সুনীল কুমার চ্যাটার্জি ছিলেন ভারত উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব। সুনীল কুমার চট্টোপাধ্যায়ের শৈশব জীবন অন্ধকারে ঢাকা। তার প্রাথমিক শিক্ষা বা রাজনৈতিক সমিতি সম্পর্কে কিছুই জানা যায় না। ১৯৩২ সালে যুগান্তর বিপ্লবী সমিতিতে যোগ দিয়ে কলকাতায় তাঁর আবির্ভাব ঘটে।

সুনীল চ্যাটার্জি
সুনীল কুমার চ্যাটার্জি
জন্ম৭ জানুয়ারি, ১৯০৯
মৃত্যু??
জাতীয়তাভারতীয়
রাজনৈতিক দলযুগান্তর পার্টি
আন্দোলনভারতের বিপ্লবী স্বাধীনতা আন্দোলন
পিতা-মাতা
  • অঘোরনাথ চট্টোপাধ্যায় (পিতা)

জন্ম ও শিক্ষাজীবন

সম্পাদনা

১৯০৯ সালের ৭ জানুয়ারি চব্বিশ পরগনার জয়নগরের গঙ্গাঘাটায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম অঘোরনাথ চট্টোপাধ্যায়। তিনি যাদবপুর থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি কোর্স পাস করেন। ১৪ বছর বয়সে যুগান্তর পার্টিতে যোগ দেন তিনি। তিনি কলকাতা, চব্বিশ পরগনা, খুলনা, কুমিল্লা, পুরুলিয়া, হুগলি ও ব্যারাকপুর লেবার বেল্টে সক্রিয় ছিলেন। []

রাজনৈতিক কাজ

সম্পাদনা

১৯৩০-এর দশকের গোড়ার দিকে বাংলায় ধারাবাহিক বিপ্লবী কর্মকাণ্ডের দশক ছিল চট্টগ্রাম বিদ্রোহের মাধ্যমে তার শীর্ষে পৌঁছেছিল, যা শহরে ব্রিটিশ প্রশাসনকে কয়েক দিনের জন্য পঙ্গু করে দিয়েছিল। মিঃ আলফ্রেড ওয়াটসন সম্পাদিত কলকাতা-ভিত্তিক ইংরেজি সংবাদপত্র দ্য স্টেটসম্যান ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনের কঠোর সমালোচনা করেছিল। তাদের বিরুদ্ধে ওয়াটসন সাহেবের অব্যাহত অভিযান এবং কঠোর শাস্তির পক্ষে ওকালতি তাঁকে বাংলার বিপ্লবীদের লক্ষ্যবস্তুতে পরিণত করে। তাঁর সম্পাদকীয় কলামে তিনি বলেন, এই সমস্ত বিপ্লবীদের জেল থেকে বের করে শহরের ল্যাম্পপোস্টে ঝুলিয়ে দেওয়া উচিত।[] মাস্টারদা সূর্য সেনের সাথে ফাঁসি দিয়ে হত্যা করে।[][][]

আলফার্ড ওয়াটসনকে হত্যার চেষ্টা

সম্পাদনা

১৯৩২ সালের ৫ আগস্ট খুলনার বিপ্লবী অতুল সেন কলকাতায় প্রকাশ্য দিবালোকে রিভলবার ও বোমা নিয়ে তার ওপর হামলা চালায়। কিন্তু তিনি অক্ষত অবস্থায় বেঁচে যান, অন্যদিকে অতুল সেন গ্রেপ্তার এড়াতে বিষ পান করেন। দুই মাস পরে মণি লাহিড়ীর অধীনে আরও সমন্বিত আক্রমণ হয়েছিল। ২৮ সেপ্টেম্বর খোলা গাড়ি চালিয়ে মণি লাহিড়ী, অনিল ভাদুড়ি, সুনীল এবং বীরেন রায় বাড়ি ফেরার পথে ওয়াটসনের গাড়ি আটকায়, তাকে গুলি করে এবং বোমা চার্জ করে তাকে সারা জীবনের জন্য অক্ষম করে দেয়।

গ্রেফতার হওয়ার পর

সম্পাদনা

তাড়াহুড়োয় মাঝেরহাট ব্রিজে দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। গ্রেফতার এড়াতে প্রচুর রক্তক্ষরণ হয় মণি ও অনিলের পটাশিয়াম সায়ানাইড খেয়ে। ব্রায়েন রায় পালিয়ে গেলেও সুনীল চট্টোপাধ্যায় গ্রেফতার হন। বিচারে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল; ১৯৪৬ সালে সাধারণ ক্ষমার আওতায় মুক্তি পান। ১৯৩২ সালের ২৯ সেপ্টেম্বর সুনীলকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তী বিচারে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তাঁকে আন্দামানে পাঠিয়ে দেওয়া হয়। তিনি ১৯৩৭ ও ১৯৩৯ সালের জুলাই মাসে যথাক্রমে ৩৭ ও ৩৬ দিনের জন্য সেলুলার জেলে দ্বিতীয় এবং দমদম কেন্দ্রীয় কারাগারে আরেকটি অনশন ধর্মঘটে অংশ নিয়েছিলেন। ১৯৩৮ সালের জানুয়ারিতে তাকে প্রত্যাবাসন করা হয় এবং ১৯৪৬ সালের ৩১ আগস্ট মুক্তি দেওয়া হয়। মোট ১৪ বছর জেল খাটেন তিনি।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. বসু, অঞ্জলি (নভেম্বর ২০১৩)। বসু, অঞ্জলি; সেনগুপ্ত, সুবোধচন্দ্র, সম্পাদকগণ। সংসদ বাঙালি চরিতাভিধান (পঞ্চম সংস্করণ, দ্বিতীয় মুদ্রণ সংস্করণ)। কলকাতা: সাহিত্য সংসদ। পৃষ্ঠা ২৬৮। আইএসবিএন 978-8179551356 
  2. Various (২০১৯-০৮-০৫)। AUGUST 2019: FASHIR MONCHE BANGALI। PATRA BHARATI। 
  3. ত্রৈলোক্যনাথ চক্রবর্তী, জেলে ত্রিশ বছর, ধ্রুপদ সাহিত্যাঙ্গন, ঢাকা, ঢাকা বইমেলা ২০০৪, পৃষ্ঠা ১৯২।
  4. "ফাঁসিতে ঝুলালেও তাঁকে হত্যা করা যায়নি"। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারী ২০১৮