সীরাতে রাসুলে করিম
সীরাতে রাসুলে করিম (উর্দু: سیرت رسول کریم ﷺ) ভারতীয় দেওবন্দি ইসলামি পণ্ডিত হিফজুর রহমান সিওহারভির উর্দু ভাষায় রচিত একটি সীরাত গ্রন্থ। এটি ১৯৩৫ সালে প্রথম প্রকাশিত হয়। গ্রন্থটির পৃষ্ঠাসংখ্যা ৩৫২। এটি মাদ্রাসার মাধ্যমিক ছাত্রদের পাঠ্যবই হিসেবে নির্ধারিত ছিল। গ্রন্থটির মূলনাম (আরবি: نور البصر فى سيرة خير البشر, প্রতিবর্ণীকৃত: নুরুল বাছর ফি সিরাতি খয়রিল বাশার)।[১][২][৩]
লেখক | হিফজুর রহমান সিওহারভি |
---|---|
মূল শিরোনাম | উর্দু: سیرت رسول کریم ﷺ |
দেশ | ভারত |
ভাষা | উর্দু |
বিষয় | সীরাত |
প্রকাশিত | ১৯৩৫ |
মিডিয়া ধরন | শক্তমলাট |
পৃষ্ঠাসংখ্যা | ৩৫২ |
ওসিএলসি | ১১৯৩১৯৮৯৯৪ |
২৯৭.৬৩ বি |
বিষয়বস্তু
সম্পাদনাগ্রন্থের শুরুতে ২৫ পৃষ্ঠার মুখবন্ধে ইতিহাস এবং সীরাত নিয়ে আলোচনা করা হয়েছে। এই বইয়ের বিষয়বস্তুর তালিকা নিম্নরূপ: ইসলামের আগে আরবের অবস্থা; নবীর বংশ, তার জন্ম, তার লালন-পালন, বক্ষ বিদারণ, তার প্রথম যাত্রা ও বাহরার সঙ্গে সাক্ষাত, ফুজ্জারের যুদ্ধ, তার দ্বিতীয় যাত্রা, খাদিজার সঙ্গে তার বিবাহ; তাকে সত্যবাদী ও বিশ্বস্ত বলে ঘোষণা করা, তার সামগ্রিক চরিত্র, ইসলামের আদেশের প্রথম ঘোষণা, প্রথম হিজরত, আবু তালিবের মৃত্যু, হিজরত, মিরাজ, ওহীর সূচনা, খাদিজার ইন্তেকাল, মদীনায় হিজরত, জিহাদ, যুদ্ধ, বিদায় হজ্জ এবং মৃত্যু।[২]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ আহমদ, ইশতিয়াক (২০২০)। স্বাধীনতার পূর্বে উলামায়ে দেওবন্দের জীবনী সাহিত্য চর্চা নিয়ে একটি সমালোচনামূলক গবেষণা (গবেষণাপত্র)। ভারত: মাওলানা আজাদ জাতীয় উর্দু বিশ্ববিদ্যালয়। পৃষ্ঠা ৭৫—৭৭। hdl:10603/338413।
- ↑ ক খ জাহান, ইবরাত (২০১৩)। Contribution of Darul Uloom Deoband to Seerah literature [সীরাত সাহিত্যে দারুল উলুম দেওবন্দের অবদান] (গবেষণাপত্র)। ভারত: আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। পৃষ্ঠা ২৩–২৪। hdl:10603/176381।
- ↑ খানম, কাহাকাশান (২০১৮)। Research Study of the Urdu Books on Seerah in Twentieth Century [বিংশ শতাব্দীতে রচিত সিরাত সম্পর্কিত উর্দু বই নিয়ে একটি অধ্যয়ন] (গবেষণাপত্র)। ভারত: আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। পৃষ্ঠা ৭৮–৭৯। hdl:10603/247655।