সালাহুদ্দিন হাজ্জি
সালিহ হাজ্জি (পুরো নাম: সালিহ সালাহ যাইনুদ্দিন হাজ্জি দ্বিতীয়) একজন মামলুক শাসক এবং ১৩৮২ সালে বাহরি রাজবংশের শেষ শাসক ছিলেন। তিনি দ্বিতীয় হাজ্জি নামেও প্রসিদ্ধ। ১৩৮৯ সালে বুরজি রাজবংশের আবির্ভাবের সময় তিনি সংক্ষিপ্তভাবে আবার শাসন করেন। ১৩৯০ সালে মারজুস সাফারে একটি ছোট যুদ্ধের আগে তিনি সাইফুদ্দিন বারকুকের কাছে জিম্মি হয়ে পড়েন। তিনি ছিলেন দ্বিতীয় শাবানের পুত্র।[১]
সালিহ হাজ্জি | |
---|---|
মিশর ও শামের সুলতান | |
রাজত্ব | ২১ মে ১৩৮১ – ২৭ নভেম্বর ১৩৮২ |
পূর্বসূরি | দ্বিতীয় মানসুর আলি, মিশরের সুলতান |
উত্তরসূরি | বারকুক |
জন্ম | ১৩৭২ কায়রো |
মৃত্যু | ৪ ফেব্রুয়ারি ১৪১২ (৪০ বছর) কায়রো |
ধর্ম | ইসলাম |
তথ্যসূত্র
সম্পাদনাগ্রন্থপঞ্জী
সম্পাদনা- ক্যারোলিন উইলিয়ামস, রিচার্ড বোর্দো পার্কার, রবিন সাবিন, জারোস্লো ডব্রোওলস্কি, ওলা সে, কায়রোতে ইসলামিক মনুমেন্টস: কায়রো প্রেসে দ্য প্র্যাকটিক্যাল গাইড আমেরিকান ইউনিভ, ২০০২, আইএসবিএন ৯৭৭-৪২৪-৬৯৫-০আইএসবিএন ৯৭৮৯৭৭৪২৪৬৯৫১
রাজত্বকাল শিরোনাম | ||
---|---|---|
পূর্বসূরী মানসুর আলি |
মামলুক সুলতান ১৩৮২ |
উত্তরসূরী বারকুক |
পূর্বসূরী বারকুক |
মামলুক সুলতান ১৩৮৯ |
উত্তরসূরী বারকুক |