সাহায্য আলোচনা:বাংলা টাইপ করা

সাম্প্রতিক মন্তব্য: Ali Haidar Khan কর্তৃক ১৩ বছর পূর্বে "ফিক্সড লে আউটগুলোর জন্য লে আউট ভিউয়ার দরকার" অনুচ্ছেদে

বিল্ট ইন বাংলা কিবোর্ড

সম্পাদনা

যুনায়েদ ও শিজু আ্যলেক্সের সহায়তায় বাংলা উইকিতে এখন ৩টি বাংলা কিবোর্ড যোগ করা হয়েছে। এগুলো হলো -

  1. অভ্র ফোনেটিক
  2. ইন্সক্রিপ্ট
  3. জাতীয় কিবোর্ড

সবাই ক্যাশে পরিস্কার করে নিন, ডানে উপরে বাংলা কিবোর্ড বেছে নেয়ার মেনু পাবেন। যে যেই কিবোর্ড পছন্দ করেন, সেটা টেস্ট করে আমাদের এখানে ফিডব্যাক দিন। --রাগিব (আলাপ | অবদান) ০৯:৪৮, ১৮ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন

যাচাইঃ উবুন্টু ১০.১০, ক্রোম ৮

সম্পাদনা

সম্পাদনার সারাংশে বাংলা লেখা যায় কিন্তু মূল নিবন্ধ সম্পাদনায় লেখা যায় না। উপরে বামে/ডানে কীবোর্ড বাছায়ের জন্যে কোনো মেনু নেই। স্ক্রীন শট দেখুন।----Cool BD (আলাপ | অবদান) ০২:১৪, ২০ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন

আপনি উইকিএড ব্যবহার করছেন, সমস্যাটা সেজন্য মনে হচ্ছে। কারণ আমার আসছে। আর সিলেক্টের চেকবক্সটি আপনার উইকিএড টুলবারের স্থানেই। — তানভিরআলাপ০২:৪৩, ২০ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন
সমাধানের জন্যে কি করনীয়? ---Cool BD (আলাপ | অবদান) ০২:৫৮, ২০ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন
আমার পছন্দ --> গ্যাজেটগুলি থেকে "WikiEd" গ্যাজেটের পাশের চেকবক্সটা আনচেক করুন, ব্রাউজার ক্যাশে পরিষ্কার করুন। এবার দেখুন কাজ হয় কী না। ‍‍‍‍‍— তানভিরআলাপ০৩:১৮, ২০ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন
WikiEd বাদ দেয়ার পর শুধু অভ্র ফনেটিক দিয়ে নিবন্ধ সম্পাদনায় বাংলা লেখা যায়। লেয়াউট পছন্দ করার কোনো মেনু নেই। স্ক্রীন শট দেখুন । --Cool BD (আলাপ | অবদান)
লেআউট পছন্দের জন্য অনুসন্ধান প্যানেলের ওপরে থাকা ড্রপডাউন মেনুটি ব্যবহার করতে হবে। ঐ খানে পছন্দ করলে নির্দিষ্ট লেআউটটি সকল স্থানে কাজ করবে। — তানভিরআলাপ০৫:৫৯, ২০ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন
পাওয়া গেছে। ধন্যবাদ।--Cool BD (আলাপ | অবদান)

যাচাইঃ উবুন্টু ১০.১০, ফায়ারফক্স ৩.৬

সম্পাদনা

সম্পাদনার সারাংশে বাংলা লেখা যায় কিন্তু মূল নিবন্ধ সম্পাদনায় লেখা যায় না। উপরে বামে/ডানে কীবোর্ড বাছায়ের জন্যে কোনো মেনু নেই। স্ক্রীন শট দেখুন।----Cool BD (আলাপ | অবদান) ০২:১৪, ২০ ডিসেম্বর ২০১০ (ইউটিসি) উত্তর দিন

সম্পাদনার সারাংশে ও মূল নিবন্ধ সম্পাদনায় বাংলা লেখা যায়।---Cool BD (আলাপ | অবদান) ০৬:৩৮, ২০ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন

যাচাইঃ উইন্ডোজ ভিস্তা এসপি২, ক্রোম ৮

সম্পাদনা

সম্পাদনার সারাংশে বাংলা লেখা যায় কিন্তু মূল নিবন্ধ সম্পাদনায় লেখা যায় না। উপরে বামে/ডানে কীবোর্ড বাছায়ের জন্যে কোনো মেনু নেই। স্ক্রীন শট দেখুন।----Cool BD (আলাপ | অবদান) ০২:১৪, ২০ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন

সম্পাদনার সারাংশে ও মূল নিবন্ধ সম্পাদনায় বাংলা লেখা যায়।---Cool BD (আলাপ | অবদান) ০৬:৫৬, ২০ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন

যাচাইঃ উইন্ডোজ ভিস্তা এসপি২, ফায়ারফক্স৩.৬

সম্পাদনা

সম্পাদনার সারাংশে বাংলা লেখা যায় কিন্তু মূল নিবন্ধ সম্পাদনায় লেখা যায় না। উপরে বামে/ডানে কীবোর্ড বাছায়ের জন্যে কোনো মেনু নেই। স্ক্রীন শট দেখুন।----Cool BD (আলাপ | অবদান) ০২:২৫, ২০ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন

সম্পাদনার সারাংশে ও মূল নিবন্ধ সম্পাদনায় বাংলা লেখা যায।---Cool BD (আলাপ | অবদান) ০৭:১০, ২০ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন

যাচাইঃ উইন্ডোজ ভিস্তা এসপি২, ইন্টারনেট এক্সপ্লোরার৯বেটা

সম্পাদনা

সম্পাদনার সারাংশে বাংলা লেখা যায় কিন্তু মূল নিবন্ধ সম্পাদনায় নিয়ন্ত্রনহীন এলোমেলো জায়গায় লেখা হয়। (উপরে বামে/ডানে কীবোর্ড বাছায়ের জন্যে কোনো মেনু নেই)---Cool BD (আলাপ | অবদান)।

যাচাই: উইন্ডোজ এক্সপি এসপি৩, ফায়ারফক্স ৩.৬

সম্পাদনা

সম্পাদনার সারাংশে বাংলা লেখা যায় কিন্তু মূল নিবন্ধ সম্পাদনায় লেখা যায় না। সব লেআউটেই এই সমসস্যা হচ্ছে। ≈  প্রমেথেউস  (আলাপ)  ০৮:০৩, ৭ জানুয়ারি ২০১১ (ইউটিসি) আমি তো এখানে দিব্বি লিখছি।আমার এখানে উইন্ডোজ এক্সপি এসপি৩, ফায়ারফক্স ৩.৬ --জয়ন্ত (আলাপ | অবদান) ১০:১৩, ৭ জানুয়ারি ২০১১ (ইউটিসি)উত্তর দিন

অন্য কোনো কম্পিউটার থেকে চেষ্টা করে দেখব... এটাতে সমস্যা আছে হয়ত .. ≈  প্রমেথেউস  (আলাপ)  ১১:১৪, ৭ জানুয়ারি ২০১১ (ইউটিসি)উত্তর দিন
একই সমস্যা... মূল নিবন্ধে লিখতে গেলে বাংলা আসছে না... সম্পাদনা সারাংশ বা অনুসন্ধান বাক্সে বাংলায় লেখা যাচ্ছে... আলাদা আলাদা দুটো কম্পিউটার থেকে চেষ্টা করে দেখলাম.... সমস্যার সামাধান হলো না... অন্য কেউ চেষ্টা করে দেখবেন? ≈  প্রমেথেউস  (আলাপ)  ২০:৪৩, ৭ জানুয়ারি ২০১১ (ইউটিসি)উত্তর দিন
সব লেআউট কাজ করছে। তবে উইকিএড এর সাথে সমস্যা, দুটো এক সাথে কাজ করবে না। আগের লেখাটা খেয়াল করিনি তাই এই গন্ডগোল।
মনে হয় "বিল্ট ইন বাংলা কিবোর্ড" এই ব্যানারে উইকিএড বন্ধ করার কথাটা উল্লেখ করলে ভালো হয়। ≈  প্রমেথেউস  (আলাপ)  ২১:১৫, ৭ জানুয়ারি ২০১১ (ইউটিসি)উত্তর দিন

যাচাইঃ ম্যাক ওএস ১০ স্নো লেপার্ড, ফায়ারফক্স ৩.৬

সম্পাদনা

কাজ করছে অভ্র কিবোর্ডের সবকিছু। --রাগিব (আলাপ | অবদান) ০৩:০৭, ২০ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন

অভ্র ফোনেটিকে যা বর্ণ আসে না

সম্পাদনা
  1. longhn চাপলে লঙ্ঘন মানে ngh এ ঙ্ঘ যুক্তাক্ষরটি আসার কথা, কিন্তু তা আসছে না।--বেলায়েত (আলাপ | অবদান) ১৪:০৫, ২০ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন
  2. ngo চাপলে ঙ্গ হওয়া উচিত। এবং ngi ঙ্গি, ngi ঙ্গী, ngu/ngoo ঙ্গু, ngU ঙ্গূ হওয়া উচিত।--বেলায়েত (আলাপ | অবদান) ০৯:৫২, ২১ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন
  3. Shp চাপলে ষ্প হওয়া উচিত।--বেলায়েত (আলাপ | অবদান) ১০:২২, ২১ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়া ও ওমিক্রন ল্যাবের অভ্র ফনেটিকের অমিল দূর করার অনুরোধ

সম্পাদনা

বাংলা উইকিপিডিয়ার ফনেটিক লেখার সুবিধা প্রবর্তন একটি বিরাট সাফল্য। আমরা যদি মনে করি, উইকিপিডিয়া ফনেটিক দিয়ে মানুষ শুধুমাত্র বাংলা উইকিপিডিয়ার নিবন্ধ সম্পাদনার জন্যে ব্যবহার করবে, তবে আলোচনা এক রকম হবে। বাংলা বানান রীতিতে যে সব বর্ণ ক্রম আসে না সেগুলো অবলীলায় বাদ যাবে। বিদেশী শব্দের বাংলা উচ্চারনভিত্তিক লেখার যুক্তি বাদ যাবে। কিন্তু যদি মনে করি, উইকিপিডিয়া ফনেটিক হচ্ছে যে কোনো মানুষের যে কোনো জায়গায় বাংলা ব্যবহারের জন্যে ওয়েব ভিত্তিক একটা টুল, তাহলে আলোচনা অন্যরকম হবে। ব্যাপক পরিসর। আমরা জানি, ম্যাকের জন্যে অমিক্রন ল্যাবের কোনো সফটওয়্যার নেই। তাই বাংলা উইকিপিডিয়ার ফনেটিকের মাধ্যমে ম্যাক অপারেটিং সিস্টেমে নিশ্চিন্তে বাংলা লেখার সমাধান হয়। আর বাংলা উইকিপিডিয়ার এই ফনেটিক সুবিধা যদি অনলাইন ও অফলাইন উভয় ক্ষেত্রে কাজ করে তবে কেল্লাফতে। সবাই বাংলা লেখার অনন্য সমাধান হিসেবে এটিকে বেছে নিবে এবং সেরকম প্রচার পাবে। এখন পর্যন্ত কার্যকর উইকিপিডিয়া ফনেটিকের সাথে নিচের পার্থক্যগুলো পাওয়া গেছে। আমি অনুরোধ করছি, নিচের অমিলগুলো দূর করে বাংলা উইকিপিডিয়ায় পুরোপুরি ওমিক্রন ল্যাবের অভ্র ফনেটিকের পদ্ধতি প্রবর্তন করার জন্যে। কেননা, সাধা-সিধে কথা হল, সুযোগ-সুবিধা বেশী রাখা হলে, গ্রহণযোগ্যতা বেড়ে যায়। আর এই অমিলগুলো দূর করা হলে উইকিপিডিয়ার বিন্দু মাত্রও ক্ষতি হবে না। অমিলগুলো দূর করা হলে সুবিধাই বাড়বে। কোনো অসুবিধা বাড়বে না। এর গ্রহণযোগ্যতা অনেক বেড়ে যাবে।

Item KeyStroke উইকিপিডিয়া ওমিক্রন ল্যাব
ee free ফ্রেএ ফ্রী
kH kHai কহাই খাই
KH KHai কহাই খাই
gH gHor গহর ঘর
GH GHor গহর ঘর
cH cHoRa চহড়া ছড়া
CH CHoRa চহড়া ছড়া
J Jati Jআতি জাতি
jH jHoR জহড় ঝড়
TH piTHa পিটহা পিঠা
DH DHaka ডহাকা ঢাকা
tH tHala তহালা থালা
dH dHon দহন ধন
pH pHol পহল ফল
bH bHar বহার ভার
sH sHokti সহক্তি শক্তি
RH gaRHo গাড়হ গাঢ়
(consonant)A pA পআ পা
(vowel)a: Oa, ea, ia, ua baRiOala, leauT, samiana, ia malik, myanual বাড়িওআলা, লেআউট, গাড়িআল, ইআ মালিক, ম্যানুআল বাড়িওয়ালা, লেয়াউট, গাড়িয়াল, ইয়া মালিক, ম্যানুয়াল
(vowel)o: ao, eo, aoyaj, reoyaj আঅয়াজ, রেঅয়াজ আওয়াজ, রেওয়াজ
wa, Wa, wA, WA wa alaikum wআ আলাইকুম ওয়া আলাইকুম
q/Q hoq saheb হq সাহেব হক সাহেব
NumPad . . .
.` .` .
a`/A`,i`,I`,u`/U`,e`/E`... a`,i`,I`,u`,e`... আ,ই,ঈ,উ,এ... া, ি, ী, ু, ে (বর্ণহীন -কার চিহ্ন)
(vowel)(a/A/e/E/u/U/i/I/o/O)` koroi` করই করি (` চিহ্ন দিয়ে ভুল শুদ্ধকরণ)
x box বx বক্স
E E E
F F F
<> <> nothing <>
(consonant)`E Dij`ElaO, ডিজEলাও, ডিজএলাও,
ngh longhon লংহন লঙ্ঘন
ngo songo সংঅ সঙ্গ

রাগিব লিখেছেন এখানে: "পার্থক্য হিসাবে উদাহরণ দিয়েছেন, kHai চাপলে খাই এর বদলে কহাই আসছে। এখানে আমি একটু বিভ্রান্ত। কারণ খাই লিখতে হলে আমি অমিক্রনল্যাবের অভ্রে সবসময় লিখি khai। আপনি কেনো h এর জায়গায় H চাপছেন? একই কথা অন্য সবগুলার জন্য প্রযোজ্য।" Cool BD:ওমিক্রন ল্যাবের অভ্র ফনেটিকে H দিয়ে 'খ', 'ঘ', 'ছ', 'থ', 'ঠ', 'ধ', 'ঢ', 'ছ', 'ঢ়', 'ঝ' ইত্যাদি অক্ষরগুলো লেখা যায়। এটি একটি ধনাত্মক ফিচার। একটি সফটওয়্যারের সব ফিচার সবার জন্যে কাজে লাগে না। একটি ফিচার যেটি একজন্যের জন্যে অপ্রয়জনীয় সেটা অন্যজনের জন্যে খুব গুরুত্বপূর্ণ হওয়া মোটেই অস্বাভাবিক নয়। কারো কারো জন্যে H দিয়ে লেখা একেবারেই অর্থহীন। কিন্তু কে নিশ্চয়তা দিতে পারে যে, এটির কোনো ব্যবহারকারী নেই। ওমিক্রন ল্যাবের অভ্র ফনেটিকের কোনো ব্যবহারকারী যদি একথা মনে গেঁথে নেয় যে H and/or h দিয়ে উপরের অক্ষরগুলো লেখা যায়, তবে তিনি সে হিসেবে নিশ্চিন্তে লিখতে পারেন। তাকে আর কখনো একথা মাথায় রাখতে হবে না যে উপরের অক্ষরগুলোর জন্যে H কিন্তু উইকিপিডিয়াতে কাজ করে না, এটা শুধু ওমিক্রন ল্যাবের অভ্র ফনেটিকের জন্যে। তাই উইকিপিডিয়ার ফনেটিকে ঐ অক্ষরগুলো লিখতে সাবধানতার সাথে H কে এড়িয়ে যেতে হবে। কোনো মতেই ভুল করা যাবে না। যতক্ষন উইকিপিডিয়াতে বাংলা লেখা চলবে, মাথায় একটা 'উইকিপিডিয়া ফনেটিক প্লাগ-ইন' (বাংলা উইকিপিডিয়া ফনেটিক হচ্ছে ওমিক্রন ল্যাবের অভ্র ফনেটিকের সাব সেট) একটিভ করে রাখতে হবে। এই সুবিধাটি উইকিপিডিয়াতে যোগ করা হলে কোনো ক্ষতি হবার সম্ভাবনা দেখছি না। বরং লাভই হবে মনে করছি। তাই এই অমিল দূর করতে অনুরোধ রইল। রাগিব লিখেছেন এখানে: “ফ্রী লিখতে হলে আমি অমিক্রনল্যাবে frI লিখি, কখনোই free লিখি না।” Cool BD:উইকিপিডিয়া বাংলা ফনেটিকে 'koo' দিলে কিন্তু 'কঅ' না হয়ে 'কু' হচ্ছে, যেটা ওমিক্রন ল্যাবের অভ্র ফনেটিকের মত। এইক্ষেত্রে উইকিপিডিয়া ও ওমিক্রন ল্যাবের মধ্যে কোনো পার্থক্য নেই। তাহলে, 'kee' চাপলে 'কেএ' না হয়ে 'কী' হবে না কেন? তাই এই সুবিধাটিও দেয়ার জন্যে অনুরোধ করছি।---Cool BD (আলাপ | অবদান) ১০:৩৯, ২১ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন

H/h সংক্রান্ত সমস্যা এড়াতে কোন বর্ণ প্রসেস করার আগেই অভ্র সেটার Case ঠিক করে নেয়। ফলে H বা h এর জন্য আর আলাদা করে কোড লেখা লাগে না। নিচে স্কিম-অভ্র এর এই ফাংশনটা রেফারেন্স হিসেবে দিলাম। জাভাস্ক্রিপ্টেও এধরণের কিছু ইমপ্লিমেন্ট করা গেলে ট্রান্সলিটারেশন টেবিলটা ছোট রাখা যাবে।

String cEnglishToBangla::CorrectCase (String inputT)
{
    int i = 0;
    String s = "";
    int l = 0;
    String T = "";

    l = inputT.length();

    for (i = 1; i <= l; i++)
    {
        T = inputT.substr(i - 1, 1);
        if ((T == "a") || (T == "A") || (T == "o") || (T == "O") || (T == "i") || (T == "I") || (T == "u") || (T == "U"))
        {
            s = s + T;
        }
        else if ((T == "d") || (T == "D") || (T == "g") || (T == "G") || (T == "j") || (T == "J") || (T == "n") || (T == "N") || (T == "r") || (T == "R") || (T == "s") || (T == "S") || (T == "t") || (T == "T") || (T == "y") || (T == "Y") || (T == "z") || (T == "Z"))
        {
            s = s + T;
        }
        else
        {
            std::transform (T.begin(), T.end(), T.begin(), tolower);
            s = s + T;
        }
    }

    return s;
}

--Mehdihasankhan (আলাপ) ১৬:৫১, ২২ ডিসেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন

অভ্র লেআউটের বাগ

সম্পাদনা

বাংলা লেআউটসমূহ বন্ধ করার অপশন যুক্ত করা

সম্পাদনা

উইকিপিডিয়াতে বাংলা লেআউট যুক্ত করা খুবই ভালো উদ্যোগ। কিন্তু সমস্যা হল এখানে ডিফল্ট হিসাবে অভ্র লেআউট রাখা হয়েছে, কিন্তু যুক্ত করা লেআউট তিনটির কোনটি দিয়েই আমি বাংলা লিখতে অভ্যস্ত নই। ফলে প্রতিবার উইকিপিডিয়া ওপেন করার পর ইংরেজি শব্দ বা কোড লেখার সময় আমাকে এটি বন্ধ করতে হচ্ছে। নিবন্ধিত ব্যবহারকরীদের জন্য আমার পছন্দ পাতায় বাংলা কীবোর্ড চালু এবং বন্ধ করার অপশন যুক্ত করা সম্ভব কিনা? Nasir Khan Saikat (আলাপ|অবদান) ০৭:৩৫, ৯ জানুয়ারি ২০১১ (ইউটিসি)উত্তর দিন

এই প্রসঙ্গে আমিও নাসির ভাইয়ের সাথে একমত পোষণ করছি। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ২০:০০, ২০ মে ২০১১ (ইউটিসি)উত্তর দিন

পিকচার আপলোড

সম্পাদনা

আমি কিকরে পিকচার আপলোড করব বুঝতে পারছি না। --Sourabhmallickp (আলাপ) ০৬:২০, ২৪ ফেব্রুয়ারি ২০১১ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়ার এই উদ্যোগে স্বাগত জানাই Mdyusufmiah (আলাপ) ১৫:০৮, ১৮ মে ২০১১ (ইউটিসি)উত্তর দিন

অভ্র ফোনেটিক অন্য সাইটে ব্যবহার প্রসঙ্গে

সম্পাদনা

আমি অভ্র ফোনেটিক লেআউট অপর একটি ফোরামে সংযুক্ত করতে চাই। আমি কি অন্য কোথাও এ স্ক্রীপ্ট ব্যবহার করতে পারব? কেউ কি আমাকে স্ক্রীপ্টের স্ট্রিপড ডাউন সংস্করণ দিতে পারবেন, যাতে অন্যান্য সাইটে সহজে এম্বেড করা যায়?

দারুন

সুচিত্রা মিত্র সংক্রান্ত তথ্য ভুল

সম্পাদনা

সুচিত্রা মিত্র "ছেলেবেলায় তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাক্ষাৎ সাহচর্য লাভ করেছিলেন" তথ্যটি সঠিক নয়। কারণ ১৯৪১ সনে রবীন্দ্রনাথের মৃত্যুর পর দুই মাস তিনি শান্তিনিকেতনে যান। সামান্য সময়ের ব্যবধানে রবীন্দ্রসান্নিধ্য না-পাওয়াজনিত দুঃখ তিনি নিজ মুখে প্রকাশ করেছেন অনেক বার।

ফিক্সড লে আউটগুলোর জন্য লে আউট ভিউয়ার দরকার

সম্পাদনা

আমি প্রথম থেকেই ইউনিবিজয় ফিক্সড লে আউট ব্যবহার করি এবং ফিক্সড লে আউট ব্যবহার করতেই পছন্দ করি। ফনেটিক ব্যবহারে অভ্যস্ত নই। নতুন তিনটি কিবোর্ড যোগ করার পর শুরু থেকেই চিন্তা করছি ফিক্সড লেআউট দুটোর যে কোন একটি ব্যবহার করবো। কিন্তু এদের লে আউট ভিউয়ার কোথাও খুজে পেলাম না। ফলে ইচ্ছা থাকা সত্ত্বেও এগুলো ব্যবহার করা হয়ে ওঠেনা।

তাই লে আউটগুলোর কিবোর্ড ভিউয়ার সহায়তা হিসাবে থাকা দরকার।

তন্ময় (আলাপ) ০৫:২৫, ২৮ মে ২০১১ (ইউটিসি)উত্তর দিন

"বাংলা টাইপ করা" পাতায় ফেরত যান।