সিটি ব্যাংক পিএলসি

বাংলাদেশের ব্যাংক

দি সিটি ব্যাংক পিএলসি বাংলাদেশের একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। দি সিটি ব্যাংক তাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ১৯৮৩ সালের ২৭ মার্চ।[] ব্যাংকটি ঢাকা স্টক এক্সচেঞ্জচট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-এ নিবন্ধিত।

দি সিটি ব্যাংক পিএলসি
ধরনপাবলিক লিমিটেড কোম্পানি
শিল্পব্যাংকিং
প্রতিষ্ঠাকালঢাকা, বাংলাদেশ (১৯৮৩)
সদরদপ্তরঢাকা, বাংলাদেশ
পণ্যসমূহব্যাংকিং সেবা, এটিএম সেবা, কনজিউমার ব্যাংকিং
কর্পোরেট ব্যাংকিং
বিনিয়োগ ব্যাংকিং
ইসলামী ব্যাংকিং[]
ওয়েবসাইটঅফিশিয়াল ওয়েবসাইট

ইতিহাস

সম্পাদনা

ব্যাংকটি ১৯৮৩ সালের ২৭ মার্চ "দ্য সিটি ব্যাংক লিমিটেড" তাদের ব্যাংকিং কার্যক্রম শুরু করে।

নতুন লোগো ও সেবা

সম্পাদনা

২০০৮ সালে তাদের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যাংকটি তাদের ভাবমূর্তি ও সেবায় পরিবর্তন নিয়ে আসে। এই কার্যক্রমের আওতায় ছিল নতুন লোগও উন্মোচন, আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড, ব্রোকারেজ ব্যবসা ও সিটি ওয়ালেট (এসএমএস ব্যাংকিং) সেবা চালু। তাছাড়া নামটি সহজীকরণের মাধ্যমে "দি সিটি ব্যাংক লিমিটেড" থেকে "সিটি ব্যাংক"-এ পরিবর্তন করা হয়। লাল ও সাদা বক্সযুক্ত ঘুড়িওয়ালা লোগোটি ২০০৮ সালের জুলাই মাসে উন্মোচন করা হয়।[]

২০১৯ সালের অক্টোবরে ব্যাংকটি মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী বিকাশের সাথে তাদের পরিবেশকদের স্বয়ংক্রিয় পদ্ধতিতে ‘পেমেন্ট সেটেলমেন্ট’ সেবা প্রদান করার চুক্তি করে।[] নভেম্বর মাসে ব্যাংকটি রাগাদি টেক্সটাইল লিমিটেডের সাথে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করে। এমপ্লয়মেন্ট ব্যাংকিং সুবিধার ক্ষেত্র তৈরির উদ্দেশ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়।[]

অ্যামেক্সকে সঙ্গে নিয়ে সিটি ব্যাংক

সম্পাদনা

অ্যামেক্সের ক্রেডিট কার্ড সেবা ২০০৯ সালের ৯ নভেম্বর সিটি ব্যাংক চালু করে। বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বেশি এই কার্ড ব্যবহৃত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও আগোরার সাথে অ্যামেক্সের কো ব্র্যান্ডেড কার্ড রয়েছে।[]

ব্যাংকিং কার্যক্রম

সম্পাদনা

বর্তমানে সারা দেশে এই ব্যাংকের মোট ১৩০ টি শাখা এবং ৩৬৯ টি এটিএম আছে। এটিএম কার্ডের সংখ্যা ১০ লাখের অধিক।[][]

সিটি ব্যাংক লোন

সম্পাদনা

সিটি ব্যাংক বর্তমানে ৪ ধরনের লোন প্রদান করে থাকে। সেগুলো হলোঃ

  1. অটো লোন
  2. পার্সোনাল লোন
  3. হোম লোন
  4. সিটি বাইক লোন।

বিভিন্ন ক্যাটাগরির গ্রাহকগণ সিটি ব্যাংক থেকে এই ৪ প্রকারের লোন বা ঋণ নিতে পারেন। একেক ধরনের লোনের জন্য একেক ধরনের রিকোয়ারমেন্ট রয়েছে। []

পুরস্কার ও সম্মাননা

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Islamic Finance"www.thecitybank.com। ১ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০২০ 
  2. "All About City Bank"। The City Bank। ১০ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ 9 Dec, 2014  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  3. "The City Bank Ltd."দ্য সিটি ব্যাংক। ৪ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০১৯ 
  4. "সিটি ব্যাংক ও বিকাশের মধ্যে চুক্তি স্বাক্ষর | অর্থনীতি"দৈনিক ইত্তেফাক। ২৬ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০১৯ 
  5. "সিটি ব্যাংক ও রাগাদি টেক্সটাইলের মধ্যে চুক্তি স্বাক্ষর"দৈনিক প্রথম আলো। ২৫ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০১৯ 
  6. "সিটি ব্যাংকের বাঁকবদল অ্যামেক্স কার্ডে"। ২০১৯-১২-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১২-০৯ 
  7. "Who We Are"thecitybank.com। সংগ্রহের তারিখ ২০১৯-১২-০৯ 
  8. "সিটি ব্যাংক লোন"bankinghelper.com। সংগ্রহের তারিখ ২০২১-১০-১৭ 
  9. "আবারও বেস্ট ব্যাংক ফর প্রিমিয়াম সার্ভিসেস' অ্যাওয়ার্ড পেল সিটি ব্যাংক"দৈনিক যুগান্তর। ২৭ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০১৯ 

বহিঃসংযোগ

সম্পাদনা