সিএমপি স্কুল এন্ড কলেজ

চট্টগ্রামে অবস্থিত একটি শিক্ষাপ্রতিষ্ঠান

সিএমপি স্কুল এন্ড কলেজ (সাবেক চিটাগাং পুলিশ ইনস্টিটিউশন) বাংলাদেশের চট্টগ্রামের খুলশীতে অবস্থিত একটি বেসরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষাপ্রতিষ্ঠানটি ১৯৬৩ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয় এবং এটি ডবলমুরিং থানার অন্তর্গত। প্রতিষ্ঠানটি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কর্তৃক পরিচালিত হয়।

সিএমপি স্কুল এন্ড কলেজ
অবস্থান
মানচিত্র
দামপাড়া পুলিশ লাইন্স

,
৪২২৫

স্থানাঙ্ক২২°২১′১৪″ উত্তর ৯১°৪৯′১৪″ পূর্ব / ২২.৩৫৩৮০৫° উত্তর ৯১.৮২০৫২৯৭° পূর্ব / 22.353805; 91.8205297
তথ্য
প্রাক্তন নামচিটাগাং পুলিশ ইনস্টিটিউশন
ধরনবেসরকারি
নীতিবাক্যজ্ঞানই আলো
প্রতিষ্ঠাকাল১৯৬৩; ৬২ বছর আগে (1963)
বিদ্যালয় বোর্ডচট্টগ্রাম শিক্ষা বোর্ড
বিদ্যালয় জেলাচট্টগ্রাম জেলা
কর্তৃপক্ষচট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ
বিদ্যালয় কোডইআইআইএন:১০৪২৭২
অধ্যক্ষববি বড়ুয়া
শ্রেণি১ম-১২শ
ওয়েবসাইট

ইতিহাস

সম্পাদনা

চিটাগাং পুলিশ ইনস্টিটিউশন ১৯৬৩ খ্রিষ্টাব্দে চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইনে প্রতিষ্ঠিত হয়। তৎকালীন এসপি মরহুম আব্দুল খালেকের উদ্যোগে বিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভ করে।[][] ১৫ মার্চ, ২০১৮ খ্রিষ্টাব্দে বিদ্যালয়টি উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নিত হয়।[][] ২০১৮ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে সিএমপি স্কুল এন্ড কলেজ করা হয়।

তথ্যসূত্র

সম্পাদনা

এইচ এস সি ফলাফল

বহিঃসংযোগ

সম্পাদনা