সারাহ ইলিয়ট

অস্ট্রেলীয় নারী ক্রিকেটার

সারাহ জেন ইলিয়ট (নি এডওয়ার্ড, জন্মঃ ৪ জানুয়ারি ১৯৮২) হলেন একজন অস্ট্রেলিয়ান জাতীয় নারী আন্তর্জাতিক ক্রিকেটার।[] একজন ডানহাতি ব্যাটসম্যান হিসেবে ব্যাটিং এবং লেগব্রেক স্পিনার বোলার হিসেবে ২০০৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করেন। কিন্তু ২০১০ সাল পর্যন্ত তিনি দলের ভিতরে একজন নিয়মিত খেলোয়াড় হিসেবে জায়গা দখল করে নিতে পারেননি।

সারাহ ইলিয়ট
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
সারাহ জেন ইলিয়ট
জন্ম (1982-01-04) ৪ জানুয়ারি ১৯৮২ (বয়স ৪৩)
মেলবোর্ন, ভিক্টোরিয়া, অস্ট্রেলিয়া
ব্যাটিংয়ের ধরনডান-হাতি
বোলিংয়ের ধরনডান-হাতি অফ স্পিন
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
ওডিআই অভিষেক১ সেপ্টেম্বর ২০০৫ বনাম ইংল্যান্ড
শেষ ওডিআই৭ মার্চ ২০১০ বনাম নিউজিল্যান্ড
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০০০/০১–ভিক্টোরিয়ান স্পিরিট
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা ওডিআই টি২০আই ডব্লিউএনসিএল
ম্যাচ সংখ্যা ২২ ৮২
রানের সংখ্যা ৪১৬ ২১ ১৭৪০
ব্যাটিং গড় ৩২.০০ ৪.২০ ২২.৮৯
১০০/৫০ ০/৪ ০/০ ০/১০
সর্বোচ্চ রান ৯৬ ৯২
বল করেছে ৭৮ ১২ ১০২৪
উইকেট ২৫
বোলিং গড় ২৮.০০ ১২.০০ ২২.১৬
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট n/a n/a n/a
সেরা বোলিং ২/১৪ ১/২ ৩/২২
ক্যাচ/স্ট্যাম্পিং ৯/– ২/– ২৩/–
উৎস: ক্রিকেট আর্কাইভ, ৫ মে ২০১০

এডওয়ার্ডস ১৯ বছর বয়সে পা রাখার পরে শীঘ্রই ২০০০-০১ মৌসুমে ভিক্টোরিয়া দলের হয়ে ঊর্ধ্বতন খেলোয়াড় হিসেবে আত্মপ্রকাশ করেন।[] তার খেলোয়াড়ী জীবনের এক পর্যায়ে, এডওয়ার্ডস একটি বিশেষজ্ঞ ব্যাটসম্যান ছিলেন এবং ছয় বছর পরে তার সিনিয়র ক্রিকেটে তিনি তার প্রথম বল করেন। তিনি তার প্রথম দুই পর্বে ব্যাটসম্যান হিসেবে তেমন পরিচিত ছিলেন না এবং তৃতীয় সিজনে ব্যাট করতে নেমে তিনি একমাত্র ইনিংসে শুন্য রান করার পরে দল থেকে বাদ পড়েন।

তথ্যসূত্র

সম্পাদনা