সারা জেরিন
বাংলাদেশী অভিনেত্রী
সারা জেরিন হলেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী।[১]
সারা জেরিন | |
---|---|
জন্ম | ১৬ অক্টোবর [বছর অনুপস্থিত] |
জাতীয়তা | বাংলাদেশী |
নাগরিকত্ব | বাংলাদেশ |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ২০১২–বর্তমান |
পরিচিতির কারণ | জ্বি হুজুর |
জীবনী
সম্পাদনা২০১২ সালের ১৩ এপ্রিল সাইমন সাদিকের বিপরীতে জ্বি হুজুর চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে অভিষেক ঘটে সারা জেরিনের।[২] চলচ্চিত্র ছিল সাইমন সাদিক অভিনীত প্রথম চলচ্চিত্র।[৩][৪][৫] এরপর, ২০১৩ সালের ১৪ ফেব্রুয়ারি তার অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র অন্যরকম ভালোবাসা মুক্তি পায়।[৬][৭][৮] চলচ্চিত্রটিতে তিনি বাপ্পি চৌধুরীর বিপরীতে অভিনয় করেছিলেন। এরপর, ২০১৩ সালের ৭ জুন তার অভিনীত তৃতীয় চলচ্চিত্র রোমিও ২০১৩ মুক্তি পায়।[৯][১০] এই চলচ্চিত্রটিতে তিনি বাপ্পি চৌধুরীর বিপরীতে অভিনয় করেছিলেন।
চলচ্চিত্রের তালিকা
সম্পাদনাবছর | চলচ্চিত্র | চরিত্র | টীকা |
---|---|---|---|
২০১১ | ১ টাকার ছেলে কোটি টাকার মেয়ে | প্রথম চলচ্চিত্র | |
২০১২ | জ্বি হুজুর | বান্টি | |
২০১৩ | অন্যরকম ভালবাসা | নিঝুম | |
রোমিও | জুলিয়েট | ||
ঘোষিত হবে | তোমার জন্য মন কাঁদে | ঘোষিত হবে | মুক্তি পায়নি |
ঘোষিত হবে | ভুলতে পারিনা তারে | ঘোষিত হবে | মুক্তি পায়নি |
ঘোষিত হবে | হিটার | ঘোষিত হবে | মুক্তি পায়নি |
ঘোষিত হবে | নিশ্চুপ ভালোবাসা | ঘোষিত হবে | মুক্তি পায়নি[১১] |
ঘোষিত হবে | বউ হওয়া কি মুখের কথা | ঘোষিত হবে | মুক্তি পায়নি[১২][১৩] |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "ফিরলেন সারা জেরিন"। আরটিভি। ৮ ডিসেম্বর ২০১৮। ২৫ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "বৈশাখে নতুন জুটির চলচ্চিত্র জ্বী হুজুর"। জনকণ্ঠ। ১২ এপ্রিল ২০১২। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "তবুও আশাবাদী সায়মন"। ভোরের কাগজ। ২ এপ্রিল ২০১৬। ২৫ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "জন্মদিনটা ঘরেই কাটলো : সাইমন"। বাংলাদেশ প্রতিদিন। ৩০ আগস্ট ২০১৬। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "ভাই-বন্ধু সাইমন ও বাপ্পী"। প্রথম আলো। ২৫ অক্টোবর ২০১৮। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "'অন্যরকম ভালোবাসা'"। বিডিনিউজ২৪.কম। ২৪ জানুয়ারি ২০১৩। ২৫ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "৫০টি প্রেক্ষাগৃহে 'অন্যরকম ভালোবাসা'"। বাংলানিউজ২৪.কম। ১৫ ফেব্রুয়ারি ২০১৩। ২৫ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "অন্যরকম ভালোবাসা"। ইত্তেফাক। ২১ ফেব্রুয়ারি ২০১৩। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "রোমিও ২০১৩"। বিডিনিউজ২৪.কম। ৪ জুন ২০১৩। ২৫ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "রোমিও ২০১৩"। প্রথম আলো। ৬ জুন ২০১৩। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ জনকণ্ঠ, দৈনিক। "'নিশ্চুপ ভালোবাসা' নিয়ে ফিরলেন সারা জেরিন"। দৈনিক জনকণ্ঠ || Daily Janakantha (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০১-২৪।
- ↑ "'বউ হওয়া কি মুখের কথা' সিনেমা দিয়ে বড় পর্দায় ফিরলেন সারা জেরিন"। jobabdihi.com। সংগ্রহের তারিখ ২০২৪-০১-২৪।
- ↑ Messenger, The Daily। "'বউ হওয়া কি মুখের কথা' নিয়ে সিনেমায় ফিরছেন সারা জেরিন"। The Daily Messenger (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০১-২৪।