সাফিয়া সুলতান
এই নিবন্ধের সঙ্গে সাফিয়ে সুলতান (তৃতীয় মেহমেদের মাতা) নিবন্ধটি একীভূত করার প্রস্তাব করা হলো। (আলোচনা করুন) প্রস্তাবের তারিখ: জুলাই ২০২৪। |
সাফিয়া সুলতান (উসমানীয় তুর্কি: صفیه سلطان; আনু. ১৫৫০ – ১৬১৯[ক]) ছিলেন সুলতান তৃতীয় মুরাদের প্রথম ও প্রধান হাসেকি এবং সুলতান তৃতীয় মুহাম্মদের মা এবং প্রথম আহমেদ ও প্রথম মুস্তাফার দাদী হিসেবে উসমানীয় সাম্রাজ্যের ভালিদে সুলতান। সাফিয়ে উসমানীয় সাম্রাজ্যে নারীদের সালতানাত নামে পরিচিত যুগের প্রতাপশালী সুলতানাদের একজন ছিলেন। তিনি উসমানীয় সাম্রাজ্যের সাতজন সুলতান ও তাঁদের শাসনকাল প্রত্যক্ষ করার সুযোগ পান:প্রথম সুলাইমান, দ্বিতীয় সেলিম, তৃতীয় মুরাদ, তৃতীয় মুহাম্মদ, প্রথম আহমেদ, প্রথম মুস্তাফা এবং দ্বিতীয় উসমান।
সাফিয়া সুলতান | |
---|---|
ভালিদে সুলতান (রাজমাতা) উসমানীয় সাম্রাজ্য | |
কার্যকাল | ১৫ জানয়ারি ১৫৯৫ - ২২ ডিসেম্বর ১৬০৩ |
পূর্বসূরি | নুরবানু সুলতান |
উত্তরসূরি | হানদান সুলতান |
হাসেকি সুলতান, (সম্রাজ্ঞী) উসমানীয় সাম্রাজ্য | |
কার্যকাল | ১৫৭৫ - জানুয়ারি ১৫৯৫ |
পূর্বসূরি | নুরবানু সুলতান |
উত্তরসূরি | কোসেম সুলতান |
জন্ম | সোফিয়া আনু. ১৫৫০ আলবেনিয়া |
মৃত্যু | আনু. ১৬১৯ (বয়স ৬৮–৬৯) ইসকি প্রাসাদ,বায়েজিদ স্কয়ার, ইস্তাম্বুল, উসমানীয় সাম্রাজ্য |
সমাধি | তৃতীয় মুরাদের সমাধি, হাজিয়া সোফিয়া, ইস্তাম্বুল |
দাম্পত্য সঙ্গী | তৃতীয় মুরাদ |
বংশধর | সুলতান তৃতীয় মুহাম্মদ শাহজাদা মাহমুদ আয়েশে সুলতান ফাতমা সুলতান |
ধর্ম | ইসলাম, পূর্বে রোমান ক্যাথলিক |
টীকা
সম্পাদনা- ↑ Leslie Peirce points out in her book that Safiye Sultan was still alive during the first months of her daughter-in-law's retirement in the Old Palace between Mustafa I's two reigns, which means that she was alive at least until 1619.[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Peirce 1993, পৃ. 94।
- ↑ Mitchell 2011, পৃ. 73।
- ↑ Peirce 1993, পৃ. 127।