সুনামগঞ্জ-১
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা
সুনামগঞ্জ-১ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি সুনামগঞ্জ জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২২৪নং আসন।
সুনামগঞ্জ-১ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | সুনামগঞ্জ জেলা |
বিভাগ | সিলেট বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৮৪ |
সীমানা
সম্পাদনাসুনামগঞ্জ-১ আসনটি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলা, মধ্যনগর উপজেলা, তাহিরপুর উপজেলা ও জামালগঞ্জ উপজেলা নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
সম্পাদনানির্বাচন
সম্পাদনা২০১০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | মোয়াজ্জেম হোসেন রতন | ৮৮,৯৮১ | ৭৩.২ | +১৪.৯ | |
স্বতন্ত্র | সৈয়দ রফিকুল হক | ৩২,৫৮১ | ২৬.৮ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৫৬,৪০০ | ৪৬.৪ | +২৩.৬ | ||
ভোটার উপস্থিতি | ১,২১,৫৬২ | ৩৪.৬ | −৫২.১ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
২০০০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | মোয়াজ্জেম হোসেন রতন | ১,৫৫,২৫২ | ৫৮.৩ | +১৫.৯ | ||
বিএনপি | রফিক চৌধুরী | ৯৪,৪৫৮ | ৩৫.৫ | -২১.৪ | ||
স্বতন্ত্র | নজির হোসাইন | ১৬,৭১৬ | ৬.৩ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৬০,৭৯৪ | ২২.৮ | +৮.২ | |||
ভোটার উপস্থিতি | ২,৬৬,৪২৬ | ৮৬.৭ | +১০.৫ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
বিএনপি | নজির হোসাইন | ১,২৮,৪৪৮ | ৫৬.৯ | +১৬.০ | ||
আওয়ামী লীগ | সুরঞ্জিত সেন গুপ্ত | ৯৫,৫৭৪ | ৪২.৪ | +০.৬ | ||
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | মোঃ আলী হোসাইন | ১,২২৪ | ০.৫ | প্র/না | ||
জাতীয় পার্টি | বদরুদ্দোজা আহমেদ সুজা | ৩২৯ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৩২,৮৭৪ | ১৪.৬ | +১৩.৭ | |||
ভোটার উপস্থিতি | ২,২৫,৫৭৫ | ৭৬.২ | +৩.০ | |||
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে |
১৯৯০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | সৈয়দ রফিকুল হক | ৬৮,৭৮৭ | ৪১.৮ | প্র/না | ||
বিএনপি | নজির হোসাইন | ৬৭,৩১২ | ৪০.৯ | +২৩.০ | ||
জাতীয় পার্টি | আলী আমজাদ | ১৬,৬৬৮ | ১০.১ | প্র/না | ||
জামায়াতে ইসলামী | মোসলেম উদ্দিন | ৬,৩৪৫ | ৩.৯ | -৩.১ | ||
গণফোরাম | মোঃ মোসারফ হোসাইন | ৪,১৫৪ | ২.৫ | প্র/না | ||
জাকের পার্টি | জয়নাল আবেদীন | ৭১০ | ০.৪ | প্র/না | ||
ওয়ার্কার্স পার্টি | তারেক-আল-মইন | ৪৩৮ | ০.৩ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১,৪৭৫ | ০.৯ | −১০.৮ | |||
ভোটার উপস্থিতি | ১,৬৪,৪১৪ | ৭৩.২ | +২৫.৩ | |||
কমিউনিস্ট পার্টি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
কমিউনিস্ট পার্টি | নজির হোসাইন | ৪৪,১১৭ | ৩৬.৯ | ||
জাসদ (রব) | আলী আমজাদ | ৩০,১৮৭ | ২৫.৩ | ||
বিএনপি | মুক্তার হোসাইন | ২১,৩৯১ | ১৭.৯ | ||
স্বতন্ত্র | শাহ্জাহান | ১৩,২২৪ | ১১.১ | ||
জামায়াতে ইসলামী | মোসলেম উদ্দিন | ৮,৩৭১ | ৭.০ | ||
স্বতন্ত্র | সৈয়দ রফিকুল হক | ১,১৫০ | ১.০ | ||
স্বতন্ত্র | এ নুর অখঞ্জিত | ৯৬১ | ০.৮ | ||
এনডিপি | বদরুদ্দোজা আহমেদ সুজা | ১৩২ | ০.১ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১৩,৯৩০ | ১১.৭ | |||
ভোটার উপস্থিতি | ১,১৯,৫৩৩ | ৪৭.৯ | |||
থেকে কমিউনিস্ট পার্টি অর্জন করে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "সুনামগঞ্জ-১ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৫ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ "সুনামগঞ্জ-১: বিএনপির মনোনয়ন পেলেন সাবেক এমপি নজির হোসেন"। Jugantor। ২০১৯-০৮-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-২৩।
- ↑ "Sunamganj-1"। বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ২১ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৮ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে সুনামগঞ্জ-১