সাহিত্য পত্রিকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে প্রকাশিত একটি গবেষণা পত্রিকা। সাহিত্য পত্রিকা প্রথম প্রকাশিত হয় ১৩৬৪ বঙ্গাব্দের (১৯৫৭) আষাঢ় মাসে। বাংলা সাহিত্য ও ভাষা এবং বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কিত গবেষণামূলক প্রবন্ধ প্রকাশের উদ্দেশ্যে পত্রিকাটি যাত্রা শুরু হয়। সাহিত্য পত্রিকার প্রতিষ্ঠাতা-সম্পাদক ছিলেন মুহম্মদ আবদুল হাইসাহিত্য পত্রিকা দেশি-বিদেশি সাহিত্য, তুলনামূলক সমালোচনা, লোকসংস্কৃতি, সাহিত্যতত্ত্ব, ভাষাতত্ত্ব, অভিধান, লিপিতত্ত্ব, সাময়িকপত্র, সঙ্গীত, চিত্রকলা, ধর্মতত্ত্ব প্রভৃতি বিষয়ক প্রবন্ধ প্রকাশ করে।[][]

সাহিত্য পত্রিকা
ধরনগবেষণাধর্মী পত্রিকা
মালিকবাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রতিষ্ঠাতামুহম্মদ আবদুল হাই
প্রকাশকঢাকা বিশ্ববিদ্যালয় প্রেস
সম্পাদকবায়তুল্লাহ্ কাদেরী
সহযোগী সম্পাদকতারিক মনজুর
প্রতিষ্ঠাকালআষাঢ়, ১৩৬৪ বঙ্গাব্দ (১৯৫৭)
ভাষাবাংলা
সদর দপ্তরবাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রচলন৫৮ বর্ষ
আইএসএসএন০৫৫৮-১৫৮৩
ওয়েবসাইটআনুষ্ঠানিক বাতায়ন
ফ্রি অনলাইন আর্কাইভআর্কাইভ

প্রকাশনা ইতিহাস

সম্পাদনা

প্রকাশের শুরু থেকে ১৯৮৩ সাল পর্যন্ত পত্রিকাটি শীত ও বর্ষা সংখ্যা হিসেবে বছরে দুবার প্রকাশিত হতো। ১৯৮৪ হতে থেকে আষাঢ়, কার্তিক ও ফাল্গুন সংখ্যা হিসেবে বছরে তিনটি করে প্রকাশিত হতে থাকে।[]

১৪৩০ বঙ্গাব্দে (২০২৩) সাহিত্য পত্রিকার অনলাইন সংস্করণ এবং বিগত বছরগুলোতে প্রকাশিত সংখ্যার ওয়েব সংরক্ষণ শুরু হয়। সাহিত্য পত্রিকা অদ্যাবধি ৫৮টি বর্ষের ১২৮টি সংখ্যায় ১২৮০টি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছে।[][]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "সাহিত্য পত্রিকা"journal.bangla.du.ac.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-১০-১১ 
  2. বিশ্বজিৎ ঘোষ (২০১২)। "সাহিত্য পত্রিকা"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743