সীমিত ধারাবাহিক বা টেলিভিশন চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার

সীমিত ধারাবাহিক বা টেলিভিশন চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার হচ্ছে হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন কর্তৃক প্রদানকৃত একটি বার্ষিক টেলিভিশন পুরস্কার। সীমিত ধারাবাহিক বা টেলিভিশন চলচ্চিত্রে সেরা অভিনেতাকে সম্মাননা প্রদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। ১৯৮২ সালের ৩০শে জানুয়ারি ৩৯তম গোল্ডেন গ্লোব পুরস্কার আসরে প্রথম এই পুরস্কার প্রদান করা হয় এবং বিল টেলিভিশন চলচ্চিত্রে অভিনয়ের জন্য পুরস্কার গ্রহীতা মিকি রুনি এই বিভাগে প্রথম পুরস্কার বিজয়ী। এই বিভাগ সৃষ্টির পূর্বে মিনি ধারাবাহিক বা টেলিভিশন চলচ্চিত্রের জন্য মূলত নাট্যধর্মী টিভি ধারাবাহিকে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার বিভাগের সাথে প্রদান করা হত।

সীমিত ধারাবাহিক বা টেলিভিশন চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার
২০১৯-এর বিজয়ী: রাসেল ক্রো
বিবরণসীমিত ধারাবাহিক বা টেলিভিশন চলচ্চিত্রে সেরা অভিনেতার জন্য
অবস্থানমার্কিন যুক্তরাষ্ট্র
দেশমার্কিন যুক্তরাষ্ট্র উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
পুরস্কারদাতাহলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন
প্রথম পুরস্কৃত৩০ জানুয়ারি ১৯৮২
বর্তমানে আধৃতরাসেল ক্রো
দ্য লাউডেস্ট ভয়েস (২০১৯)
ওয়েবসাইটgoldenglobes.com

এই পুরস্কার প্রদান শুরুর পর থেকে এখন পর্যন্ত ৩৪ জন অভিনেতাকে এই পুরস্কার প্রদান করা হয়েছে। রবার্ট ডুভল, জেমস গার্নারআল পাচিনো সর্বাধিক দুইবার করে এই পুরস্কার অর্জন করেছেন। জেমস উডস সর্বাধিক সাতবার এই পুরস্কারের মনোনয়ন লাভ করেন। বর্তমান বিজয়ী রাসেল ক্রো দ্য লাউডেস্ট ভয়েস ধারাবাহিকে রজার এইলস চরিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার অর্জন করেন।[]

পরিসংখ্যান

সম্পাদনা

একাধিকবার বিজয়ী

সম্পাদনা
২ বার

একাধিকবার মনোনীত

সম্পাদনা

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Golden Globes 2020: 1917 and Fleabag lead British invasion with major wins"দ্য গার্ডিয়ান। ৫ জানুয়ারি ২০২০। ৬ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০২১ 

বহিঃসংযোগ

সম্পাদনা