সাহাবউদ্দিন মেডিকেল কলেজ

বাংলাদেশের ঢাকায় অবস্থিত একটি বেসরকারি মেডিকেল কলেজ

সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হলো বাংলাদেশের একটি বেসরকারি চিকিৎসা মহাবিদ্যালয় । এটি বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের গুলশানে অবস্থিত। ২০০৩ সালে প্রতিষ্ঠিত, এই ইনস্টিটিউট বাংলাদেশের বেসরকারি মেডিকেল কলেজগুলির মধ্যে একটি। এতে সর্বোচ্চ ডিগ্রি ব্যাচেলর অব মেডিসিন, ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) বাস্তবায়ন হয়েছে। এ চিকিৎসা মহাবিদ্যালয়টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। []

সাহাবউদ্দিন মেডিকেল কলেজ
সাহাবউদ্দিন মেডিকেল কলেজের লোগো
সাহাবউদ্দিন মেডিকেল কলেজের লোগো
ধরনবেসরকারি মেডিকেল কলেজ
স্থাপিত২০০৩ (2003)
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি
ঢাকা বিশ্ববিদ্যালয়
চেয়ারম্যানমোহাম্মদ সাহাবউদ্দিন
অধ্যক্ষমোঃ জাফরুল্লাহ
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
১০০
শিক্ষার্থী৫০০
অবস্থান,
২৩°৪৭′২২″ উত্তর ৯০°২৫′১১″ পূর্ব / ২৩.৭৮৯৫° উত্তর ৯০.৪১৯৭° পূর্ব / 23.7895; 90.4197
শিক্ষাঙ্গনপৌর এলাকা
ভাষাইংরেজি
ওয়েবসাইটwww.shahabuddinmedical.org
মানচিত্র

ইতিহাস

সম্পাদনা

২০০৩ সালে সাহাবউদ্দিন মেডিকেল কলেজ প্রতিষ্ঠার বছরে শিক্ষার্থীদের ভর্তি শুরু করে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। ১৮ এপ্রিল একাডেমিক ক্লাস শুরু হয় যা "এসএমসি দিবস" হিসাবে পালিত হয়। প্রথম বছর, শুরু শ্রেণী, বা "ব্যাচ", নামকরণ করা হয় এসএম -০১।

অধ্যক্ষ

সম্পাদনা
ক্রমিক নাম কাল
1। এ কে এম সালাহউদ্দিন 2002-09-01 - 2005-11-30
2। আবদুল কাদির খান মো 2005-12-01 - 2011-08-15
3। এস আকবর হোসেন 2011-08-16 - 2013-06-30
4। এস আকবর হোসেন 2013-07-01 - 2016-06-21
5। জাফরুল্লাহ মো 2017-03-01 - বর্তমান

শিক্ষা কার্যক্রম

সম্পাদনা

পেশাগত পরীক্ষা কেন্দ্র কোড: ২০

সম্পাদনা

এসএমসি এর ব্যাচ

সম্পাদনা

কলেজের প্রতিটি প্রবেশযোগ্য ক্লাস, যা "ব্যাচ" নামে পরিচিত, ব্যাচ নম্বরের পরে 'এসএমএস' পদ দ্বারা নির্ধারিত হয়। এসএম একটি সংক্ষিপ্ত ফর্ম "শাহাবুদ্দিন মেডিকেল"

ব্যাচ
দল ভর্তির সেশন ছাত্র সংখ্যা অবস্থান
এস এম-০১ 2003-2004 50 স্নাতক
এস এম-০২ 2004-2005 87 স্নাতক
এস এম-০৩ 2005-2006 100 স্নাতক
এস এম-০৪ 2006-2007 95 স্নাতক
এস এম-০৫ 2007-2008 50 স্নাতক
এস এম-০৬ 2008-2009 75 স্নাতক
এস এম-০৭ 2009-2010 76 স্নাতক
এস এম-০৮ 2010-2011 76 স্নাতক
এস এম-০৯ 2011-2012 80 স্নাতক
এস এম -১০ 2012-2013 85 স্নাতক
এস এম -১১ 2013-2014 70 ইন্টার্ন ডাক্তার
এস এম-১২ 2014-2015 95 চূড়ান্ত প্রফেস পরীক্ষা
এস এম-১৩ 2015-2016 ৫ম বছর
এস এম-১৪ 2016-2017 চতুর্থ বছর
এস এম -১৫ 2017-2018 তৃতীয় বছর
এস এম-১৬ ২০১৮-২০১৯ প্রথম বছর

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Office of the Inspector of Colleges || University of Dhaka"। du.ac.bd। ২০১৫-০৮-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-০৭-১০ 

বহিঃসংযোগ

সম্পাদনা