নাটালি হেক (২৯ অক্টোবর ১৯৮৪ - ১১ ডিসেম্বর ২০১১) হলেন একজন ব্রিটিশ পর্নোগ্রাফিক অভিনেত্রী, যিনি চলচ্চিত্রে সাভানা গোল্ড নামেই পরিচিত ছিলেন।

সাভানা গোল্ড
জন্ম
নাটালি হেক

(১৯৮৪-১০-২৯)২৯ অক্টোবর ১৯৮৪
মৃত্যু১১ ডিসেম্বর ২০১১(2011-12-11) (বয়স ২৭)
পেশাপর্নোগ্রাফিক অভিনেত্রী
কর্মজীবন২০০৪-২০১১
উচ্চতা৫ ফুট ৫ ইঞ্চি (১.৬৫ মিটার)

তিনি ১৯ বছর বয়সে একজন পর্ন অভিনেত্রী হিসাবে তার কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার জন্মভূমি যুক্তরাজ্যে বিভিন্ন পর্ন চলচ্চিত্রে যুক্ত হন।

২০০৬ সালে তিনি ইউকে অ্যাডাল্ট ফিল্মে "সেরা অভিনেত্রী" পুরস্কার জিতেছিলেন। তবে, তিনি তার সঙ্গীর প্রস্রাব পান করার দৃশ্যে অভিনয় করার জন্য অনেক বিতর্ক তৈরি করেছিলেন।

ব্যক্তিগত জীবন

সম্পাদনা

২০১০ সালের জুলাই মাসে, প্রতিবেশীরা সাভানার চিৎকার শুনতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাকে তার লন্ডনের বাসভবন হতে গলা কাটা অবস্থায় উদ্ধার করে এবং চিকিত্সার জন্য প্রেরণ করে।[] শহিদুল ইসলাম (২৬) নামের এক ব্যক্তি তার বাসায় ডাকাতির অভিপ্রায়ে প্রবেশ করে এই ঘটনা ঘটিয়েছে বলে প্রামাণিত হয় এবং তাকে আট বছরের কারাদণ্ড দেয়া হয়।[]

মৃত্যু

সম্পাদনা

২০১১ সালের ১১ ডিসেম্বর[] অ্যালকোহল পানের ফলশ্রুতিতে সেরিব্রাল অ্যানিউরিজমে আক্রান্ত হয়ে সাভানা মৃত্যুবরণ করেন।[]

পুরস্কার

সম্পাদনা
বছর পুরস্কারের নাম বিভাগ ফলাফল
২০০৬ ইউকে অ্যাডাল্ট ফিল্ম অ্যাওয়ার্ড সেরা অভিনেত্রী বিজয়ী

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Married dad jailed for slitting porn star Savannah Gold's throat"The Sun। ২০১২-০৯-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-১০-৩০ 
  2. "Savannah Gold"। The Internet Adult Film Database। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০২৩ 
  3. "Savannah Gold Bio"। The FreeOnes Story। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০২৩ 

বহিঃসংযোগ

সম্পাদনা