সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়
অভিনেত্রী
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (ইংরেজি: Sayantika Banerjee) ভারতীয় বাংলা চলচ্চিত্রের একজন অভিনেত্রী।[১] ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা চলচ্চিত্র আওয়ারাতে তিনি জিৎয়ের বিপরীতে অভিনয় করে সবার নজর কেড়েছিলেন।[২]
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় | |
---|---|
জন্ম | |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ২০০৯-বর্তমান |
কর্মজীবন
সম্পাদনাসায়ন্তিকা তার জীবন শুরু করেন নাচ ধুম মাচা লে রিয়েলিটি শো'র মাধ্যমে। এরপরে তিনি টার্গেট, হ্যাংওভার, মনে পড়ে আজও সেই দিন এর মত বক্স অফিসে নামেমাত্র চলা চলচ্চিত্রগুলোতে অভিনয় করার পরে তার প্রথম বাণিজিকভাবে সফল চলচ্চিত্র জিৎয়ের বিপরীতে অভিনীত আওয়ারা।[১] ২০১২ সালে তিনি শ্যুটার নামের এক চলচ্চিত্রে অভিনয় করেছিলেন।
চলচ্চিত্রের তালিকা
সম্পাদনাআরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "Joy and I are great friends: Sayantika"। Times of India। ৭ আগস্ট ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১২।
- ↑ "Sayantika Banerjee"। Gomolo। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১২।
- ↑ প্রতিবেদক, বিনোদন। "সায়ন্তিকাকে স্বাগত জানালেন জায়েদ খান"। দৈনিক আজকের পত্রিকা। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]