সুজাত খান (প্রকৌশলী)

সুজাত খান (জন্ম ২৭ জানুয়ারি ১৯৬৫) একজন বাংলাদেশী কর্মী। তিনি নিউ ইয়র্ক সিটিতে মুসলিম স্কুলগুলোর ছুটির দিনের স্বীকৃতি দেওয়ার জন্য তার কাজের জন্য সবচেয়ে উল্লেখযোগ্য।

সুজাত খান
জন্ম (1965-01-27) ২৭ জানুয়ারি ১৯৬৫ (বয়স ৫৯)
পেশাপ্রকৌশলী এবং সক্রিয়কর্মী
কর্মজীবন১৯৮৭–বর্তমান

জীবনের প্রথমার্ধ

সম্পাদনা

ঢাকায় জন্মগ্রহণকারী সুজাত খান সরকারি ক্লাস ওয়ান অফিসার এডব্লিউ ফজলুল বারী খান এবং এ জে খালিদার ছেলে।

মুসলিম স্কুল ছুটির দিনের জন্য প্রচারণার সূচনা

সম্পাদনা

সুজাত খান নিউ ইয়র্ক সিটি এলাকায় মুসলিম স্কুল ছুটির স্বীকৃতি প্রদানের একটি অপরিহার্য অংশ।

১৯৯৯ সালে, তিনি প্রচারনা শুরু করতে অনুপ্রাণিত হন যখন তার নিজের সন্তান এবং আত্মীয়দের ঈদের ছুটি উদযাপন এবং স্কুলে যাওয়ার মধ্যে একটিকে বেছে নিতে হয়েছিল। []

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Western Queens Parents Seek Muslim School Holidays"। Times Ledger। ২০০৫-০৬-১৬। ২০১৬-০৮-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৭-১৪ 

বহিঃসংযোগ

সম্পাদনা