সিরাজগঞ্জ-৩
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা
সিরাজগঞ্জ-৩ হলো বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি সিরাজগঞ্জ জেলায় অবস্থিত জাতীয় সংসদের ৬৪নং আসন।
সিরাজগঞ্জ-৩ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | সিরাজগঞ্জ জেলা |
বিভাগ | রাজশাহী বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৮৪ |
সীমানা
সম্পাদনাসিরাজগঞ্জ-৩ আসনটি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলা এবং তাড়াশ উপজেলা নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
সম্পাদনানির্বাচন
সম্পাদনা২০১০-এর দশকে নির্বাচন
সম্পাদনাইসহাক হোসেন তালুকদার ২০১৪ সালের অক্টোবরে মারা যান। উপ-নির্বাচনের জন্য আওয়ামী লীগের ম ম আমজাদ হোসেন মিলন ও স্বতন্ত্র প্রার্থী আক্তারুল ইসলাম মুন্নু মনোনয়নপত্র জমা দিলেও ২২ নভেম্বর বাংলাদেশ নির্বাচন কমিশন মুন্নুর মনোনয়রপত্র বাতিল ঘোষণা করলে একমাত্র প্রার্থী হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের গাজী ম.ম. আমজাদ হোসেন মিলন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৫]
বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে ইসহাক হোসেন তালুকদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৬]
২০০০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | ইসহাক হোসেন তালুকদার | ১,৬৪,৭৫২ | ৫৯.৫ | +১৬.৭ | ||
বিএনপি | আবদুল মান্নান তালুকদার | ১,০৯,৫২৫ | ৩৯.৫ | -১৬.৬ | ||
জাকের পার্টি | মোঃ আসাদুজ্জামান | ১,৯৫৫ | ০.৭ | প্র/না | ||
জাসদ (রব) | মুস্তফা এম. কামাল | ৭৭৭ | ০.৩ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৫৫,২২৭ | ১৯.৯ | +১৩.৯ | |||
ভোটার উপস্থিতি | ২,৭৭,০০৯ | ৯২.৮ | +৮.৪ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
বিএনপি | আবদুল মান্নান তালুকদার | ১,২৭,৭৮০ | ৫৬.১ | +১১.৬ | |
আওয়ামী লীগ | মোহাম্মদ নাসিম | ৯৭,৬০৯ | ৪২.৮ | +০.৩ | |
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | মোঃ সরদার এ. জলিল | ১,৮৩৭ | ০.৮ | প্র/না | |
কমিউনিস্ট পার্টি | মোঃ ইসমাইল হোসাইন | ৫৮৯ | ০.৩ | প্র/না | |
স্বতন্ত্র | মোহাম্মাদ সেলিম | ১২৭ | ০.১ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৩০,১৭১ | ৬.০ | +৪.১ | ||
ভোটার উপস্থিতি | ২,২৭,৯৪২ | ৮৪.৪ | +৫.৪ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে |
১৯৯০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
বিএনপি | আবদুল মান্নান তালুকদার | ৭৪,১৯২ | ৪৪.৫ | +৬.৪ | |
আওয়ামী লীগ | ইসহাক হোসেন তালুকদার | ৭০,৯৭৫ | ৪২.৫ | +৮.০ | |
জামায়াতে ইসলামী | এ. বি. এম. আব্দুস সাত্তার | ১৭,৮৪৫ | ১০.৭ | -১০.২ | |
জাতীয় পার্টি | সরদার এ. জব্বার | ২,৩৫৭ | ১.৪ | প্র/না | |
ইসলামী ঐক্য জোট | মোঃ মুফতি খলিলুর রহমান | ১,৫১০ | ০.৯ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৩,২১৭ | ১.৯ | −১.৭ | ||
ভোটার উপস্থিতি | ১,৬৬,৮৭৯ | ৭৯.০ | +২০.৩ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
বিএনপি | আবদুল মান্নান তালুকদার | ৪৬,১০১ | ৩৮.১ | ||
আওয়ামী লীগ | ইসহাক হোসেন তালুকদার | ৪১,৬৯২ | ৩৪.৫ | ||
জামায়াতে ইসলামী | মাতার রহমান খা | ২৫,২৩৪ | ২০.৯ | ||
জাসদ (রব) | গাজী আতাউর রহমান | ৫,২৮১ | ৪.৪ | ||
জাকের পার্টি | কাজী শরিফুল আলম | ২,৩৬৯ | ২.০ | ||
ওয়ার্কার্স পার্টি | ওহিদুল আলম | ২০৫ | ০.২ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৪,৪০৯ | ৩.৬ | |||
ভোটার উপস্থিতি | ১,২০,৮৮২ | ৫৮.৭ | |||
থেকে বিএনপি অর্জন করে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "সিরাজগঞ্জ-৩ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। নির্বাচন কমিশন বাংলাদেশ। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "সিরাজগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচনে আ'লীগ প্রার্থী নির্বাচিত"। priyo.com। ৩০ নভেম্বর ২০১৪। ২৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৮।
- ↑ "১৫৩ আসনে জয়ী যারা"। দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে সিরাজগঞ্জ-৩