সুনান আত-তিরমিজী

(সুনানে তিরমিজি থেকে পুনর্নির্দেশিত)

সুনান আত-তিরমিজী বা জামি আত তিরমিজী মুসলমানদের সবচেয়ে প্রসিদ্ধ ছয়টি হাদিস গ্রন্থের মধ্যে অন্যতম একটি। অর্থাৎ এটি সিহাহ সিত্তাহের একটি কিতাব

সুনান আত-তিরমিজী
লেখকআবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা আত তিরমিজি
ভাষাআরবি
ধারাবাহিকসিহাহ সিত্তাহ

বর্ণনা

সম্পাদনা

এই কিতাবটি সিহাহ সিত্তাহ অর্থাৎ সুন্নি মুসলমানদের প্রসিদ্ধ ছয়টি হাদিস গ্রন্থের অন্যতম একটি হাদিস গ্রন্থ []।এর সংকলনকারী আবু ঈসা মুহাম্মদ ঈসা ইবনে তিরমিজী। তিনি ইমাম তিরমিজি নামেই বেশি পরিচিত। এ কিতাবে প্রায় সব ধরনের হাদিসই সংকলন করা হয়েছে। এই কিতাবে প্রায় চারহাজার হাদীস সংকলিত রয়েছে।

শ্রেণীসমূহ

সম্পাদনা

এই কিতাবটি চারটি শ্রেণীতে সাজানো হয়েছে। সেগুলো নিম্নরূপ:

  1. প্রথম সেইসব হাদীস যা বুখারী ও মুসলিম এর সাথে সম্মত।
  2. দ্বিতীয় সেইসব হাদীস যা বুখারী ও মুসলিম এর চেয়ে নিম্নমানের কিন্তু তিরমিজী, নাসাই ও দাউদের সাথে সম্মত।
  3. তৃতীয় সেইসব হাদীস যা নিয়ে কিছু মতবিরোধ রয়েছে। সে ক্ষেত্রে তিনি এর মতবিরোধতাকে কিছুটা মীমাংসা করে সংকলন করেছেন।
  4. চতুর্থ সেই হাদীসসমূহ যা ফিকহ বিশেষজ্ঞের সাথে সম্মত। []

ব্যাখ্যাগ্রন্থ

সম্পাদনা

গ্রন্থটির বহু ব্যাখ্যাগ্রন্থ রচিত হয়েছে, তার মধ্যে দরসে তিরমিযীঅন্যতম।

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Various issues about hadiths ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩০ মার্চ ২০১৭ তারিখে (ইংরেজি)
  2. "Shurutt al-A'immah al-Sittah",by al-Maqdisi