সিম্ফনি মোবাইল
সিম্ফনি মোবাইল (বা সিম্ফোনি মোবাইল) হচ্ছে একটি বাংলাদেশী মোবাইল-ফোন নির্মাতা ব্যবসা প্রতিষ্ঠান;যেটি বাংলাদেশে সর্বাধিক বিক্রিত মোবাইল ফোন বিক্রি করে। অপেক্ষাকৃত কম দামে হওয়ায় ক্রেতাসাধারণ এই ব্র্যান্ডের মোবাইল কিনতে বেশি আগ্রহ দেখায়।[১]
প্রতিষ্ঠাকাল | ২০০৮ |
---|---|
সদরদপ্তর | ঢাকা, বাংলাদেশ |
পণ্যসমূহ | মোবাইল ফোন,ট্যাবলেট |
কর্মীসংখ্যা | ১৮,০০০+ |
ওয়েবসাইট | https://symphony-mobile.com |
ইতিহাস
সম্পাদনাসিম্ফনি মোবাইল ২০০৮ যাত্রা শুরু করে। কোম্পানিটি চীনা মোবাইলকে পুনঃব্র্যান্ড করে। স্বল্পমূল্যে মাল্টিমিডিয়া ফোন পৌঁছে দেওয়ার পেছনে সিম্ফনির অবদান অনস্বীকার্য। ২০১২ সনের শেষের দিকে কোম্পানি প্রথম এনড্রয়েড অপারেটিং সিস্টেম যুক্ত মোবাইল বাজারে ছাড়ে। প্রথম মোবাইল ছিল এক্সপ্লোরার সিরিজের সিম্ফনি ডব্লিউ২০[তথ্যসূত্র প্রয়োজন]; যেটির দাম ছিল ৫,১৫০ টাকা এবং এটি বহুল জনপ্রিয়তা লাভ করে। ২০১৮ সাল থেকে তার মোবাইল-ফোনগুলো দেশের আশুলিয়ার জিরাবোতে অ্যাসেম্বেল করা শুরু করেছে। ২০২০ সালের শেষে তারা দেশে ফোনের মাদারবোর্ড উৎপাদন শুরু করেছে।[২][৩]
পণ্য সামগ্রী
সম্পাদনাকোম্পানিটি শুধুমাত্র মোবাইল ফোন বাজারজাত করে থাকে। অধিকাংশ মোবাইলই চীন থেকে আমদানি করা। কিন্তু বর্তমানে বাংলাদেশে নিজস্ব কারখানাতেই মোবাইল ফোন তৈরি করা হয়। বেশিরভাগ মোবাইল মাল্টিমিডিয়া সমর্থিত। কোনো কোনোটিতে জাভা অ্যাপ চালানোর সুবিধা থাকে। শুরুতে বেসিক ফোন বাজারজাত করলেও এখন সব মোবাইলই মাল্টিমিডিয়া সমর্থিত। বর্তমানে কোম্পানিটি তিন ধরনের মোবাইল সরবরাহ করছেঃ
- সাধারণ মাল্টিমিডিয়া ফোন;
- জাভা সমর্থিত মোবাইল ফোন;
- এনড্রয়েড মোবাইল ফোন।
সুবিধা
সম্পাদনাসিম্ফনির এনড্রয়েড মোবাইল যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে। বর্তমানে সিম্ফনি ৬৪বিট প্রসেসরের এলটিই সমর্থিত মোবাইলও বাজারজাত করছে। এনড্রয়েড মোবাইলগুলোর র্যাম সাধারণত ২৫৬ এমবি থেকে ৬জিবি পর্যন্ত থাকে। ক্যামেরা ভিজিএ থেকে ১০৮+ মেগাপিক্সেল পর্যন্ত থাকে।
জনপ্রিয় কয়েকটি মডেল
সম্পাদনা- সিম্ফনি এক্সপ্লোরার জেড ফাইভ - এটি একটি হাই এন্ড মোবাইল; যার কার্যক্ষমতা বেশ ভালো।
- সিম্ফনি এক্সপ্লোরার ডাব্লিও ২০
- সিম্ফনি এক্সপ্লোরার ডাব্লিও ৬৮
- সিম্ফনি এক্সপ্লোরার আই ১০[৪]
- সিম্ফনি এক্সপ্লোরার ডাব্লিও ৯২
- সিম্ফনি পি ৬
- সিম্ফনি এইচ সিরিজ
- সিম্ফোনি এক্সপ্লোরার এইচ২০০
- সিম্ফনি এইচ৩০০
- সিম্ফনি জেড১৫
- সিম্ফনি জেড৩০
- সিম্ফনি জেড৫০
- সিম্ফনি জেড৩৫
- সিম্ফনি জেড৪০
- সিম্ফনি জেড৩৩
- সিম্ফনি আই৯৯
- সিম্ফনি আই৩২
- সিম্ফনি জেড৬০ প্লাস
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "হোম ডেলিভারি সার্ভিস চালু করলো সিম্ফনি মোবাইল"। banglanews24.com। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৮।
- ↑ "দেশেই উৎপাদিত হচ্ছে সিম্ফনি মোবাইল সার্কিট"। দৈনিক যুগান্তর (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৮।
- ↑ "পিসিবি তৈরি করছে সিম্ফনি মোবাইল"। Bangla Tribune। ২০২১-০১-০১। ২০২১-০৭-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৮।
- ↑ "Symphony i10 Price In BD – 1GB RAM (TK 6,990)"। ২৬ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০১৯।