সুয়াবিল ইউনিয়ন

চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার একটি ইউনিয়ন

সুয়াবিল বাংলাদেশের চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।

সুয়াবিল
ইউনিয়ন
১১নং সুয়াবিল ইউনিয়ন পরিষদ
সুয়াবিল চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
সুয়াবিল
সুয়াবিল
সুয়াবিল বাংলাদেশ-এ অবস্থিত
সুয়াবিল
সুয়াবিল
বাংলাদেশে সুয়াবিল ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৩৯′৩″ উত্তর ৯১°৪৬′১৬″ পূর্ব / ২২.৬৫০৮৩° উত্তর ৯১.৭৭১১১° পূর্ব / 22.65083; 91.77111 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলাফটিকছড়ি উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানজয়নাল আবেদীন
আয়তন
 • মোট৭০.০৮ বর্গকিমি (২৭.০৬ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৩১,৬৫০
 • জনঘনত্ব৪৫০/বর্গকিমি (১,২০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৪১.৬%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩৫৩ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

সুয়াবিল ইউনিয়নের আয়তন ১৭,৩১৭ একর (৭০.০৮ বর্গ কিলোমিটার)।[]

জনসংখ্যার উপাত্ত

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী সুয়াবিল ইউনিয়নের মোট জনসংখ্যা ৩১,৬৫০ জন। এর মধ্যে পুরুষ ১৫,৬২৮ জন এবং মহিলা ১৬,০২২ জন। মোট পরিবার ৬,০৮৪টি।[]

অবস্থান ও সীমানা

সম্পাদনা

ফটিকছড়ি উপজেলার দক্ষিণ-পশ্চিমাংশ সুয়াবিল ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১১ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে হারুয়ালছড়ি ইউনিয়নসুন্দরপুর ইউনিয়ন, পূর্বে নাজিরহাট পৌরসভা, দক্ষিণে হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়ন এবং পশ্চিমে সীতাকুণ্ড পৌরসভাসীতাকুণ্ড উপজেলার বারৈয়াঢালা ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

সম্পাদনা

সুয়াবিল ইউনিয়ন ফটিকছড়ি উপজেলার আওতাধীন ১১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম উপজেলার ভূজপুর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৯নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-২ এর অংশ। এটি ৯টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:[]

  • দক্ষিণ সুয়াবিল
  • সুয়াবিল
  • বারমাসিয়া
  • লট বারমাসিয়া
  • শোভনছড়ি
  • জঙ্গল শোভনছড়ি
  • হাজিরখীল
  • উদালিয়া
  • লট উদালিয়া
  • বেতুয়া
  • পশ্চিম মন্দাকিনী

শিক্ষা ব্যবস্থা

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী সুয়াবিল ইউনিয়নের সাক্ষরতার হার ৪১.৬%।[] এ ইউনিয়নে ২টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা ও ৮টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

সম্পাদনা
মাধ্যমিক বিদ্যালয়[]
  • সুয়াবিল উচ্চ বিদ্যালয়
  • বারমাসিয়া আবদুল করিম উচ্চ বিদ্যালয়
  • সুয়াবিল বালিকা উচ্চ বিদ্যালয়
মাদ্রাসা[]
  • সুয়াবিল গাউছিয়া আহমদিয়া তৈয়্যবিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা
  • পূর্ব সুয়াবিল তালিমুল ইসলাম বালিকা মাদ্রাসা
প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম শোভনছড়ি জে এম জি রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বারমাসিয়া চা বাগান টি কে সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বারমাসিয়া তালুকদার রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বারমাসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • শোভনছড়ি ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • সুয়াবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • হাজিরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়

যোগাযোগ ব্যবস্থা

সম্পাদনা

সুয়াবিল ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক নাজিরহাট-বাগানবাজার সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।

খাল ও নদী

সম্পাদনা

সুয়াবিল ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত খালগুলো হল হালদা নদী, ধর্মছড়ি খাল, ফুনি খাল, মাদারী খাল, বারমাসিয়া খাল এবং শোভনছড়ি খাল।[]

হাট-বাজার

সম্পাদনা

সুয়াবিল ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হল চুরখাঁহাট বাজার, নইয়া হাট, বৈদ্যেরহাট বাজার, ব্রাহ্মণ হাট, রাজা মিয়া বাজার এবং লালমাটিয়া বাজার।[]

দর্শনীয় স্থান

সম্পাদনা

সুয়াবিল ইউনিয়নের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:[]

জনপ্রতিনিধি

সম্পাদনা
  • বর্তমান চেয়ারম্যান: জয়নাল আবেদীন[]
চেয়ারম্যানগণের তালিকা[]
ক্রম নং চেয়ারম্যানের নাম সময়কাল
০১ মোহাম্মদ রবিউল হোসাইন
০২ মোহাম্মদ সৈয়দুল আনোয়ার
০৩ সৈয়দ আহমদ রহিম
০৪ মোহাম্মদ ইদ্রিছ মিয়া
০৫ মোহাম্মদ আবু তালেব চৌধুরী ২০১১-২০২০
০৬ জয়নাল আবেদীন ২০২০-বর্তমান

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

সম্পাদনা

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২০ 
  2. "গ্রামভিত্তিক লোকসংখ্যা - সুয়াবিল ইউনিয়ন - সুয়াবিল ইউনিয়ন"suabilup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৭ 
  3. "মাধ্যমিকবিদ্যালয় - সুয়াবিল ইউনিয়ন - সুয়াবিল ইউনিয়ন"suabilup.chittagong.gov.bd 
  4. "মাদ্রাসা - সুয়াবিল ইউনিয়ন - সুয়াবিল ইউনিয়ন"suabilup.chittagong.gov.bd 
  5. "খাল ও নদী - সুয়াবিল ইউনিয়ন - সুয়াবিল ইউনিয়ন"suabilup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৭ 
  6. "হাট বাজারের তালিকা - সুয়াবিল ইউনিয়ন - সুয়াবিল ইউনিয়ন"suabilup.chittagong.gov.bd 
  7. "দর্শনীয়স্থান - সুয়াবিল ইউনিয়ন - সুয়াবিল ইউনিয়ন"suabilup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৭ 
  8. "চট্টগ্রামে ইউপি নির্বাচন: একটি ছাড়া সব কটিতেই জয় নৌকার প্রার্থীর"banglanews24.com। বাংলা নিউজ। ২০ অক্টোবর ২০২০। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০২০ 
  9. "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - সুয়াবিল ইউনিয়ন - সুয়াবিল ইউনিয়ন"suabilup.chittagong.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৭ 

বহিঃসংযোগ

সম্পাদনা