সিলভিও লাগরেকা
সিলভিও লাগ্রেকা (পর্তুগিজ: Sílvio Lagreca, ব্রাজিলীয় পর্তুগিজ: [sˈɪʊvjʊ lˌaɡrˈɛkæ]; ১৪ জুন ১৮৯৫ – ২৯ এপ্রিল ১৯৬৬) একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবল খেলোয়াড় এবং ম্যানেজার ছিলেন। তিনি তার খেলোয়াড়ি জীবনের অধিকাংশ সময় সাও বেন্তো এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন। তিনি ব্রাজিলীয় ফুটবল কনফেডারেশনের প্রথম ম্যানেজার হবার গৌরব অর্জন করেছেন।
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
জন্ম | ১৪ জুন ১৮৯৫ | ||
জন্ম স্থান | পিরাইসিকাবা, ব্রাজিল | ||
মৃত্যু | ২৯ এপ্রিল ১৯৬৬ | (বয়স ৭০)||
মৃত্যুর স্থান | সাও পাওলো, ব্রাজিল | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় |
লাগ্রেকা ১৯১৪ সালে ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছিলেন; ব্রাজিলের জার্সি গায়ে ১৯১৭ সাল পর্যন্ত তিনি সর্বমোট ১০ ম্যাচে ১টি গোল করেছিলেন। তিনি ব্রাজিলের হয়ে সর্বমোট দুইটি দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে (১৯১৬ এবং ১৯১৭) অংশগ্রহণ করেছিলেন, উভয় আসরেই তিনি তৃতীয় স্থান অধিকার করেছিলেন।
আন্তর্জাতিক ফুটবল
সম্পাদনালাগ্রেকা কোপা আমেরিকার (তৎকালীন দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ) প্রথম আসর ১৯১৬ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে ব্রাজিলের জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছিলেন।[১][২]
ব্যক্তিগত জীবন
সম্পাদনাসিলভিও লাগ্রেকা ১৮৯৫ সালের ১৪ই জুন তারিখে ব্রাজিলের পিরাইসিকাবায় জন্মগ্রহণ করেছিলেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছিলেন। ১৯৬৬ সালের ২৯শে এপ্রিল তারিখে, ব্রাজিলের সাও পাওলোতে ৭০ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছেন।
পরিসংখ্যান
সম্পাদনাআন্তর্জাতিক
সম্পাদনাদল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
ব্রাজিল | ১৯১৪ | ২ | ০ |
১৯১৬ | ৪ | ০ | |
১৯১৭ | ৪ | ১ | |
সর্বমোট | ১০ | ১ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "South American Championship 1916" [দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ ১৯১৬]। RSSSF (ইংরেজি ভাষায়)। ৮ সেপ্টেম্বর ২০২২। ১৯ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০২২।
- ↑ "Brazil - Squad" [ব্রাজিল - দল]। worldfootball.net (ইংরেজি ভাষায়)। ২২ ডিসেম্বর ২০২২। ২২ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০২২।
বহিঃসংযোগ
সম্পাদনা- ট্রান্সফারমার্কেটে সিলভিও লাগরেকা (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে সিলভিও লাগরেকা (ইংরেজি)
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে সিলভিও লাগরেকা (ইংরেজি)