংসদীয় কেন্দ্রের প্রতিনিধিত্ব করেন ৪র্থ বার (১৯৬৭ - ১৯৭০) এবং ৭ম (১৯৭৯ - ১৯৮৪) এবং ১১তম লোকসভায় (১৯৯৬ - ১৯৯৭)।[৪]
- ১৯৮৭ সালে তিনি হরিয়ানা বিধানসভায় নির্বাচিত হয় এবং দেবীলালের সরকারে রাজস্ব মন্ত্রীর দায়িত্ব পালন করেন।
- দেবীলালের দলের সঙ্গে বিজেপি জোট ভাঙার পর তিনি হরিয়ানা বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে দায়িত্ব পালন করেন।
- তিনি ১৯৮৪ সালে ভারতীয় জনতা পার্টির হরিয়ানা রাজ্য সভাপতি নিযুক্ত হন।[৫]
- তিনি ১৯৯৬ সালে প্রথম বাজপেয়ী মন্ত্রকের অধীনে কৃষি মন্ত্রীর পোর্টফোলিও ধারণ করেন এবং তারপর তিনি লোকসভার ডেপুটি স্পিকার হিসাবে দায়িত্ব পালন করেন।
- তিনি ১৯৯৮ সালের লোকসভা নির্বাচনে পরাজিত হন , কিন্তু উত্তর প্রদেশের রাজ্যপাল (১৯৯৮ - ২০০০) হিমাচল প্রদেশের রাজ্যপাল এবং তারপর বিহারের রাজ্যপাল (১৯৯৯ - ২০০৩) নিযুক্ত হন।
- ২০০২ সালে রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভৈরো সিং শেখাওয়াতের প্রার্থীতা নিয়ে বিজেপির পুনর্বিবেচনার পর ড: সুরজ ভান ভারতের উপরাষ্ট্রপতি পদের দৌড়ে যোগ দেন।[৬]
- তিনি ২০০৪ সালের ফেব্রুয়ারিতে তফসিলি জাতি ও তফসিলি উপজাতি কমিশনের জাতীয় সভাপতি হিসেবে নিযুক্ত হন।[৭]
তিনি ২০০৬ সালের ৬ ই আগস্ট ৭৭ বছর বয়সে নয়াদিল্লিতে একাধিক অঙ্গ ব্যর্থতার পর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Jaffrelot, Christophe (২০০৩)। India's Silent Revolution: The Rise of the Lower Castes in North India (ইংরেজি ভাষায়)। Hurst। আইএসবিএন 978-1-85065-670-8।
- ↑ Subhash Mishra (৩ এপ্রিল ২০০০)। "Family Face-Off"। India Today। সংগ্রহের তারিখ ২০২১-১১-০১।
- ↑ Jaskaran Singh (এপ্রিল ২, ২০১৯)। "Ambala: Ex-MP Suraj Bhan's son Arun Kumar among BJP probables - Times of India"। The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৭-০১।
- ↑ "Biographical Sketch of Member of XI Lok Sabha"। loksabhaph.nic.in। সংগ্রহের তারিখ ২০২২-০৭-০১।
- ↑ "List of Ex State Presidents"। BJPHaryana.org।
- ↑ Yoginder Gupta (১২ জুলাই ২০০২)। "Suraj Bhan joins race for VP's post"। The Tribune। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২১।
- ↑ "SC/ST Commission Chairman Suraj Bhan dead"। DNA India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৭-০১।