সিলেট ধর্মপ্রদেশ

ক্যাথোলিক চার্চ এর বিশপের এলাকা

সিলেট ধর্মপ্রদেশ (লাতিন: Dioecesis Sylhetensis) হচ্ছে বাংলাদেশে অবস্থিত একটি ধর্মপ্রদেশ, যা সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, ও মৌলভীবাজার জেলা নিয়ে গঠিত। এটি ঢাকার পুরোহিত অঞ্চলের মধ্যে পড়েছে।

সিলেট ধর্মপ্রদেশ
Dioecesis Sylhetensis
অবস্থান
দেশবাংলাদেশ
যাজকীয় প্রদেশঢাকা
মেট্রোপলিটনঢাকা
পরিসংখ্যান
আয়তন১২,৫৯৫ বর্গকিলোমিটার (৪,৮৬৩ বর্গমাইল)
জনসংখ্যা
- মোট
- ক্যাথলিক
(২০১২ হিসাবে)
১০,০০০,০০০
১৬,৭০৭ (0.2%)
প্যারিশ
তথ্য
গোষ্ঠীনামরোম্যান ক্যাথোলিক
কৃত্যলাতিন ধারা
স্থাপিত৮ জুলাই ২০১১
ক্যাথেড্রালমৌলভীবাজারের প্রো-ক্যাথেড্রাল
বর্তমান নেতৃত্ব
পোপফ্রান্সিস
বিশপবিজয় নিচেফোরাস ডি'ক্রোজ, ও.এম.আই.
মেট্রোপলিটনের প্রধান ধর্মযাজকপ্যাট্রিক ডি’রোজারিও

নেতৃত্ব

সম্পাদনা
  • সিলেটের বিশপ (রোম্যান)
    • বিশপ বিজয় নিচেফোরাস ডি'ক্রোজ, ও.এম.আই. (জুলাই ৮, ২০১১– বর্তমান)

ইতিহাস

সম্পাদনা

সিলেট ধর্মপ্রদেশ ৩০শে সেপ্টেম্বর, ২০১১ সালে প্রতিষ্ঠা লাভ করে। পোপ ষোড়শ বেনেডিক্টের এক ঘোষণার মাধ্যমে ২০১১ সালের ৮ই জুলাই এলাকাটি এই মর্যাদা অর্জন করে। নবগঠিত এই এলাকার আয়তন ১২,৫৯৫ বর্গ কিমি যা সিলেটের চারটি জেলাকে অন্তর্ভুক্ত করেছে। এর মোট জনসংখ্যা ১ কোটি, যার মধ্যে ১৭,০০০ ক্যাথোলিক বিশ্বাসী রয়েছে।

তথ্যসূত্র

সম্পাদনা