সুভাষ ঘিসিং
সুভাষ ঘিসিং ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ যিনি গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট (জিএনএলএফ) এর নেতা ছিলেন, যেটি তিনি ১৯৮০ সালে প্রতিষ্ঠা করেছিলেন। তিনি ১৯৮৮ থেকে ২০০৮ সাল পর্যন্ত ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং গোর্খা হিল কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন। তিনি ১৯৮০-এর দশকে গোর্খাল্যান্ড আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন।
সুভাষ ঘিসিং | |
---|---|
দার্জিলিং গোর্খা পার্বত্য পরিষদের চেয়ারম্যান | |
কাজের মেয়াদ ১৯৮৮ – ২০০৮ | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | মঞ্জু টি এস্টেট, মিরিক, দার্জিলিং, ব্রিটিশ ভারত | ২২ জুন ১৯৩৬
মৃত্যু | ২৯ জানুয়ারি ২০১৫ নতুন দিল্লি | (বয়স ৭৮)
দাম্পত্য সঙ্গী | ধন কুমারী |
পেশা | রাজনীতিবিদ |
গোর্খাল্যান্ড আন্দোলন পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় বসবাসকারী গোর্খাদের পৃথক রাজ্যের দাবি থেকে বেড়ে ওঠে। গোর্খাল্যান্ড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, যা ১০৮৬ এবং ১৯৮৮ সালের মধ্যে ব্যাপক সহিংসতার সাথে জেলাটিকে ব্যাহত করেছিল, যার ফলে জড়িত অনেকের মৃত্যু হয়েছিল। ১৯৮৮ সালে পশ্চিমবঙ্গের মধ্যে দার্জিলিং গোর্খা হিল কাউন্সিল প্রতিষ্ঠার মাধ্যমে সমস্যাটি অন্তত অস্থায়ীভাবে সমাধান করা হয়েছিল।[১][২][৩]
দীর্ঘ অসুস্থতার পর সুভাষ ঘিসিং ২৯ জানুয়ারি ২০১৫ তারিখে নয়াদিল্লির গঙ্গারাম হাসপাতালে মারা যান।[৪] হাসপাতাল কর্তৃপক্ষ একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছে যে সুভাষ ঘিসিং নিউমোনিয়া এবং লিভার ক্যান্সারে ভুগছিলেন। ঘিসিং-এর ছেলে মোহন ঘিসিং-কে জিএনএলএফ দলের নতুন প্রধান হিসেবে মনোনীত করেছে।[৫]
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০১১ এবং প্রবাস থেকে ফিরে আসা
সম্পাদনাতিন বছর রাজনৈতিক হাইবারনেশনে থাকার পর, সুভাষ ঘিসিং পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ৮ এপ্রিল ২০১১-এ দার্জিলিংয়ে ফিরে আসেন।[৬] তার দল দার্জিলিং পাহাড়ের তিনটি নির্বাচনী এলাকা থেকে ১৮ এপ্রিল ২০১১-এ অনুষ্ঠিত রাজ্য বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল।[৭] কিন্তু পূর্ববর্তী নির্বাচনে জয়ী হওয়া তিনটি আসনের সবকটিতেই হেরেছিল। ১৬ মে ২০১১ তারিখে ঘিসিং আবার দার্জিলিং পাহাড় ত্যাগ করেন আরেকটি রাজনৈতিক হাইবারনেশনে।[৮] পরে ২০১৪ সালে লোকসভা নির্বাচনের আগে তিনি দার্জিলিংয়ে ফিরে আসেন কিন্তু তার খারাপ স্বাস্থ্যের কারণে রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় ছিলেন।[৯]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Paul, Bappaditya (১১ জানুয়ারি ২০০৮)। "'Gorkhaland is my monkey'"। The Statesman via Darjeeling Times। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ "Farewell, Voice of the Indian Gorkhas"। Rediff.com। ৩ ফেব্রুয়ারি ২০১৫।
- ↑ "GNLF founder Subash Ghising passes away"। Oneindia। ৩০ জানুয়ারি ২০১৫।
- ↑ "Gorkha National Liberation Front founder Subhash Ghisingh dies at 76"। Zee News। ২৯ জানুয়ারি ২০১৫।
- ↑ "Subash Ghisingh's son Mohan becomes new GNLF chief"। The Echo of India। Bagdogra। ৩০ জানুয়ারি ২০১৫। Archived from the original on ১ ফেব্রুয়ারি ২০১৫।
- ↑ "Ghisingh back in Hills after 3 yrs"। The Times of India। ৯ এপ্রিল ২০১১।
- ↑ "GNLF to contest three assembly seats in Darjeeling hills"। The Hindu। ২২ মার্চ ২০১১। ২৪ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ "GNLF chief Subash Ghising leaves Darjeeling Hills"। Hindustan Times। ১৭ মে ২০১১।
- ↑ "BJP contacted GNLF: Ghisingh"। The Telegraph - India। ২০ মার্চ ২০১৪। ২৩ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা।