সিলেট-২

বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা

সিলেট-২ আসন হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি সিলেট জেলায় অবস্থিত জাতীয় সংসদের ২৩০নং আসন।[]এ আসনের সর্বশেষ সংসদ সদস্য হচ্ছেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় এর সাবেক প্রতিমন্ত্রী জনাব শফিকুর রহমান চৌধুরী

সিলেট-২
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলাসিলেট জেলা
বিভাগসিলেট বিভাগ
মোট ভোটার
  • ৩,৪৪,৭৫৭ (ডিসেম্বর ২০২৩)[]
  • পুরুষ ভোটার: ১,৭৬,১৫৬
  • নারী ভোটার: ১,৬৬,৮০১
  • হিজড়া ভোটার: ০
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৭৩

সীমানা

সম্পাদনা

সিলেট-২ আসনটি সিলেট জেলার বিশ্বনাথ উপজেলা, ওসমানী নগর উপজেলা নিয়ে গঠিত।[][]

ইতিহাস

সম্পাদনা

সিলেট-২ আসনটি ১৯৭৩ সালে অনুষ্ঠিত স্বাধীন বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচনের সময় গঠিত হয়েছিল।

২০০৮ সাধারণ নির্বাচনের পূর্বে নির্বাচন কমিশন ২০০১ সালে আদমশুমারীর প্রতিবেদন অনুযায়ী জনসংখ্যার বৃদ্ধি প্রতিফলিত করার জন্য এ আসনের সীমানা পূর্ণনির্ধারন করে।

২০১৮ সালের সাধারণ নির্বাচনের আগে নির্বাচন কমিশন নির্বাচনী এলাকার সীমানা পরিবর্তন করেছে। ২০০৮ সালের নির্বাচনে এ আসনের সাথে যুক্ত বালাগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ (দেওয়ান বাজার, পশ্চিম গৌরীপুর, এবং পূর্ব গৌরীপুর) সিলেট-৩ আসনে যুক্ত করা হয়। এবং ওসমানী নগর উপজেলাকে এ আসনের অন্তর্ভুক্ত করা হয়, যা পূর্বে ছিল না।

নির্বাচিত সাংসদ

সম্পাদনা
নির্বাচন সংসদ সদস্য দল
১৯৭৩ আব্দুস সামাদ আজাদ বাংলাদেশ আওয়ামী লীগ[][]
১৯৭৯ সুরঞ্জিত সেনগুপ্ত গণতন্ত্রী পার্টি[][]
সীমানা পরিবর্তন
১৯৮৬ এনামুল হক চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগ[][]
১৯৮৮ মকসুদ ইবনে আজিজ লামা জাতীয় পার্টি[][]
১৯৯১
ফেব্রুয়ারি ১৯৯৬ ইলিয়াস আলী বাংলাদেশ জাতীয়তাবাদী দল[][]
জুন ১৯৯৬ শাহ আজিজুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগ[][১০]
২০০১ এম. ইলিয়াস আলী বাংলাদেশ জাতীয়তাবাদী দল[][১১]
২০০৮ শফিকুর রহমান চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগ[][১২]
২০১৪ মোহাম্মদ ইয়াহিয়া চৌধুরী জাতীয় পার্টি (এরশাদ)[][১৩]
২০১৮ মোকাব্বির খান গণফোরাম[১৪]
২০২৪ শফিকুর রহমান চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগ

নির্বাচন

সম্পাদনা

২০২০-এর দশকে নির্বাচন

সম্পাদনা
সাধারণ নির্বাচন ২০২৪: সিলেট-২[১৫]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ শফিকুর রহমান চৌধুরী ৭৮,৩৮৮ পরিবর্তনযোগ্য পরিবর্তনযোগ্য
স্বতন্ত্র মুহিবুর রহমান ১৬,৬৬১ পরিবর্তনযোগ্য পরিবর্তনযোগ্য
সংখ্যাগরিষ্ঠতা ৬১,৭২৭ পরিবর্তনযোগ্য পরিবর্তনযোগ্য
ভোটার উপস্থিতি ৯৫,০৪৯ পরিবর্তনযোগ্য পরিবর্তনযোগ্য
গণফোরাম থেকে আওয়ামী লীগ অর্জন করে

২০১০-এর দশকে নির্বাচন

সম্পাদনা
সাধারণ নির্বাচন ২০১৮: সিলেট-২[১৬]
দল প্রার্থী ভোট % ±%
গণফোরাম মোকাব্বির খান ৬৯,৪২০ পরিবর্তনযোগ্য পরিবর্তনযোগ্য
স্বতন্ত্র মুহিবুর রহমান ৩০,৪৪৯ পরিবর্তনযোগ্য পরিবর্তনযোগ্য
সংখ্যাগরিষ্ঠতা ৩৮,৯৭১ পরিবর্তনযোগ্য পরিবর্তনযোগ্য
ভোটার উপস্থিতি ৯৯,৮৬৯ পরিবর্তনযোগ্য পরিবর্তনযোগ্য
জাতীয় পার্টি থেকে গণফোরাম অর্জন করে

২০১০-এর দশকে নির্বাচন

সম্পাদনা
সাধারণ নির্বাচন ২০১৪: সিলেট-২[১৭]
দল প্রার্থী ভোট % ±%
জাতীয় পার্টি ইয়াহিয়া চৌধুরী ৪৮,১৫৭ ৭৩.৫ প্র/না
স্বতন্ত্র মুহিবুর রহমান ১৭,৩৮৯ ২৬.৫ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৩০,৭৬৮ ৪৬.৯ +৪৫.৪
ভোটার উপস্থিতি ৬৫,৫৪৬ ২৩.১ −৬৪.০
আওয়ামী লীগ থেকে জাতীয় পার্টি অর্জন করে

২০০০-এর দশকে নির্বাচন

সম্পাদনা
সাধারণ নির্বাচন ২০০৮: সিলেট-২[১৮][১৯]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ শফিকুর রহমান চৌধুরী ১,০৯,৩৫৬ ৫০.৩ +২১.২
বিএনপি ইলিয়াস আলী ১,০৬,০৪০ ৪৮.৮ প্র/না
ইসলামী ফ্রন্ট মো. আহমাদ আলী হালিলী ৫৯৫ ০.৩ প্র/না
জাসদ (রব) মোকলেসুর রহমান ৫৩০ ০.২ প্র/না
বিকল্পধারা মাহাবুবুর রহমান চৌধুরী ৫২৫ ০.২ প্র/না
বিকেএ আব্দুর রহমান ৩৯১ ০.২ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৩,৩১৬ ১.৫ −২৩.৯
ভোটার উপস্থিতি ২,১৭,৪৩৭ ৮৭.১ +১৪.৯
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে
সাধারণ নির্বাচন ২০০১: সিলেট-২[২০]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি ইলিয়াস আলী ১,০৩,৪৬০ ৫৪.৫ +২৫.২
আওয়ামী লীগ শাহ আজিজুর রহমান ৫৫,২৯১ ২৯.১ -৩.০
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট মুহিবুর রহমান ২৭,৯০৫ ১৪.৭ প্র/না
স্বতন্ত্র আজিজুন নেসা ১,৭৮২ ০.৯ প্র/না
কেএসজেএল মাহমাদ আলী ১,২৫৩ ০.৭ প্র/না
বাংলাদেশের সাম্যবাদী দল (মার্কসবাদী-লেনিনবাদী) মো. আফরোজ আলী ৩১৬ ০.২ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৪৮,১৬৯ ২৫.৪ +২২.৯
ভোটার উপস্থিতি ১,৯০,০০৭ ৭২.২ +৭.২
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে

১৯৯০-এর দশকে নির্বাচন

সম্পাদনা
সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: সিলেট-২[২০]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ শাহ আজিজুর রহমান ৪২,২৬৬ ৩২.১ প্র/না
জাতীয় পার্টি মকসুদ ইবনে আজিজ লামা ৩৯,০৪৪ ২৯.৭ -১০.৪
বিএনপি ইলিয়াস আলী ৩৮,৪৭৩ ২৯.৩ প্র/না
জামায়াতে ইসলামী আব্দুল হান্নান ৬,৩৮২ ৪.৯ +০.২
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ শেখ মৌ মো. এ শহীদ ২,৭০৫ ২.১ +১.০
জাতীয় জনতা পার্টি (নুরুল ইসলাম) মো. নুরুল ইসলাম খান ১,১৩৯ ০.৯ প্র/না
সম্মিলিত সংগ্রাম পরিষদ এ. এফ. এম. আব্দুল কাইয়ুম ১,০২৮ ০.৮ প্র/না
জাসদ (রব) মইনুল ইসলাম ২৬৭ ০.২ প্র/না
গণফোরাম গিয়াস উদ্দিন আহমেদ ১৯৩ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৩,২২২ ২.৫ −১৪.৯
ভোটার উপস্থিতি ১,৩১,৪৯৭ ৬৫.০ +২৫.৭
জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগ অর্জন করে
সাধারণ নির্বাচন ১৯৯১: সিলেট-২[২০]
দল প্রার্থী ভোট % ±%
জাতীয় পার্টি মকসুদ ইবনে আজিজ লামা ৩৯,০১৫ ৪০.১
বাকশাল মো. লুৎফর রহমান ২২,০৮৭ ২২.৭
স্বতন্ত্র মুহিবুর রহমান ১২,৩১২ ১২.৭
বিএনপি এমএ হক ৮,৪৯৩ ৮.৭
জাতীয় জনতা পার্টি ও গণতান্ত্রিক ঐক্য জোট নুরুল ইসলাম খান ৭,০০৭ ৭.২
জামায়াতে ইসলামী লুৎফর রহমান জায়গীরদার ৪,৫৪২ ৪.৭
জাতীয় জনতা পার্টি (আশরাফ) মো. আশরাফ আলী ১,১৩৯ ১.২
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মো. আব্দুল মতিন ১,১০৩ ১.১
বাংলাদেশ জনতা পার্টি খন্দকার ফরিদ উদ্দিন আহমেদ ৮১৩ ০.৮
ওয়ার্কার্স পার্টি মো. নুরহোসেন চৌধুরী ৩৫৭ ০.৪
স্বতন্ত্র সাত্তার মিয়া ২৪৩ ০.২
স্বতন্ত্র ইনামুল হক চৌধুরী ১৫৪ ০.২
সংখ্যাগরিষ্ঠতা ১৬,৯২৮ ১৭.৪
ভোটার উপস্থিতি ৯৭,২৬৫ ৩৯.৩
জাতীয় পার্টি নির্বাচনী এলাকা ধরে রাখে

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "সিলেট-২ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪ 
  2. "সিলেট-২: ফুরফুরে মহাজোটের এহিয়া, ইলিয়াসপত্নীর প্রার্থীতা স্থগিত | সারাদেশ"ittefaq। ২০১৯-০৮-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-২২ 
  3. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫ 
  4. "সিলেট-২ আসনে শফিকুর রহমানকে জেতাতে একাট্টা প্রবাসীরা"বাংলা নিউজ ২৪। ৩ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০২৫ 
  5. "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮ 
  6. "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  7. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  8. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  9. "৬ষ্ঠ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  10. "৭ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  11. "৮ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  12. "৯ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ২০১৬-১১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-২২ 
  13. "১০ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ২০১৯-০৯-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-১২ 
  14. "বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জানুয়ারি ১, ২০১৯" (পিডিএফ)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ১ জানুয়ারি ২০১৯। ২ জানুয়ারি ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯ 
  15. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; ২০২৪ফলাফল নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  16. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; ২০১৮ফলাফল নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  17. "Sylhet-2"বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ১৪ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮ 
  18. "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮ 
  19. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮ 
  20. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮ 

বহিঃসংযোগ

সম্পাদনা