সুরজ ভান

ভারতীয় রাজনীতিবিদ

সুরজ ভান (১ অক্টোবর ১৯২৮-৬ আগস্ট ২০০৬) ছিলেন একজন প্রাক্তন রাজ্যপাল, সংসদ সদস্য এবং ভারতীয় জনতা পার্টির একজন ভারতীয় রাজনীতিবিদ।

সুরজ ভান
सूरज भान
সুরজ ভান ছবি
জাতীয় তফসিলি জাতি কমিশন সভাপতি
কাজের মেয়াদ
২০০৪-২০০৬
উত্তরসূরীবুটা সিং
১৪তম হিমাচল প্রদেশের রাজ্যপাল
কাজের মেয়াদ
২৩ নভেম্বর ২০০০ – ৭ মে ২০০৩
মুখ্যমন্ত্রীপ্রেম কুমার ধুমল
বীরভদ্র সিং
পূর্বসূরীবিষ্ণুকান্ত শাস্ত্রী
উত্তরসূরীবিষ্ণু সদাশিব কোকজে
২৩তম উত্তরপ্রদেশের রাজ্যপাল
কাজের মেয়াদ
২০ এপ্রিল ১৯৯৮ – ২৩ নভেম্বর ২০০০
মুখ্যমন্ত্রীকল্যাণ সিং
রাম প্রকাশ গুপ্ত
রাজনাথ সিং
পূর্বসূরীমোহাম্মদ শফি কুরেশি (ভারপ্রাপ্ত)
উত্তরসূরীবিষ্ণুকান্ত শাস্ত্রী
বিহারের রাজ্যপাল
(অতিরিক্ত চার্জ)
কাজের মেয়াদ
৬ অক্টোবর ১৯৯৯ – ২৩ নভেম্বর ১৯৯৯
মুখ্যমন্ত্রীরাবড়ি দেবী
পূর্বসূরীবি. এম. লাল (Acting)
উত্তরসূরীভি. সি. পান্ডে
১১ তম লোকসভার ডেপুটি স্পিকার
কাজের মেয়াদ
১২ জুলাই ১৯৯৬ – ৪ ডিসেম্বর ১৯৯৭
লোকসভার ডেপুটি স্পিকারপূর্ণ অ্যাজিটক সাংমা
পূর্বসূরীএস. মল্লিকার্জুনাইয়া
উত্তরসূরীপি. এম. সাঈদ
২২ তম কৃষি মন্ত্রী
কাজের মেয়াদ
১৬ মে ১৯৯৬ – ১ জুন ১৯৯৬
প্রধানমন্ত্রীঅটল বিহারী বাজপেয়ী
পূর্বসূরীজগন্নাথ মিশ্র
উত্তরসূরীএইচ. ডি. ডিভোর্স
সংসদ সদস্য - আম্বালা (হরিয়ানা)
কাজের মেয়াদ
১৯৬৭–১৯৭০;
১৯৭৭–১৯৭৯;
১৯৭৯–১৯৮৫;
১৯৯৬–১৯৯৭
হরিয়ানা বিধানসভার বিরোধী দলনেতা
কাজের মেয়াদ
১৯৮৯-১৯৯০
রাজস্ব মন্ত্রী (হরিয়ানা)
কাজের মেয়াদ
১৯৮৭-১৯৮৯
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৯২৮-১০-০১)১ অক্টোবর ১৯২৮
যমুনানগর, ব্রিটিশ ভারত
মৃত্যু৬ আগস্ট ২০০৬(2006-08-06) (বয়স ৭৭)
দিল্লি, ভারত
মৃত্যুর কারণহৃদরোগের গ্রেপ্তার
জাতীয়তাভারতীয়
রাজনৈতিক দলভারতীয় জনতা পার্টির

ব্যক্তিগত জীবন

সম্পাদনা

সুরজ ভান বাঁশওয়াল ১৯২৮ সালের ১লা অক্টোবর হরিয়ানার মেহলাওয়ালি যমুনানগর জেলায় চমার সম্প্রদায়ের মধ্যে জন্মগ্রহণ করেন এবং পাঞ্জাব বিশ্ববিদ্যালয়কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয়ে থেকে এমএ ও এলএলবি নিয়ে পড়াশোনা করেন।[]

তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ স্বেচ্ছাসেবক হিসাবে তাঁর জনজীবন শুরু করেছিলেন।[] তাঁর পুত্র অরুণ কুমারও বিজেপির সঙ্গে যুক্ত এবং হায়ানার বিভিন্ন পৌর কর্পোরেশনের দায়িত্বে ছিলেন।[]

রাজনৈতিক কর্মজীবন

সম্পাদনা
  • তিনি ভারতীয় জনসংঘের সাথে তাঁর রাজনৈতিক জীবন শুরু করেছিলেন যা শেষ পর্যন্ত ভারতীয় জনতা পার্টিতে পরিণত হয়েছিল এবং সক্রিয় রাজনীতিতে যোগদানের পরে তাঁর শেষ নাম " বনসওয়াল " বাদ দিয়েছিলেন ।
  • তিনি হরিয়ানার আম্বালা সংসদীয় কেন্দ্রের প্রতিনিধিত্ব করেন ৪র্থ বার (১৯৬৭ - ১৯৭০) এবং ৭ম (১৯৭৯ - ১৯৮৪) এবং ১১তম লোকসভায় (১৯৯৬ - ১৯৯৭)।[]
  • ১৯৮৭ সালে তিনি হরিয়ানা বিধানসভায় নির্বাচিত হয় এবং দেবীলালের সরকারে রাজস্ব মন্ত্রীর দায়িত্ব পালন করেন।
  • দেবীলালের দলের সঙ্গে বিজেপি জোট ভাঙার পর তিনি হরিয়ানা বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে দায়িত্ব পালন করেন।
  • তিনি ১৯৮৪ সালে ভারতীয় জনতা পার্টির হরিয়ানা রাজ্য সভাপতি নিযুক্ত হন।[]
  • তিনি ১৯৯৬ সালে প্রথম বাজপেয়ী মন্ত্রকের অধীনে কৃষি মন্ত্রীর পোর্টফোলিও ধারণ করেন এবং তারপর তিনি লোকসভার ডেপুটি স্পিকার হিসাবে দায়িত্ব পালন করেন।
  • তিনি ১৯৯৮ সালের লোকসভা নির্বাচনে পরাজিত হন , কিন্তু উত্তর প্রদেশের রাজ্যপাল (১৯৯৮ - ২০০০) হিমাচল প্রদেশের রাজ্যপাল এবং তারপর বিহারের রাজ্যপাল (১৯৯৯ - ২০০৩) নিযুক্ত হন।
  • ২০০২ সালে রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভৈরো সিং শেখাওয়াতের প্রার্থীতা নিয়ে বিজেপির পুনর্বিবেচনার পর ড: সুরজ ভান ভারতের উপরাষ্ট্রপতি পদের দৌড়ে যোগ দেন।[]
  • তিনি ২০০৪ সালের ফেব্রুয়ারিতে তফসিলি জাতি ও তফসিলি উপজাতি কমিশনের জাতীয় সভাপতি হিসেবে নিযুক্ত হন।[]

তিনি ২০০৬ সালের ৬ ই আগস্ট ৭৭ বছর বয়সে নয়াদিল্লিতে একাধিক অঙ্গ ব্যর্থতার পর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Jaffrelot, Christophe (২০০৩)। India's Silent Revolution: The Rise of the Lower Castes in North India (ইংরেজি ভাষায়)। Hurst। আইএসবিএন 978-1-85065-670-8 
  2. Subhash Mishra (৩ এপ্রিল ২০০০)। "Family Face-Off"India Today। সংগ্রহের তারিখ ২০২১-১১-০১ 
  3. Jaskaran Singh (এপ্রিল ২, ২০১৯)। "Ambala: Ex-MP Suraj Bhan's son Arun Kumar among BJP probables - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৭-০১ 
  4. "Biographical Sketch of Member of XI Lok Sabha"loksabhaph.nic.in। সংগ্রহের তারিখ ২০২২-০৭-০১ 
  5. "List of Ex State Presidents"। BJPHaryana.org। 
  6. Yoginder Gupta (১২ জুলাই ২০০২)। "Suraj Bhan joins race for VP's post"The Tribune। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২১ 
  7. "SC/ST Commission Chairman Suraj Bhan dead"DNA India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৭-০১ 

বহিঃসংযোগ

সম্পাদনা