সালতোরো পর্বতশ্রেণী

সালতোরো পর্বতশ্রেণী বা সালতোরো মুজতাঘ কারাকোরাম পর্বতশ্রেণীর এক উপপর্বতশ্রেণী বিশেষ।

সালতোরো পর্বতশ্রেনী
সালতোরো মুজতাঘ
সর্বোচ্চ বিন্দু
শিখরসালতোরো কাংরি
উচ্চতা৭,৭৪২ মিটার (২৫,৪০০ ফুট)
ভূগোল
দেশ ভারত এবং  পাকিস্তান
রাজ্য বা অঞ্চলজম্মু ও কাশ্মীর এবং গিলগিট-বালটিস্তান
মূল পরিসীমাকারাকোরাম
সীমানামাশেরব্রুম পর্বতশ্রেণী

অবস্থান

সম্পাদনা

সালতোরো পর্বতশ্রেণী কারাকোরাম পর্বতশ্রেণীর মধ্যভাগে সিয়াচেন হিমবাহের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত। এই পর্বতশ্রেণীর পশ্চিম দিকে সালতোরো উপত্যকা অবস্থিত। এই পর্বতশ্রেণীর দক্ষিণ পশ্চিম দিকের খাড়া ঢালের পরে কোন্ডুস ও ডানসাম নদী উপত্যকা অবস্থিত। এই দুই নদী শ্যোক নদীর উপনদী সালতোরো নদীতে মিলিত হয়েছে। উত্তর পূর্ব দিকে কোন্ডুস হিমবাহ এই পর্বতশ্রেণীকে মাশেরব্রুম পর্বতশ্রেণী থেকে আলাদা করেছে। দক্ষিণ পূর্ব দিকে গ্যোং গিরিবর্ত্ম, গ্যোং হিমবাহ ও নদী উত্তর সালতোরো পর্বতশ্রেণীকে দক্ষিণ সালতোরো পর্বতশ্রেণী থেকে আলাদা করে রেখেছে।

অধিকার

সম্পাদনা

ভারত সালতোরো পর্বতশ্রেণীকে জম্মু ও কাশ্মীর রাজ্যের অংশ হিসেবে দাবী করে, অপরদিকে পাকিস্তান একে গিলগিট বালটিস্তানের অংশ বলে দাবী জানায়। ১৯৬৭ খ্রিষ্টাব্দে দ্য ইউনাইটেড স্টেটস ডিফেন্স ম্যাপিং এজেন্সী কোন রকম তথ্যসূত্র ছাড়াই তাদের কৌশলগত অগ্রণী মানচিত্রে সমগ্র সিয়াচেন হিমবাহ ও সালতোরো পর্বতশ্রেণী পাকিস্তানের অন্তর্ভুক্ত বলে দেখানো হয়।[] সিয়াচেন হিমবাহ অঞ্চলের সীমান্ত সম্বন্ধে সিমলা চুক্তিতে অস্পষ্ট ভাবে উল্লেখ করা হয় যে সীমান্ত এনজে ৯৮৪২ থেকে উত্তরদিকে হিমবাহের দিকে এটি বিস্তৃত থাকবে। এনজে ৯৮৪২ এর স্থানাঙ্কের পার্শ্ববর্তী এলাকায় অসম্পূর্ণ ভাবে সংজ্ঞায়িত মানচিত্রের ওপর মালিকানার দাবীর কারণে ভারতপাকিস্তান এই দুই দেশের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। [] এ বিতর্কের ফলস্বরূপ ১৯৮৪ খ্রিষ্টাব্দে সিয়াচেন দ্বন্দ্ব শুরু হয় এবং ভারতীয় সেনাবাহিনী অপারেশন মেঘদূত সামরিক অভিযানের মাধ্যমে এই পর্বতশ্রেণীর অধিকাংশ ভারতের অধিকারে আসে। []

পর্বতশৃঙ্গ

সম্পাদনা
শৃঙ্গ উচ্চতা (মিটার) উচ্চতা (ফুট) স্থানাঙ্ক প্রথম আরোহণ আরোহণ
সালতোরো কাংরি ৭,৭৪২ ২৫,৪০০ ৩৫°২৩′৫৭″ উত্তর ৭৬°৫০′৫১″ পূর্ব / ৩৫.৩৯৯১৭° উত্তর ৭৬.৮৪৭৫০° পূর্ব / 35.39917; 76.84750 ১৯৬২ ২ (১)
কে১২ ৭,৪২৮ ২৪,৩৭০ ৩৫°১৭′৪২″ উত্তর ৭৭°০১′১৮″ পূর্ব / ৩৫.২৯৫০০° উত্তর ৭৭.০২১৬৭° পূর্ব / 35.29500; 77.02167 ১৯৭৪ ৪ (২)
ঘেন্ট কাংরি ৭,৪০১ ২৪,২৮১ ৩৫°৩১′০৩″ উত্তর ৭৬°৪৮′০১″ পূর্ব / ৩৫.৫১৭৫০° উত্তর ৭৬.৮০০২৮° পূর্ব / 35.51750; 76.80028 ১৯৬১ ৪ (০)
শেরপি কাংরি ৭,৩৮০ ২৪,২১৩ ৩৫°২৭′৫৮″ উত্তর ৭৬°৪৬′৫৩″ পূর্ব / ৩৫.৪৬৬১১° উত্তর ৭৬.৭৮১৩৯° পূর্ব / 35.46611; 76.78139 ১৯৭৬ ১ (১)

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "2003 article about Siachen in Outside magazine"। Outsideonline.com। ২০১১-০৬-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৪-১৫ 
  2. Modern world history- Chapter-The Indian subcontinent achieves independence/The Coldest War.
  3. "War at the Top of the World"Time। নভেম্বর ৭, ২০০৫। এপ্রিল ১২, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ১৩, ২০১৩ 
  • Jerzy Wala, Orographical Sketch Map of the Karakoram, Swiss Foundation for Alpine Research, Zurich, 1990.