সিকাম তৈসা ঝর্ণা বাংলাদেশের রাঙ্গামাটি জেলার সাজেকে অবস্থিত।[][][]সিকাম তৈসা ঝর্ণাটি সাজেকের একটি আকর্ষণীয় ঝর্ণার মধ্যে একটি| সাজেকে ঘুরতে আসা পর্যটকদের পছন্দের একটি ঝর্ণা সিকাম তৈসা ঝর্ণা।

অবস্থান

সম্পাদনা

রাঙ্গামাটি জেলার সাজেকের রুইলুই পাড়া থেকে দুই থেকে আড়াই ঘণ্টা হাঁটা দূরত্বে সিকাম তৈসা ঝর্ণাটি অবস্থিত। সিকাম তৈসা ঝর্ণার উচ্চতা প্রায় ৮০-৯০ ফুট। এর পানি দু'ধাপে পড়ে। প্রথম ধাপ গড়িয়ে আর দ্বিতীয়টি শাওয়ারের মতো।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. অয়ন, খালিদ হুসাইন। "ডিসকভার বাংলাদেশ: মেঘের রাজ্য সাজেক ভ্যালি"সময়। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারী ২০২৩ 
  2. "৯৯৯ এ কল দিয়ে পাহাড়ী ঝর্ণার খাদ থেকে রক্ষা পেল পর্যটক"বাংলাদেশের সংবাদ সংস্থা। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারী ২০২৩ 
  3. "ঝর্ণার গান শুনতে সিকাম"সমকাল। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারী ২০২৩