সাবেক্ষ্যং ইউনিয়ন
সাবেক্ষ্যং বাংলাদেশের রাঙ্গামাটি জেলার অন্তর্গত নানিয়ারচর উপজেলার একটি ইউনিয়ন।
সাবেক্ষ্যং | |
---|---|
ইউনিয়ন | |
১নং সাবেক্ষ্যং ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে সাবেক্ষ্যং ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৫৩′৪৯″ উত্তর ৯২°৫′৪৩″ পূর্ব / ২২.৮৯৬৯৪° উত্তর ৯২.০৯৫২৮° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | রাঙ্গামাটি জেলা |
উপজেলা | নানিয়ারচর উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | সুপন চাকমা |
আয়তন | |
• মোট | ১১৯.১৪ বর্গকিমি (৪৬.০০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১০,৬৪১ |
• জনঘনত্ব | ৮৯/বর্গকিমি (২৩০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৩২.৯৮% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৫২০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনাসাবেক্ষ্যং ইউনিয়নের আয়তন ২৯,৪৪০ একর (১১৯.১৪ বর্গ কিলোমিটার)।[১] এটি নানিয়ারচর উপজেলার সবচেয়ে বড় ইউনিয়ন।
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী ইউনিয়নের জনসংখ্যা ১১,৫৯৪জন। এর মধ্যে ১১,৫৫৫জন বৌদ্ধ, ২৪জন মুসলিম, ৫জন হিন্দু, ১০জন খ্রিস্টান।[২]
অবস্থান ও সীমানা
সম্পাদনানানিয়ারচর উপজেলার সর্ব-উত্তরে সাবেক্ষ্যং ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৫ কিলোমিটার। এ ইউনিয়নের দক্ষিণে ঘিলাছড়ি ইউনিয়ন ও নানিয়ারচর ইউনিয়ন; পূর্বে নানিয়ারচর ইউনিয়ন ও লংগদু উপজেলার লংগদু ইউনিয়ন; উত্তরে খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার মুবাছড়ি ইউনিয়ন ও মহালছড়ি ইউনিয়ন এবং পশ্চিমে খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার দুল্যাতলী ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাসাবেক্ষ্যং ইউনিয়ন নানিয়ারচর উপজেলার আওতাধীন ১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম নানিয়ারচর থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৯নং নির্বাচনী এলাকা পার্বত্য রাঙ্গামাটি এর অংশ। এটি সাবেক্ষ্যং, এগারাল্যাছড়া, বাকছড়ি ও কেঙ্গালছড়ি এ ৪টি মৌজায় বিভক্ত।[৩]
ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:
ওয়ার্ড নং | গ্রামের নাম |
---|---|
১নং ওয়ার্ড | বাকছড়ি মুখ, যৌথ খামার, পূর্ব মরাচেঙ্গী মুখ, লাম্বাছড়া, বেতছড়ি মুখ |
২নং ওয়ার্ড | উত্তর মরাচেঙ্গী, দক্ষিণ মরাচেঙ্গী, সাবেক্ষ্যং করল্যাছড়ি, রাঙ্গীপাড়া |
৩নং ওয়ার্ড | সাবেক্ষ্যং মুখ মহাজনপাড়া, শনখোলাপাড়া, বড়পোলপাড়া, উত্তর ফিরিঙ্গিপাড়া, নোয়াপাড়া |
৪নং ওয়ার্ড | বাকছড়ি, সিলুন্যা, এগারাল্যাছড়া, থলছড়া, ঢেবাছড়া, চংড়াহুত্যা |
৫নং ওয়ার্ড | উত্তর জাহানাতলী, দক্ষিণ জাহানাতলী, করল্যাছড়ি বলিপাড়া |
৬নং ওয়ার্ড | মধ্য আদাম, করল্যাছড়ি তরুণ কারবারীপাড়া, দেওয়ানছড়া, মগছড়া, সিলবান |
৭নং ওয়ার্ড | পশ্চিম জাহানাতলী, পশ্চিম দেওয়ানপাড়া, পেড়াছড়া, পশ্চিম মরাচেঙ্গী মুখ, বেতছড়ি দোসরপাড়া, রিঝিবিলপাড়া |
৮নং ওয়ার্ড | রুনু কারবারীপাড়া, বেতছড়ি পুরাতনপাড়া, নিম্ন কেঙ্গালছড়ি, কেঙ্গালছড়ি হেডম্যানপাড়া |
৯নং ওয়ার্ড | উচ্চ কেঙ্গালছড়ি কান্দ্রা কারবারীপাড়া, বাজেছড়া, তারাছড়ি, হাজাছড়ি, রামসুপারীপাড়া, ধার্য্যাছড়ি |
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনাসাবেক্ষ্যং ইউনিয়নের সাক্ষরতার হার ৩২.৯৮%।[১] এ ইউনিয়নে ২টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ২০টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- মাধ্যমিক বিদ্যালয়
- নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- মরাচেঙ্গী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- আকবরীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উচ্চ কেঙ্গালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- এগারাল্যাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- করল্যাছড়ি ললিত কুমার মেম্বারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- জাহানাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ কেঙ্গালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দায্যাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দেওয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নিম্ন কেঙ্গালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বাকছড়ি মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বাকছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বাজেছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বেতছড়ি চন্দ্রসেন মহাজনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বেতছড়ি মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মধ্য আদম সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মরাচেঙ্গী মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মেজরপাড়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- শিলবন সরকারি প্রাথমিক বিদ্যালয়
- শিলুন্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সাবেক্ষ্যং করল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাসাবেক্ষ্যং ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক রাঙ্গামাটি-মহালছড়ি সড়ক ও লংগদু-নানিয়ারচর সড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়। তবে উপজেলা সদর থেকে এ ইউনিয়নের প্রধান যোগাযোগ মাধ্যম নৌপথ।
খাল ও নদী
সম্পাদনাসাবেক্ষ্যং ইউনিয়নের উত্তর প্রান্তে চেঙ্গি নদী কাপ্তাই হ্রদে মিলিত হয়েছে। এছাড়া এ ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে সাবেক্ষ্যং খাল, এগারাল্যাছড়া খাল, বাকছড়ি খাল, কেঙ্গালছড়ি খাল, বাজেছড়া খাল, করল্যাছড়ি খাল, হাজাছড়ি খাল এবং তারাছড়ি খাল।[৭]
হাট-বাজার
সম্পাদনাসাবেক্ষ্যং ইউনিয়নের প্রধান হাট-বাজার হল বেতছড়ি বাজার।[৪]
দর্শনীয় স্থান
সম্পাদনা- ধুমনীঘাট[৮]
জনপ্রতিনিধি
সম্পাদনা- বর্তমান চেয়ারম্যান: সুপন চাকমা[৯]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "নানিয়ারচর উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- ↑ https://bbs.portal.gov.bd/site/page/b432a7e5-8b4d-4dac-a76c-a9be4e85828c
- ↑ ক খ "সাবেক্ষ্যং ইউনিয়ন-"। sabekkhongup.rangamati.gov.bd। ১৫ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০১৮।
- ↑ ক খ "hat_bazar_list - সাবেক্ষ্যং ইউনিয়ন-"। sabekkhongup.rangamati.gov.bd।
- ↑ "junior_school - সাবেক্ষ্যং ইউনিয়ন-"। sabekkhongup.rangamati.gov.bd।
- ↑ http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=414&thana=41403&union=01[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "সাবেক্ষ্যং ইউনিয়ন-"। sabekkhongup.rangamati.gov.bd। ১৫ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০১৮।
- ↑ "tourist_spot - সাবেক্ষ্যং ইউনিয়ন-"। sabekkhongup.rangamati.gov.bd। ১৫ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০১৮।
- ↑ "সাবেক্ষ্যং ইউনিয়ন-"। sabekkhongup.rangamati.gov.bd। ১৫ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০১৮।