সুং-দাও লি

পদার্থবিদ্যায় নোবেল পুরষ্কার বিজয়ী

সুং-দাও লি (টি ডি লি, চীনা: 李政道; পিনিয়ান: Lǐ Zhèngdào) চীনা বংশোদ্ভূত মার্কিন পদার্থবিজ্ঞানী যিনি প্যারিটি লঙ্ঘন, লি মডেল এবং কণা পদার্থবিজ্ঞানের বেশ কিছু মৌলিক গবেষণার জন্য বিখ্যাত। তিনি ১৯৫৭ সালে মাত্র ৩১ বছর বয়সে অপর চীনা-মার্কিন বিজ্ঞানী চেন নিং ইয়াং-এর সাথে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। দুর্বল মিথস্ক্রিয়ার ক্ষেত্রে প্যারিটি লঙ্ঘনের সূত্র ব্যবহারের জন্যই তারা এই পুরস্কার লাভ করেছিলেন। এই আবিষ্কারটি পরীক্ষার মাধ্যশে প্রমাণ করেছিলেন চীনা বিজ্ঞানী চিয়েন-শিয়ুং উ। লি এবং ইয়াং ছিলেন প্রথম চীনা নোবেল বিজয়ী। অবশ্য ১৯৬২ সাল থেকে তাদের সম্পর্ক খারাপ হতে থাকে। কারণ ইয়াং আবিষ্কারটি নিজে আগে করেছেন বলে দাবী করতে থাকেন। এখনও লি'র সাথে ইয়াংয়ের এ বিষয়ক বিতর্ক রয়েছে।

সুং-দাও লি
李政道
李政道
সুং-দাও লি
জন্ম (1926-11-24) ২৪ নভেম্বর ১৯২৬ (বয়স ৯৮)
নাগরিকত্ব মার্কিন যুক্তরাষ্ট্র (1962-present)
মাতৃশিক্ষায়তনZhejiang University
National Southwestern Associated University
শিকাগো বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণParity violation
Lee Model
Non-topological solitons
কণা পদার্থবিজ্ঞান
Relativistic Heavy Ion (RHIC) Physics
পুরস্কার পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯৫৭)
আলবার্ট আইনস্টাইন অ্যাওয়ার্ড (১৯৫৭)
Matteucci Medal (১৯৯৫)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রপদার্থবিজ্ঞান
প্রতিষ্ঠানসমূহকলাম্বিয়া ইউনিভার্সিটি
ইন্সটিটিউট ফর অ্যাডভান্সড স্টাডিজ
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে
ডক্টরাল উপদেষ্টাএনরিকো ফের্মি
স্বাক্ষর

পুরস্কার ও সম্মাননা

সম্পাদনা
  • পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯৫৭)
  • আলবার্ট আইনস্টাইন পুরস্কার (১৯৫৭)
  • জি বিউড মেডেল, কলেজ দ্য ফ্রান্স (১৯৬৯,১৯৭৭)
  • গ্যালিলিও গ্যালিলি মেডেল (১৯৭৯)
  • অর্ডার অফ মেরিট, গ্র্যান্প অফিসিয়ালে, ইতালি (১৯৮৬)
  • সাইন্স ফর পিস পুরস্কার (১৯৯৪)
  • চীনা জাতীয় আন্তর্জাতিক সহযোগিতা পুরস্কার (১৯৯৫)
  • ছোট্ট গ্রহ ৩৪৪৩-এর নাম রাখা হয়েছে টি ডি লি গ্রহ (১৯৯৭)
  • নিউ ইয়র্ক সিটি সাইন্স পুরস্কার (১৯৯৭)
  • পোপ জোয়ানেস পাউলাস মেডেল (১৯৯৯)
  • ২ মিনিস্টেরো ডেল ইন্টারনো মেডেল অফ দ্য গভার্নমেন্ট অফ ইতালি (১৯৯৯)
  • নিউ ইয়র্ক একাডেমি অফ সাইন্স পুরস্কার (২০০০)
  • দ্য অর্ডার অফ দ্য রাইজিং সান, গোল্ড অ্যান্ড সিলভার স্টার, জাপান (২০০৭)

তথ্য উৎস

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা