সুধানী নদী ভারতের পূর্বদিকে অবস্থিত পশ্চিমবঙ্গবিহার রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত নদী৷ পশ্চিমবঙ্গে এটি উত্তর দিনাজপুর জেলায় অবস্থিত৷

সুধানী নদী
সুদানি নদী
অবস্থান
রাষ্ট্রভারত
রাজ্যপশ্চিমবঙ্গ, বিহার
জেলাউত্তর দিনাজপুর জেলা, কিশানগঞ্জ জেলা, কাটিহার জেলা
প্রাকৃতিক বৈশিষ্ট্য
উৎস 
 • অবস্থানকিশানগঞ্জ, বিহার
মোহনা 
 • অবস্থান
কাটিহার, বিহার

সুধানী নদীর জন্ম হয়েছে বিহার থেকে। উৎপত্তিস্থল থেকে নদীটি চাকুলিয়া থানার ভারনা থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করে হাটওয়ার, খিকিরটোলা, শিবরামপুর ও লালগঞ্জ গ্রামপঞ্চায়েত হয়ে করণদিঘিতে ঢুকেছে। বাংলা-বিহার সীমান্ত বরাবর প্রবাহিত হয়ে এটি গোয়াবাড়ি সোহারই হয়ে আবার বিহারে প্রবেশ করেছে।[] ১৫ অগাস্ট ২০১৬ নাগাদ বিহারের কাটিহারে এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বন্যার কারণে সুদানী নদীর ১৩৩ নম্বর রেল সেতুটির এক পাশ সম্পূর্ণ ভেঙে গেলে রেল যোগাযোগ ব্যবস্থা ব্যহত হয়৷ পরের বছর ২০১৭ এর ১লা সেপ্টেম্বর তার পুনরায় চালু হয়৷[] স্থানীয় লাধি আদিবাসীর লোকেরা এই নদীর চরে শামুক কুড়িয়ে নিজেদের জীবন নির্বাহ করে থাকেন৷[]

তথ্যসূত্র

সম্পাদনা