সিল্‌ভ্যাঁ উইল্টর্ড

ফরাসি ফুটবলার


সিল্‌ভ্যাঁ উইল্টর্ড (Sylvain Wiltord)(মে ১০, ১৯৭৪) একজন কৃতী ফরাসি ফুটবল খেলোয়াড়। তিনি সাধারণত স্ট্রাইকার হিসেবে খেলে থাকেন। ২০০২ এবং ২০০৬ সালে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে তিনি ফ্রান্সের প্রতিনিধিত্ব করেন।

সিলভেইন উইলটোর্ড
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম সিলভেইন উইলটোর্ড
জন্ম মে ১০, ১৯৭৪
জন্ম স্থান নিউলি-সুর-মার্নে, ফ্রান্স
উচ্চতা ১৭৪ সেমি / ৫' ৯"
মাঠে অবস্থান স্ট্রাইকার
ক্লাবের তথ্য
বর্তমান দল
অলিম্পিক লিওনেস
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
১৯৯১-১৯৯৭
১৯৯৭-২০০০
২০০০-২০০৪
২০০৪-present
রিনেস
বোরদেয়াক্স
আর্সেনাল
অলিম্পিক লিওন
(১২৫ (৩১)
১২১ (৫৫)
১৪৬ (৩৪)
৬২ (১৬))
জাতীয় দল
১৯৯৯- ফ্রান্স
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে