সাহিত্য পত্রিকা
সাহিত্য পত্রিকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে প্রকাশিত একটি গবেষণা পত্রিকা। সাহিত্য পত্রিকা প্রথম প্রকাশিত হয় ১৩৬৪ বঙ্গাব্দের (১৯৫৭) আষাঢ় মাসে। বাংলা সাহিত্য ও ভাষা এবং বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কিত গবেষণামূলক প্রবন্ধ প্রকাশের উদ্দেশ্যে পত্রিকাটি যাত্রা শুরু হয়। সাহিত্য পত্রিকার প্রতিষ্ঠাতা-সম্পাদক ছিলেন মুহম্মদ আবদুল হাই। সাহিত্য পত্রিকা দেশি-বিদেশি সাহিত্য, তুলনামূলক সমালোচনা, লোকসংস্কৃতি, সাহিত্যতত্ত্ব, ভাষাতত্ত্ব, অভিধান, লিপিতত্ত্ব, সাময়িকপত্র, সঙ্গীত, চিত্রকলা, ধর্মতত্ত্ব প্রভৃতি বিষয়ক প্রবন্ধ প্রকাশ করে।[১][২]
ধরন | গবেষণাধর্মী পত্রিকা |
---|---|
মালিক | বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় |
প্রতিষ্ঠাতা | মুহম্মদ আবদুল হাই |
প্রকাশক | ঢাকা বিশ্ববিদ্যালয় প্রেস |
সম্পাদক | বায়তুল্লাহ্ কাদেরী |
সহযোগী সম্পাদক | তারিক মনজুর |
প্রতিষ্ঠাকাল | আষাঢ়, ১৩৬৪ বঙ্গাব্দ (১৯৫৭) |
ভাষা | বাংলা |
সদর দপ্তর | বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় |
প্রচলন | ৫৮ বর্ষ |
আইএসএসএন | ০৫৫৮-১৫৮৩ |
ওয়েবসাইট | আনুষ্ঠানিক বাতায়ন |
ফ্রি অনলাইন আর্কাইভ | আর্কাইভ |
প্রকাশনা ইতিহাস
সম্পাদনাপ্রকাশের শুরু থেকে ১৯৮৩ সাল পর্যন্ত পত্রিকাটি শীত ও বর্ষা সংখ্যা হিসেবে বছরে দুবার প্রকাশিত হতো। ১৯৮৪ হতে থেকে আষাঢ়, কার্তিক ও ফাল্গুন সংখ্যা হিসেবে বছরে তিনটি করে প্রকাশিত হতে থাকে।[২]
১৪৩০ বঙ্গাব্দে (২০২৩) সাহিত্য পত্রিকার অনলাইন সংস্করণ এবং বিগত বছরগুলোতে প্রকাশিত সংখ্যার ওয়েব সংরক্ষণ শুরু হয়। সাহিত্য পত্রিকা অদ্যাবধি ৫৮টি বর্ষের ১২৮টি সংখ্যায় ১২৮০টি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছে।[১][২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "সাহিত্য পত্রিকা"। journal.bangla.du.ac.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-১০-১১।
- ↑ ক খ গ বিশ্বজিৎ ঘোষ (২০১২)। "সাহিত্য পত্রিকা"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।