সিদ্ধেশ্বর মন্দির
ভারতের একটি হিন্দু মন্দির
সিদ্ধেশ্বর মন্দির (স্থানীয় নাম পুরদ সিদ্ধেশ্বর মন্দির) হল ভারতের কর্ণাটক রাজ্যের হাবেরী জেলার হাবেরী শহরে অবস্থিত একটি হিন্দু মন্দির। এটি দ্বাদশ শতাব্দীর পশ্চিম চালুক্য স্থাপত্যশৈলীর একটি বিশিষ্ট নিদর্শন। এই মন্দিরে হিন্দু দেবদেবীদের অনেক ভাস্কর্য রক্ষিত আছে।[১] যদিও অভিলেখের প্রমাণ ইঙ্গিত করে যে মন্দিরটির প্রাথমিক নির্মাণকার্য সম্পন্ন হয়েছিল একাদশ শতাব্দীর শেষভাগে।[২] মন্দিরটির একটি কৌতুহলোদ্দীপক বৈশিষ্ট্য হল যে এটি পশ্চিমমুখী মন্দির, অথচ চালুক্য স্থাপত্যশৈলীর মন্দিরগুলি সচরাচর পূর্বমুখী হত।[৩] এটি একটি শিব মন্দির হলেও ইতিহাসবিদরা নিশ্চিত নন যে নির্মাণকালে কোন দেবতার প্রতি এটিকে উৎসর্গ করা হয়েছিল।[৩] এই অনিশ্চয়তার কারণ সম্ভবত এই মন্দিরে প্রাপ্ত বিভিন্ন দেবদেবীর অসংখ্য ভাস্কর্য এবং প্রাথমিক দেওয়ালচিত্রগুলির মর্যাদাহানিকর অবস্থা।[৩]
সিদ্ধেশ্বর মন্দির
তথ্যসূত্র
সম্পাদনাউল্লেখপঞ্জি
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে সিদ্ধেশ্বর মন্দির, হাবেরী সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- Cousens, Henry (১৯৯৬) [1926]। The Chalukyan Architecture of Kanarese Districts। New Delhi: Archaeological Survey of India। ওসিএলসি 37526233।
- Foekema, Gerard (২০০৩) [2003]। Architecture decorated with architecture: Later medieval temples of Karnataka, 1000–1300 AD। New Delhi: Munshiram Manoharlal Publishers Pvt. Ltd। আইএসবিএন 81-215-1089-9।
- Rao, Nagaraja M.S. (১৯৬৯)। "Sculptures from the Later Calukyan Temple at Haveri"। Artibus Asiae। 31 (2/3): 167–178। জেস্টোর 3249429।