সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম
চট্টগ্রাম জেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়
(সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পুনর্নির্দেশিত)
সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চট্টগ্রামের উত্তর নালাপাড়া এলাকায় অবস্থিত একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়।[১] বিদ্যালয়টি ১৯৭৪ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয় এবং এটি ডবলমুরিং থানার অন্তর্গত। এটি স্বাধীন বাংলাদেশে চট্টগ্রামে স্থাপনকৃত প্রথম সরকারি মাধ্যমিক বিদ্যালয়।
সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় | |
---|---|
অবস্থান | |
৩০, উত্তর নালাপাড়া, আইস ফ্যাক্টরি রোড, ডবলমুরিং , ৪২২৪ | |
তথ্য | |
নীতিবাক্য | জ্ঞানই শক্তি |
প্রতিষ্ঠাকাল | ১৯৭৪ |
বিদ্যালয় জেলা | চট্টগ্রাম জেলা |
প্রধান শিক্ষক | মোক্তার হোসাইন |
শিক্ষকমণ্ডলী | ২৪ জন |
শ্রেণি | ৫ম–১০ম |
ডাকনাম | সিটি গার্লস |
ওয়েবসাইট | citygghs |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "List of Govt. Schools - সরকারি ও বেসরকারি বিদ্যালয়সমূহে ভর্তি - ২০২২"। gsa.teletalk.com.bd। ১৭ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০২২।