সামুদ্রিক মৎস্য জরিপ ব্যবস্থাপনা ইউনিট
সামুদ্রিক মৎস্য জরিপ ব্যবস্থাপনা ইউনিট বা মেরিন ফিসারিজ সার্ভে ম্যানেজমেন্ট ইউনিট মৎস্য অধিদপ্তরের অধীনস্থ একটি সরকারি প্রতিষ্ঠান। মূলত ট্রলার ও নৌযানের মৎস্য আহরণ, তথ্য-উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ এবং গভীর সমুদ্রে জরিপ কাজ পরিচালনার কাজ করে থাকে এই সংস্থা।[১]
গঠিত | ১৯৭৯ |
---|---|
ধরন | সরকারি |
সদরদপ্তর | আগ্রাবাদ, চট্টগ্রাম |
যে অঞ্চলে | বাংলাদেশ |
পরিষেবা | মৎস্য জরিপ সংক্রান্ত |
দাপ্তরিক ভাষা | বাংলা, ইংরেজি |
প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা | ড. মঈন উদ্দিন আহমেদ |
প্রধান প্রতিষ্ঠান | মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় |
সম্পৃক্ত সংগঠন | মৎস্য অধিদপ্তর |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
ইতিহাস
সম্পাদনা১৯৭৯ সালে চট্টগ্রামে সামুদ্রিক মৎস্য গবেষণা, ব্যবস্থাপনা এবং উন্নয়ন প্রকল্প-এর কার্যক্রম শুরু হয়। ১৯৮৩–১৯৮৯ সালের মধ্যে আর. ভি. অনুসন্ধান ও আর. ভি. মাছরাঙা জাহাজের মাধ্যমে চিংড়ি আহরণ ও মজুদ নির্ধারণ করে এ সংস্থাটি। পরবর্তীতে ১৯৯৫ সালে প্রকল্পটি সামুদ্রিক মৎস্য জরিপ ব্যবস্থাপনা ইউনিট নামে পরিবর্তিত হয়। মূলত মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এবং মৎস্য রক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৯৫ অনুযায়ী এই প্রতিষ্ঠানের কার্যক্রম চলমান।[২][৩][১]
গঠন
সম্পাদনাব্যবস্থাপনার কার্যক্রম পরিচালনার জন্য ১১ সদস্যের একটি পরিচালনা পর্ষদ গঠন করা হয়। তাঁরা হলেন:[৪]
- প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা: ১ জন
- ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসার: ১ জন
- মেরিন ফিশারিজ অফিসার: ১ জন
- বৈজ্ঞানিক কর্মকর্তা: ৮ জন
আরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "পরিক্রমা, সামুদ্রিক মৎস্য জরিপ ব্যবস্থাপনা ইউনিট"। mfsmu.fisheries.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২।
- ↑ "মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০"। minlaw.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২।
- ↑ "মৎস্য রক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৯৫, ১৯৯৫" (পিডিএফ)। dpp.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২।
- ↑ "পরিচালনা পর্ষদ, টেলিযোগাযোগ অধিদপ্তর"। mfsmu.fisheries.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০১-০২।