সিকিমের জেলাসমূহের তালিকা
উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ
(সিক্কিমের জেলাগুলির তালিকা থেকে পুনর্নির্দেশিত)
সিকিম (ইংরেজি: Sikkim) ( ) হিমালয় পর্বতমালার উপর অবস্থিত ভারতবর্ষর একটি রাজ্য। এই রাজ্যটিকে চারটি জেলাতে ভাগ করা হয়েছে। কেন্দ্রীয় সরকার নিযুক্ত জেলা উপায়ুক্তই এই জেলা সমূহ পরিচালনা করেন । এই জেলাসমূহ আবার মহকুমায় ভাগ করা হয়েছে। রাজ্যটির বহু অংশ ভারতীয় সেনা বাহিনীর দ্বারা নিয়ন্ত্রিত। কারণ সিকিমে চীনএর সঙ্গে বহু স্পর্শকাতর সীমান্তবর্তী এলাকা আছে। বহু অঞ্চল বিদেশী লোকর জন্য নিষিদ্ধ করা আছে ও সেই স্থান সমূহ ভ্রমণ করিবর জন্য বিশেষ সরকারী অনুমতির প্রয়োজন। সিকিমে সর্বমোট ৮ টি শহর ও ৯ টি মহকুমা আছে।
জেলাসমূহ
সম্পাদনাকোড | জেলা | সদরদপ্তর | জনসংখ্যা (2011)[১] | আয়তন (km²) | জনসংখ্যার ঘনত্ব (/km²) | মানচিত্র |
ES | পূর্ব সিক্কিম জেলা | গ্যাংটক | ২৮১,২৯৩ | ৯৫৪ | ২৫৭ | |
NS | উত্তর সিক্কিম জেলা | মংগন | ৪৩,৩৫৪ | ৪,২২৬ | ১০ | |
SS | দক্ষিণ সিক্কিম জেলা | নামচি | ১৪৬,৭৪২ | ৭৫০ | ১৭৫ | |
WS | পশ্চিম সিক্কিম জেলা | গ্যালশিং | ১৩৬,২৯৯ | ১,১৬৬ | ১০৬ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Ranking od (sic) Districts by Population Size" (XLS)। The Registrar General & Census Commissioner, India, New Delhi-110011। ২০১০–২০১১। সংগ্রহের তারিখ ২০১১-০৯-১৯।