সি-মি-উই ৫
দক্ষিণ পূর্ব এশিয়া-মধ্যপ্রাচ্য-পশ্চিম ইউরোপ ৫ (SEA-ME-WE 5) একটি অপটিক্যাল ফাইবার সাবমেরিন ক্যাবল যোগাযোগ ব্যবস্থা যা সিঙ্গাপুর এবং ফ্রান্সের মধ্যে টেলিযোগাযোগ বহন করে।[৩] ক্যাবলটি প্রায় ২০,০০০ কিলোমিটার দীর্ঘ এবং দক্ষিণ পূর্ব এশিয়া, ভারতীয় উপমহাদেশ, মধ্যপ্রাচ্য ও ইউরোপের মধ্যে প্রতি সেকেন্ডে ২৪ টেরাবাইটের ব্রডব্যান্ড যোগাযোগ সরবরাহ করে। ক্যাবলটি ১৯টি ল্যান্ডিং পয়েন্টের মাধ্যমে সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মিয়ানমার, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, জিবুতি, ইয়েমেন, সৌদি আরব, মিশর, ইতালি, তুরস্ক ও ফ্রান্সকে সংযুক্ত করেছে। এটি বাংলাদেশের ২য় সাবমেরিন ক্যাবল সংযুক্তি যা পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় ০৬ জানুয়ারি ২০১৭ সালে সংযুক্ত হয়।[৪] ফ্রান্স থেকে শ্রীলংকার মধ্যের অংশটি অ্যালকাটেল-লুকাসেন্ট দ্বারা নির্মিত হয় এবং শ্রীলঙ্কা থেকে সিঙ্গাপুরের মধ্যের অংশটি এনইসি দ্বারা নির্মিত হয়। নির্মাণ ৬ জুন ২০১৪ সালে শুরু হয়ে ডিসেম্বর ২০১৬ সালে সম্পন্ন হয়।[১][২][৩]
ক্যাবলের ধরন | সাবমেরিন ফাইবার অপটিক |
---|---|
পূর্বসূরি | সি-মি-উই, সি-মি-উই ২, সি-মি-উই ৩, সি-মি-উই ৪[১] |
নির্মাণ শুরু | ৬ জুন ২০১৪[১] |
নির্মাণ সমাপ্ত | ডিসেম্বর ২০১৬[২] |
ডিজাইন ক্ষমতা | প্রতি সেকেন্ডে ২৪ টেরাবাইট (৩টি ফাইবার যুগল) |
সরবরাহিত অঞ্চল | দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য এশিয়া, পশ্চিম ইউরোপ |
মালিক | কনসোর্টিয়াম |
ওয়েবসাইট | http://www.seamewe5.com/ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "SEA-ME-WE History" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৬-০৫-৩১।
- ↑ ক খ "SEA-ME-WE 5 Consortium Completes Matchless Subsea Cable System" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৬-১২-৩১।
- ↑ ক খ "Alcatel-Lucent starts construction of Sea-Me-We 5 undersea cable system linking Singapore and France" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১২-০৪-১৪।
- ↑ দেওয়ান, আল-আমীন (১৬ সেপ্টেম্বর ২০১৭)। "সাবমেরিন কেবল নাম্বার ২"। দৈনিক কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০১৮।
আরও দেখুন
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- দক্ষিণ পূর্ব এশিয়া - মধ্যপ্রাচ্য - পশ্চিম ইউরোপ ৫ প্রকল্পের ওয়েবসাইট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১২ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে (ইংরেজি)
- SEA-ME-WE 5 প্রকল্পের সদস্যগণ (ইংরেজি)
- SEA-ME-WE 5 রুট (নেটওয়ার্ক মানচিত্র) (ইংরেজি)