সুব্রহ্মণ্যন চন্দ্রশেখর

পদার্থবিদ্যায় নোবেল পুরষ্কার বিজয়ী
(সুব্রামানিয়াম চন্দ্রশেখর থেকে পুনর্নির্দেশিত)

সুব্রহ্মণ্যন চন্দ্রশেখর (তামিল: சுப்பிரமணியன் சந்திரசேகர்) (আইপিএ: [ˌtʃʌn.dɹʌ.ˈʃe(ɪ).kɑɹ]) (১৯ অক্টোবর ১৯১০ – ২১ আগস্ট ১৯৯৫)[] ব্রিটিশ ভারতে জন্মগ্রহণকারী মার্কিন জ্যোতিঃপদার্থবিজ্ঞানী। তিনি এক তামিল পরিবারে জন্ম নিয়েছিলেন। ১৯৮৩ খ্রিস্টাব্দে তারার বিবর্তন এবং জীবন চক্র সম্বন্ধে গুরুত্বপূর্ণ তাত্ত্বিক আবিষ্কারের জন্য তাকে উইলিয়াম আলফ্রেড ফাউলারের সাথে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার প্রদান করা হয়। [] তারার বিবর্তন বিষয়ে তার আবিষ্কৃত বিষয়টির নাম চন্দ্রশেখর সীমা

সুব্রহ্মণ্যন চন্দ্রশেখর
சுப்பிரமணியன் சந்திரசேகர்
সুব্রহ্মণ্যন চন্দ্রশেখর
জন্ম(১৯১০-১০-১৯)১৯ অক্টোবর ১৯১০
মৃত্যু২১ আগস্ট ১৯৯৫(1995-08-21) (বয়স ৮৪)
জাতীয়তাব্রিটিশ ভারত (১৯১০–১৯৪৭), ভারত (১৯৪৭–১৯৫৩), যুক্তরাষ্ট্র (১৯৫৩–১৯৯৫)
মাতৃশিক্ষায়তনট্রিনিটি কলেজ, কেমব্রিজ
প্রেসিডেন্সি কলেজ, মাদ্রাজ
পরিচিতির কারণচন্দ্রশেখর সীমা
পুরস্কার পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯৮৩)
কপলি মেডেল (১৯৮৪)
ন্যাশনাল মেডেল অফ সাইন্স (১৯৬৭)
পদ্মবিভূষণ (১৯৬৮)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রজ্যোতিঃপদার্থবিজ্ঞান
প্রতিষ্ঠানসমূহশিকাগো বিশ্ববিদ্যালয়
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়
ডক্টরাল উপদেষ্টারাল্‌ফ এইচ ফাউলার
আর্থার স্ট্যানলি এডিংটন
ডক্টরেট শিক্ষার্থীডোনাল্ড এডওয়ার্ড অস্টারব্রক
স্বাক্ষর

চন্দ্রশেখর তার জীবদ্দশায় বিভিন্ন ধরনের পদার্থবিজ্ঞানের সমস্যাগুলি নিয়ে কাজ করেছেন। তার সমসাময়িক অবদানগুলো হচ্ছে- নাক্ষত্রিক কাঠামো, শ্বেত বামন, নাক্ষত্রিক গতিবিদ্যা, দৈব প্রক্রিয়া, বিকিরণীয় স্থানান্তর, হাইড্রোজেন অ্যানায়নের কোয়ান্টাম তত্ত্ব , হাইড্রোডাইনামিক এবং হাইড্রোম্যাগনেটিক স্থিতিশীলতা, টার্বুলেন্স, সাম্যাবস্থা এবং সাম্যাবস্থায় উপবৃত্তাকার আকার এর সুস্থিতি, সাধারণ আপেক্ষিকতা, কৃষ্ণ গহ্বরের গাণিতিক তত্ত্ব এবং পরম্পরবিরোধী মহাকর্ষীয় তরঙ্গ তত্ত্ব ।

জীবনের প্রথমার্ধ

সম্পাদনা

চন্দ্রশেখর ১৯১০ সালের ১৯ অক্টোবর একটি তামিল ব্রাহ্মণ পরিবারে পাঞ্জাব, ব্রিটিশ ভারতের (বর্তমানে পাকিস্তান) লাহোরে, [9] সীতা বালাকৃষ্ণানের (১৮৯১-১৯১১) এবং চন্দ্রশেখর সুব্রহ্মণ্য আইয়ারের (১৮৮৫-১6060০) জন্মগ্রহণ করেছিলেন [১০] যিনি ছিলেন। লাহোরে চন্দ্রশেখরের জন্মের সময় উত্তর-পশ্চিম রেলপথের ডেপুটি অডিটর জেনারেল হিসাবে। তার দুই বড় বোন, রাজলক্ষ্মী এবং বালাপর্বতী, তিন ছোট ভাই, বিশ্বনাথন, বালাকৃষ্ণন, এবং রমনাথন এবং চার ছোট বোন, সারদা, বিদ্যা, সাবিত্রী এবং সুন্দরী। তার পিতৃ-চাচা ছিলেন ভারতীয় পদার্থবিজ্ঞানী এবং নোবেল বিজয়ী সি ভি ভি রমন। তার মা বুদ্ধিবৃত্তিক সাধনায় নিবেদিত ছিলেন, হেনরিক ইবসেনের এ ডলস হাউজকে তামিল ভাষায় অনুবাদ করেছিলেন এবং ছোট বয়েসে চন্দ্রের বৌদ্ধিক কৌতূহল জাগ্রত করার কৃতিত্ব দেওয়া হয়। [১১] পরিবারটি ১৯১16 সালে লাহোর থেকে এলাহাবাদে চলে আসে এবং অবশেষে ১৯১৮ সালে মাদ্রাজে স্থায়ী হয়।

চন্দ্রশেখর ১২ বছর বয়স পর্যন্ত বাড়িতে টিউটর ছিলেন। [১১] মিডল স্কুলে তার বাবা তাকে গণিত এবং পদার্থবিজ্ঞান শিখিয়েছিলেন এবং তার মা তাকে তামিল পড়াতেন। পরবর্তীতে তিনি ১৯২২-২৫ বছরের মধ্যে মাদ্রাজের ট্রিপলিকেনের হিন্দু উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন। পরবর্তীকালে, তিনি আর্নল্ড সামারফিল্ডের একটি বক্তৃতায় অনুপ্রেরণার পরে ১৯২২ সালে "দ্য কম্পটন স্ক্যাটারিং অ্যান্ড দ্য নিউ স্ট্যাটিস্টিকস" লিখে প্রথম পত্রিকা "মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত) মাদ্রাসার প্রেসিডেন্সি কলেজে অধ্যয়ন করেন। [ 12] ১৯৩০ সালের জুন মাসে তিনি পদার্থবিজ্ঞানে বিএসসি (সম্মান) স্নাতক ডিগ্রি লাভ করেন। ১৯৩০ সালের জুলাই মাসে চন্দ্রশেখর কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ট্রিনিটি কলেজে ভর্তি হন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে স্নাতক পড়াশোনা করার জন্য ভারত সরকার বৃত্তি লাভ করেন। , আরএইচ ফোলার সুরক্ষিত যার সাথে তিনি তার প্রথম কাগজটি জানিয়েছিলেন। ইংল্যান্ড ভ্রমণকালে, চন্দ্রশেখর সাদা বামন নক্ষত্রগুলির অধঃপতিত ইলেকট্রন গ্যাসের পরিসংখ্যানীয় মেকানিক্সের কাজ করতে গিয়ে সময় কাটিয়েছিলেন, যা ফওলারের আগের কাজটির সাথে আপেক্ষিক সংশোধন করেছিল (নীচের উত্তরাধিকার দেখুন)।

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে

সম্পাদনা

১৯৩০ সালে, চন্দ্রশেখর কেমব্রিজ বিশ্ববিদ্যালয় গিয়ে প্রথমে আর্থার এডিংটন এর সাথে সাক্ষাৎ করেন। তারপরে রাল্ফ এইচ. ফওলার এর সাথে তার দেখা হয়েছিল। শ্রীনিবাস রামানুজন এর পরে কেমব্রিজ যাওয়ার চিঠি পাওয়ার পরে তিনিই দ্বিতীয় ছিলেন।

কেমব্রিজে প্রথম বছরে, ফওলারের গবেষণা শিক্ষার্থী হিসাবে, চন্দ্রশেখর তার অবসন্ন নক্ষত্রের সীমিত গণের জন্য একটি উন্নত মডেল তৈরিতে তার ফলাফল প্রয়োগ করতে ব্যয় করেছিলেন। রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সভাগুলিতে তিনি ই.এ মিল্নির সাথে দেখা করেন। ম্যাক্স বোর্নের আমন্ত্রণে তিনি 1931 এর গ্রীষ্মে, তার দ্বিতীয় স্নাতকোত্তর পড়াশোনা গ্যাটিনজেনের বর্নের ইনস্টিটিউটে, অপরিচ্ছন্নতা, পারমাণবিক শোষণ সহগমনকারী এবং মডেল স্টার্লার ফটোস্ফিয়ারে কাজ করেন। পি এ। এম। ডিরাকের পরামর্শে, তিনি কোপেনহেগেনের তাত্ত্বিক পদার্থ ইনস্টিটিউটে স্নাতক পড়াশোনার শেষ বছরটি কাটিয়েছিলেন, যেখানে তিনি নীল বোহরের সাথে সাক্ষাৎ করেছিলেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Vishveshwara, S. 2000. Leaves from an unwritten diary: S. Chandrasekhar, Reminiscences and Reflections, Current Science, 78(8):1025-1033.
  2. Osterbrock, Donald E. (ডিসেম্বর ১৯৯৮)। "Subrahmanyan Chandrasekhar (19 October 1910 – 21 August 1995)"Proceedings of the American Philosophical Society। American Philosophical Society। 142 (4): 658–665। আইএসএসএন 0003-049Xজেস্টোর 3152289  (Registration or subscription required)
  3. "The Nobel Prize in Physics 1983"NobelPrize.org (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০১-১৩