সিডনি অল্টম্যান
রসায়নে নোবেল পুরষ্কার বিজয়ী
সিডনি অল্টম্যান একজন কানাডীয়-মার্কিন আণবিক জীববিজ্ঞানী। তিনি ১৯৮৯ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।
সিডনি অল্টম্যান | |
---|---|
জন্ম | [১] | ৭ মে ১৯৩৯
জাতীয়তা | কানাডীয় & মার্কিন (১৯৮৪ থেকে) |
মাতৃশিক্ষায়তন | ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনোলজি, ইউনিভার্সিটি অব কলোরাডো অ্যাট বোল্ডার |
পরিচিতির কারণ | রাইবোজাইম |
দাম্পত্য সঙ্গী | Ann Korner (m. 1972; 2 children) |
পুরস্কার | রসায়নে নোবেল পুরস্কার (১৯৮৯) |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | আণবিক জীববিজ্ঞান |
জীবনী
সম্পাদনাঅল্টম্যান ১৯৩৯ সালের ৭ মে কুইবেকের মন্ট্রিলে জন্মগ্রহণ করেন। তিনি ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ১৯৬০ সালে পদার্থবিজ্ঞানে ব্যাচেলর্স ডিগ্রি অর্জন করেন। তিনি ইউনিভার্সিটি অব কলোরাডো অ্যাট বোল্ডার থেকে ১৯৬৭ সালে জীবপদার্থবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৭১ সালে ইয়েল বিশ্ববিদ্যালয় এর জীববিজ্ঞান বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। ১৯৭৫ সালে সহযোগী অধ্যাপক এবং ১৯৮০ সালে পূর্ণ অধ্যাপক পদে উন্নীত হন। তিনি ১৯৮৩ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত এই বিভাগের চেয়ারম্যান এবং ১৯৮৫ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত ইয়েল কলেজের ডীন ছিলেন। [২]
সম্মানসূচক ডিগ্রি
সম্পাদনা- (Doctor of Science, Honoris Causa) ইউনিভার্সিটি ডি মন্ট্রিল 1990
- ইয়র্ক ইউনিভার্সিটি (টরোন্টো) 1990
- কানেকটিকাট কলেজ 1990
- ম্যাকগিল বিশ্ববিদ্যালয়, 1991
- ইউনিভার্সিটি অব কলোরাডো অ্যাট বোল্ডার, 1991
- ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া, 1991
- ডার্টমাউথ কলেজ, 1996
- লেক ফরেস্ট কলেজ, 2001
- (Doctor of Law, Honoris Causa) কনকর্ডিয়া ইউনিভার্সিটি (মন্ট্রিল), 2003[২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Sidney Altman. nobelprize.org
- ↑ ক খ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৮ জানুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০১৪।