সামহোয়্যার ইন ব্লগ

বাংলা ভাষার ব্লগিং ওয়েবসাইট

সামহোয়্যার ইন ব্লগ (যা সামু নামেও পরিচিত) একটি বাংলা ব্লগ সাইট। ব্লগটির স্লোগান হচ্ছে “বাঁধ ভাঙার আওয়াজ”। এটি বাংলা ভাষায় প্রতিষ্ঠিত প্রথম পাবলিক ব্লগ, যা ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।[] এবং বিশ্বে বাংলা ভাষী মানুষদের সর্ববৃহৎ ব্লগিং সাইট। ব্লগ সাইটে নিবন্ধিতদের জন্য এটি বিনামূল্যে পোস্ট করার সুযোগ প্রদান করে; তবে যারা শুধুমাত্র পড়তে চায় তাদের জন্য নিবন্ধন বাধ্যতামূলক নয়। কেবল কোনো পোস্টে মন্তব্য করতে অথবা কোনো কিছু পোস্ট করতে চাইলে নিবন্ধন করতে হয়।

সামহোয়্যার ইন ব্লগ
সাইটের প্রকার
ব্লগ
পরিবেষ্টিত এলাকাবাংলা ভাষায় বিশ্বব্যাপী
মালিকsomewherein.net লিমিটেড
ওয়েবসাইটsomewhereinblog.net
অ্যালেক্সা অবস্থানবৃদ্ধি বিশ্বে ৩০,৭৭৮ তম (বাংলাদেশে ১৫১ তম) (নভেম্বর ২০১৭)[]
নিবন্ধনঐচ্ছিক

প্রতিষ্ঠাতা

সম্পাদনা

সৈয়দা গুলশান ফেরদৌস ও তার স্বামী আরিল্ড ক্লোক্কেরহৌগ এই ব্লগের প্রতিষ্ঠাতা এই সাইটের সম্পাদনার দায়িত্বেও তারা রয়েছেন। সাইটের প্রোগ্রামার হাসিন হায়দার সর্বপ্রথম ইংরেজি কিবোর্ড ব্যবহার করে বাংলা লেখার জন্য একটি ফোনেটিক স্ক্রিপ্ট লেখেন।

পরিসংখ্যান

সম্পাদনা

১৫ নভেম্বর ২০১৭ পর্যন্ত নিবন্ধিত সদস্য সংখ্যা ২,১৭,০৯১ জন। প্রতিদিন গড়ে ৫৫০০০ থেকে ৬৫ হাজার পাতা দর্শন করেন ৫০ থেকে ৬০ হাজার ব্যবহারকারী। মোবাইল থেকে ৪৫ থেকে ৫০ হাজার ব্যবহারকারী প্রতিদিন ব্লগ ব্যবহার করেন সামহ্যোয়ার ইন ব্লগের ভিজিটরদের মধ্যে ৮২% বাংলাদেশ থেকে, ১০% পশ্চিমবঙ্গ থেকে এবং বাকি ৮% পৃথিবীর ১৭০টির অধিক দেশের বাসিন্দা।

কার্যক্রম

সম্পাদনা

১৯ ডিসেম্বর বাংলা ব্লগার দিবস পালন করা হয়।

পুরস্কার

সম্পাদনা
  • রেড হেরিং পুরস্কার (২০১০)[]

নিয়ম প্রয়োগ

সম্পাদনা

এই সাইটের ব্লগারদের জন্য, চার ধরনের নিয়ম প্রয়োগ অবস্থা বিদ্যমান। তারা অবরুদ্ধ (ব্লক), নজরে রাখা, নিরাপদ ও সাধারণ। এই ব্লগের নিয়ম রক্ষাকারীরা মডু (ইংরেজি মডারেটর থেকে) নামেও পরিচিত। লেখা প্রকাশ সম্পূর্ণরূপে নিয়ন্ত্রিত হয় নিয়ম রক্ষাকারী এবং প্রশাসকদের দ্বারা।

আরো দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "somewhereinblog.net Site Info" (ইংরেজি ভাষায়)। আলেক্সা ইন্টারনেট। ১ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৭ 
  2. নাসের, মোহাম্মদ মোর্শেদ। "বাঁধ ভাঙার গল্পকার"দৈনিক ইত্তেফাক। ২৮ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৭ 

বহিঃসংযোগ

সম্পাদনা